পুরুষাঙ্গের চুলকানি দূর করার ক্রিম এর নাম কি ও দাম কত

চুলকানি হচ্ছে সংবেদনশীল যে কোন এক ধরনের অভিজ্ঞতা। যেটি শরীরে একটি সংবেদন যা আচড়ের ইচ্ছা ঘটায়। আমাদের শরীরের বিভিন্ন অংশে বা অঙ্গে চুলকানি হতে পারে। তবে চুলকানি বিভিন্ন কারণে হয়ে থাকে। তো সেই কারণগুলো সহ কিভাবে এই চুলকানির প্রতিকার করা যায় ইত্যাদি আজকে আলোচনা করেছি। তবে আপনার যদি পুরুষাঙ্গে চুলকানি হয়ে থাকে। তাহলে আমাদের আজকের আলোচনা থেকে বিভিন্ন ক্রিম এর নাম জানতে পারবেন। অর্থাৎ আমাদের আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে পুরুষাঙ্গের চুলকানি দূর করার ক্রিম সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়া।

এছাড়াও আজকের আলোচনা থেকে আপনারা জানতে পারবেন গোপনাঙ্গের চুলকানি দূর করার ক্রিম এবং পুরুষাঙ্গের চুলকানি দূর করার বিভিন্ন ওষুধের নাম সম্পর্কে। এছাড়াও আপনাদের এই ওষুধের দাম সম্পর্কে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। অতঃপর যাদের পুরুষাঙ্গে অনেক কিছু চুলকানি রয়েছে। তারা আমাদের এই পোস্ট পড়লে বিভিন্ন ক্রিমের নাম জানতে পারবেন এবং ওষুধের নাম জানতে পারবেন।  তাই আপনার চুলকানি দূর করতে পুরুষাঙ্গের চুলকানি দূর করার ক্রিম এর নাম জেনে নিন। অতএব সম্পূর্ণ পোস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত একবার পড়ে নিন।

পুরুষাঙ্গের চুলকানি দূর করার ক্রিম

সাধারণত আপনার পুরুষাঙ্গের বা শরীরের যে কোন জায়গার চুলকানির অনুভূতি যদি ৬ থেকে ৭ সপ্তাহ বেশি  ধরে চলতে থাকে। তাহলে একে ক্রনিক চুলকানি বা ক্রনিক প্রুরিটাস বলে। তবে চুলকানি সাধারণত তা প্রত্যেকের ক্ষেত্রে কিছু না কিছু সময় হয়ে থাকে। তো ঘাবড়ানোর কিছু নেই। সঠিক চিকিৎসা নিলেই আপনার এই চুলকানি এক নিমিষে দূর হয়ে যাবে।

অতিরিক্ত চুলকানি হলে আপনি ওষুধ সেবনের পাশাপাশি ক্রিম ব্যবহার করতে পারেন। বিশেষজ্ঞ ডাক্তারগণ পুরুষাঙ্গের চুলকানি দূর করার ক্রিম ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন। তাই এই প্রসঙ্গে চুলকানি খুব সহজেই দূর করার জন্য আমরা বিভিন্ন ক্রিমের নাম এখানে উল্লেখ করেছি। যে ক্রিমের নামগুলো আপনার জেনে নেওয়া অধিক গুরুত্বপূর্ণ।

গোপনাঙ্গের চুলকানি দূর করার ঔষধের নাম

আপনি যদি ব্যাকটেরিয়া ইনফেকশনের কারণে চুলকানি হয় তাহলে আপনাকে ডাক্তারের সাথে পরামর্শ করে এন্টিবায়োটিক ওষুধ সেবন করতে হবে। অর্থাৎ আপনার গোপনাঙ্গের যে কারণে চুলকানি হোক না কেন। সে চুলকানি দূর করার কিছু ওষুধের নাম এখানে উল্লেখ করেছি। তাই অন্য কোথাও খোঁজাখুঁজি না করে এখান থেকে গোপনাঙ্গের চুলকানি দূর করার ঔষধের নামটি জেনে নিন। গোপনাঙ্গের বা পুরুষাঙ্গের চুলকানি দূর করার ওষুধ এর নাম গুলো হলো: 

  • ফাঙ্গিডার্ম‌ ক্রিম (Fungiderm Cream)
  • Afun cream
  • Flugal 50
  • ফানডিজাল এইচ সি ক্রিম
  • Betameson cream
  • বিলানেক্স ২০ ক্রিম
  • মিকোনা ২ % ডাব্লিউ/ডাব্লিউ ক্রিম (Micona 2% W/W Cream)
  • Lamisil cream
  • Lotrimin cream
  • Micatin cream
  • Cortinsone cream
  • ফেক্সোফেনাডিন
  • Loratadin
  • Tioconazole

