চুলকানি দূর করার ঔষধের নাম কি ও দাম কত

শরীরে বিভিন্ন অংশে বিভিন্ন কারনে চুলকানি হয়ে থাকে। অনেকের এলার্জির জনিত কারণে চুলকানি হয়ে থাকে আবার অনেকের দাদ হওয়ার কারণে চুলকানি হয়ে থাকে। আবার অনেকের শরীর পরিষ্কার থাকার কারণে বিভিন্ন ছত্রাকের আক্রমণে চুলকানি হয়ে থাকে। তবে আপনি যদি চুলকানি দূর করতে চান তাহলে কিছু ওষুধের নাম আপনাকে জানতে হবে। তাই আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে চুলকানি দূর করার ঔষধের নাম।

চুলকানি একটি অস্বস্তিকর বিষয়। এটি শরীরের যেকোনো জায়গায় হতে পারে। অনেকের মাথায় অনেকের পিঠে,পায়ে,এমনকি দুই রানের চিপায় চুলকানি হয়। তবে চুলকানি আবার অন্যজনের সঙ্গে স্পর্শ থেকেও হতে পারে। এছাড়াও শরীরের র*ক্তশূন্যতা এবং পানির অভাবজনিত কারণেও অনেকের চুলকানি হতে পারে। তবে এ নিয়ে ঘাবড়ানোর কিছু নেই সঠিক চিকিৎসা নিলেই আপনার চুলকানি এক  নিমিষেই দূর হয়ে যাবে। তো আপনারা চাইলে আমাদের এই আর্টিকেল থেকে চুলকানি দূর করার ঔষধের নাম জেনে নিতে পারেন। অতএব সম্পূর্ণ পোস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।

চুলকানি দূর করার ঔষধের নাম

এই চুলকানি একটি বির*ক্তিকর সমস্যা যা খুব দ্রুত সমাধান করা দরকার।  বিভিন্ন ছত্রাকের আক্রমণে আমাদের শরীরে চুলকানি হয়। এ ছাড়াও আপনার শরীরে কোন কারণে এন্টিজেন -এন্টিবডির ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি হলে চুলকানি আবির্ভাব দেখা দিতে পারে। প্রথম অবস্থায় অনেকের চুলকানির বা আক্রান্ত স্থানে লাল বর্ণ ধারণ করে থাকে। যা পরবর্তীতে চুলকানির মতো অনুভব তৈরি হয়। আপনি যদি আপনার নিকটস্থ ডাক্তারের নিকষ শরণাপন্ন হন। তাহলে ডাক্তার আপনাকে বিভিন্ন ঔষধ প্রদান করবেন। অর্থাৎ ডাক্তার আপনাকে যে ওষুধসমূহ প্রদান করবেন সেই চুলকানি দূর করার ঔষধের নাম এখানে বিস্তারিতভাবে উল্লেখ করেছি।

সারা গায়ে চুলকানির ওষুধের নাম কি

এ টিনিয়া ইনফেকশন বা দাদ ও চুলকানি মূলত ছত্রাক সংক্রমণের কারণেই হয়ে থাকে। তবে নিয়ে প্রত্যেকের অনেক সতর্ক থাকা উচিত। আর পৃথিবীতে ৩০০ মিলিয়নেরও বেশি মানুষ ছত্রাকের দ্বারা আক্রমণ হয়ে থাকে। তবে এটি সাধারণ সংক্রমণ যা চুলকানির প্রবণতা তৈরি হয়। ফাঙ্গি নামক এক ধরনের উদ্ভিদ জীবাণু এই সংক্রমণ ঘটায়। তবে এই সংক্রমণ শরীর থেকে দূর করতে কিছু ওষুধ আপনি আপনার নিকটস্থ ফার্মেসিতে পেয়ে যাবেন। অতএব এখানে আপনাদের চুলকানি ওষুধের নাম জানানোর জন্য উল্লেখ করা হয়েছে। নিম্নে সারা গায়ের চুলকানি দূর করার ঔষধের নাম উল্লেখ করা হলো।

  •  ঔষুধ হিসেবে আপনি এলাট্রল ট্যাবলেট খেতে পারেন
  • অথবা অড়াডিন ট্যাবলেট।
  • এমন কি কিছু মলম ব্যবহার করতে পারেন যেমন ফাঙ্গিন।
  • ফাঙ্গিন বি
  • ফানডিজাল এইচসি
  • পেভিসন ক্রিম বা মলম ব্যবহার করতে পারেন
  • অথবা অ্যান্টিফাঙ্গাল ক্রিম