পুরুষাঙ্গের ভিতরে চুলকানি দূর করার ক্রিম

আপনি যদি পুরুষাঙ্গের জন্য বিভিন্ন চুলকানির ক্রিম ব্যবহার করতে চান। তাহলে আপনাকে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ নিতে হবে। আপনার চুলকানির নির্দিষ্ট জায়গা নিয়ে ডাক্তারের সাথে পরামর্শ  পড়ুন। অতঃপর ডাক্তারের পরামর্শ অনুযায়ী ক্রিম ব্যবহার করুন। কেননা কিন্তু পুরুষাঙ্গের ভুল ক্রিম ব্যবহার করলে আপনার পুরুষাঙ্গের অনেক ক্ষতি হতে পারে।

তবে পুরুষাঙ্গের ভিতর এবং বাইরে চুলকানির দূর করার বিভিন্ন ক্রিমের নাম উপরে এবং নিচে উল্লেখ করেছি। অতএব আজকের আলোচনা থেকে বিভিন্ন ক্রিমের নাম ও ট্যাবলেটের নাম জেনে নিন। তবে এই  ক্রিমগুলো অবশ্যেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন।

পুরুষাঙ্গের চুলকানি দূর করার ক্রিমের নাম

 ইতিমধ্যে আমরা উপরে কিছু পুরুষাঙ্গের চুলকানি দূর করার ক্রিমের নাম গুলো উল্লেখ করেছি। যেগুলো আমাদের ক্রিম ব্যবহারে আপনি আপনার সঙ্গে চুলকানি খুব সহজে দূর করতে পারবেন। তবে এই   পুরুষাঙ্গের চুলকানি দূর করার ক্রিমগুলো বিশেষ সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। তবে আমরা আপনাদের শুধুমাত্র ক্রিমের নামগুলো জানিয়ে দিব।

কিন্তু কিভাবে ব্যবহার করবেন তা অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ নিবেন। কেননা ভুল ক্রিম ব্যবহার করলে আপনার তা পুরুষাঙ্গের অনেকটা ক্ষতি হতে পারে। নিচে আরও কয়েকটি পুরুষাঙ্গের চুলকানি দূর করার ক্রিমে করা হলো:

  • ফাঙ্গিডার্ম‌ ক্রিম (Fungiderm Cream)
  • Lotrimin cream
  • Cortisone cream
  • Afun cream
  • বিলানেক্স ২০ ক্রিম
  • Lamisil cream
  • Lotrimin cream
  • Micatin cream

পুরুষাঙ্গের চুলকানি দূর করার ক্রিম এর দাম কত

আপনি পুরুষাঙ্গে চুলকানি দূর করার জন্য বিভিন্ন ক্রিম পেয়ে যাবেন। তবে ক্রিম গুলোর দাম আবার অনেক কম টাকায় পেয়ে যাবেন আবার অনেক বেশি টাকায় পেয়ে যাবেন। তবে এখানে আপনি কম দামের ক্রিম পেয়ে যাবেন তার মূল্য হচ্ছে ৩৫ টাকা। তবে পুরুষাঙ্গে চুলকানি দূর করার জন্য বিভিন্ন ব্র্যান্ডের ক্রিম রয়েছে। যেগুলোর সর্বনিম্ন ক্রিমের মূল্য ৩৫ থেকে ৫৮ টাকা। আর সর্বোচ্চ প্রায় ৯০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত এই ক্রিমের মূল্য হতে পারে।

ছেলেদের গোপনাঙ্গে বা পুরুষাঙ্গে চুলকানি হয় কেন?

বিভিন্ন কারনে ছেলেদের পুরুষাঙ্গে চুলকানি হতে পারে। এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে পুরুষাঙ্গের  চারিপাশ পরিষ্কার না রাখা। ময়লা এবং অপরিষ্কার প্যান্ট বা বিভিন্ন ধরনের পোষাক পরিধান করা। অতিরিক্ত যৌ*ন সঙ্গম করা। এবং গোসলের সময় পুরুষাঙ্গ ভালোভাবে ধৌত না করা। আরো ইত্যাদি কারণে ছেলেদের গোপনাঙ্গে বা পুরুষাঙ্গে চুলকানি হতে পারে।

পুরুষাঙ্গের চুলকানি দূর করার ঘরোয়া উপায়

সকল রোগই ঘরোয়া উপায়ে দূর করার যায়। তবে সঠিক উপায় অবলম্বন করলে সকল সমস্যা খুব সহজে দূর করা যায়। তবে ডাক্তারের কাছ থেকে এত ওষুধ গ্রহণ করার পাশাপাশি আপনি যদি ঘরোয়া উপায়ে আপনার প্রসঙ্গে চুলকানি দূর করতে চান তাহলে এটি একটি ভালো মাধ্যম। কেননা আপনি চাইলে প্রাকৃতিকভাবেও আপনি আপনার পুরুষাঙ্গের চুলকানি দূর করতে পারবেন। নিম্নে কিছু ঘরোয়া উপায় গুলো উল্লেখ করা হলো।

  • নারিকেল তেলের ব্যবহার:

 নারকেল তেল ব্যবহার করলে আপনি আপনার পুরুষাঙ্গের চুলকানি কমাতে পারবেন। কেননা ছত্রাকের  সংক্রমণ থেকে নারকেল তেল অনেক উপকারী। চাইলেনারকেল তেল ব্যবহার করে দেখতে পারেন।

  • বেকিং সোডা দিয়ে গোসল:

পুরুষাঙ্গে  ছত্রাক থাকলে  বেকিং সোডা এ ছত্রাক দূর করতে অনেক বেশি কার্যকর।  তাই গোসল করার সময় বেকিং সোডা  মিশিয়ে গোসল করুন।

  • ঠান্ডা ঠান্ডা  বরফ:

আপনি যদি অতি দ্রুত এবং তাৎক্ষণিক আপনার চুলকান থেকে মুক্তি পেতে চান তাহলে ঠান্ডা ঠান্ডা বরফ দিয়ে সেক দিতে পারেন অথবা সেখানে লাগিয়ে রাখতে পারেন।

  • প্রোবায়োটিক খাবার:

প্রোবায়োটি খাবার বলতে বোঝানো হয়েছে আশ যুক্ত খাবার। তবে এই প্রোবায়োটি খাবার গুলোর মধ্যে রয়েছে দই,কিসমিস, গোল, আচার,দোসা,কুসুম্বা ইত্যাদি। আর এই খাবারগুলোই আপনার পুরুষাঙ্গের চুলকানি দূর করতে সাহায্য করে।

  • রসুন: বিভিন্ন প্রকার  ব্যাকটেরিয়া হাত থেকে বেঁচে থাকতে অনেক বেশি কার্যকর। তবে আপনার পুরুষ অঙ্গের চুলকানিকে খুব সহজেই রসুন দূর করে দেবে। অর্থাৎ এরকম কে পেস্ট বানিয়ে আপনার পুরুষাঙ্গে কিছুক্ষণ লাগিয়ে রাখতে পারেন। নতুন হচ্ছে ছাত্র আপনি দয়াময় একটি মহা ঔষধ।

গোপনাঙ্গের চুলকানি প্রতিরোধ

দৈনন্দিন জীবনে এই গোপনাঙ্গের যত্ন নিতে হবে। এই গোপনাঙ্গের বা পুরুষাঙ্গের যত্নের অবহেলা হলেই আমাদের অনেক চুলকানি দেখা দিতে পারে। তবে এগুলা চুলকানি প্রতিরোধ করতে অনেকগুলো উপায় বা কাজ অবলম্বন করা যেতে পারে। অর্থাৎ সে গোপনাঙ্গের চুলকানি থেকে বেঁচে থাকার প্রতিরোধ গুলো উল্লেখ করা হলো:

  • তাই প্রতিদিন গোসল করার সময় অবশ্যই ভালোভাবে পরিষ্কার করতে হবে।
  • তবে গোসল করার সময় পুরুষ পুরুষাঙ্গে কখনোই সাবান ব্যবহার করা যাবে না।
  • এছাড়া রঙিন বা সুগন্ধিযুক্ত টয়লেট টিস্যু ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।
  • এমনকি আপনার ওজন কমাতে হবে।
  •  নিয়মিত গোসল করতে হবে।
  • আপনার পরিধান কৃত পোশাক পরিষ্কার থাকতে হবে।
  • আর সহবাসের সময় আপনাকে অবশ্যই কনডম ব্যবহার করতে হবে।
  • সহবাসের পর  যৌ*ন অঙ্গ ভালোভাবে ধৌত করতে হবে। 
  • ভেজা কাপড় কখনোই পরিধান করবেন না।
  • একাধিক যৌ*নসঙ্গী পরিত্যাগ করতে হবে।

শেষ কথা 

আজকে পুরুষাঙ্গের চুলকানি থেকে বেঁচে থাকার বিভিন্ন উপায় এবং ক্রিমের নাম উল্লেখ করেছি। বিভিন্ন জায়গা থেকে সঠিক তথ্য সংগ্রহ করে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি আপনারা আমাদের এই পোস্ট থেকে উপকৃত হয়েছেন। যদি পুরুষাঙ্গের চুলকানি দূর করার ক্রিম এই পোস্টটি পড়ে আপনাদের কাছে ভালো লেগে থাকে। তাহলে অবশ্যই আপনার আশেপাশের ব্যক্তিদেরকে এই পোস্ট শেয়ার করে জানিয়ে দিবেন। ধন্যবাদ

আরও দেখু*নঃ

চুলকানি দূর করার ঔষধের নাম

রানের চিপায় চুলকানি দূর করার ক্রিম

চুলকানির দূর করার ক্রিমের নাম

এলার্জি চুলকানি দূর করার ঔষধ

চুলকানি দূর করার ক্রিম এর নাম কি

দাদ চুলকানি দূর করার ঔষধ