চুলকানি ওষুধের নাম স্কয়ার

বাংলাদেশের বিভিন্ন কোম্পানির রয়েছে ঔষুধের।  সকল সমস্যার জন্য কোম্পানিরা বিভিন্ন তৈরি করে থাকেন। এই ওষুধগুলো বিভিন্ন দামের এবং বিভিন্ন মাত্রা বা মানের হয়ে থাকে। তবে চুলকানির জন্য অনেকেই স্কয়ার কোম্পানির ওষুধ গ্রহণ করে থাকেন। অনেকে ধারনা স্কয়ার কোম্পানির ওষুধ ভালো কাজ করে। তাই আপনাদের জানার সুবিধার্থে চুলকানি দূর করার ঔষধের নাম স্কয়ার উল্লেখ করা হলো।

  • Fungidal
  • Fungidal-HC
  • Betameson Cream

চুলকানি ওষুধের দাম কত

এই ওষুধগুলোর দাম অনেক কম। যেমন Fungidal ৫০ টাকা। এবং Fungidal-HC ক্রিমের দাম ৫৫ টাকা। তবে কিছু মলম বা ক্রিম রয়েছে বা ওষুধ রয়েছে যেগুলোর মূল্য ৪৫ থেকে ৫০ টাকা। তবে চুলকানি দূর করার আরো কিছু ওষুধ বা মলম রয়েছে যেগুলোর দাম আর ৯০ থেকে ২০০ টাকা পর্যন্ত।

চুলকানি ঔষধ কোনটা ভালো

ডাক্তার আর রোগীদের কে রোগীর অবস্থা অনুযায়ী ঔষধ দিয়ে থাকেন। তবে এর মধ্যে ভালো এবং মন্দ রয়েছে। কিছু কিছু চুলকানি ক্ষেত্রে ডাক্তাররা রোগীদেরকে বিভিন্ন রকমের ঔষধ দিয়ে থাকেন। তবে সকল ওষুধের মধ্যে পেভিসন ক্রিম এবং Fungidal-HC অনেক ভালো। আশা করা যায় পেভিসন ঔষধ ব্যবহারে অনেক ভালো ফল পাবেন। তবে সর্বোপরি ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার চুলকানি অবস্থা দেখিয়ে ওষুধ গ্রহণ করুন।

চুলকানির ওষুধ খাওয়ার করার নিয়ম

আপনার শরীরে যে জায়গায় চুলকানি হোক না কেন। তা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধগুলো গ্রহণ করবেন। চুলকানি ঔষধ হিসেবে যদি ক্রিম ব্যবহার করেন তাহলে পেভিসন দিনে ২ থেকে ৩ বার ব্যবহার করতে পারেন। এর সাথে ভালো কাজ করার জন্য আপনি বিভিন্ন ট্যাবলেট গ্রহণ করতে পারেন। তবে ছোট শিশু এবং বড় মানুষ অনুযায়ী এ ওষুধগুলোর গ্রহণের বিভিন্ন পার্থক্য রয়েছে। তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধগুলো গ্রহণ করুন।

চুলকানি দূর করার ঘরোয়া উপায়

নিম্নে কিছু চুলকানি দূর করার ঘরোয়া উপায় উল্লেখ করব। আশা করছি সেই ঘরোয়া উপায় গুলো আপনারা খুব সহজেই অবলম্বন করতে পারবেন। যদি সঠিকভাবে আপনি ঘরোয়া উপায় গুলো কাজে লাগাতে পারেন। তাহলে আশা করা যায় আপনার চুলকানি খুব সহজে এবং দ্রুত ঠিক হয়ে যাবে। ঘরোয়া উপায়ে চুলকানি দূর করতে যা যা করবেন।

  • অ্যালোভেরা জেল আপনি লাগাতে পারেন আপনার আক্রান্ত স্থানে।
  • নিমপাতা ব্যবহার করতে পারেন।
  • লেবুর রস সেখানে লাগিয়ে রাখতে পারেন।
  • এরপর নারকেল তেল অনেকটা উপকারে আসে। সেখানে কিছুক্ষণ নারিকেল তেল লাগিয়ে রাখতে পারেন।
  • চুলকানি কমাতে সাবানের ব্যবহার কমিয়ে দিন।
  • এলার্জিজনিত খাবার সেগুলো এড়িয়ে চলুন।

শেষ কথা

আশা করি আমাদের এই পোস্ট থেকে বিভিন্ন তথ্য জানতে পেরেছেন। বিশেষ করে যাদের চুলকানি চলতে সমস্যা রয়েছে। আশা করছি তারা এখান থেকে বিভিন্ন ধরনের ওষুধের নাম জানতে পেরেছেন। যদি আমাদের এই পোস্ট আপনাদের কাছে ভালো লেগে থাকে। তাহলে অবশ্যই আপনার আশেপাশের আক্রান্ত ব্যক্তিদেরকে এই চুলকানি দূর করার ঔষধের নাম পোস্ট টিশেয়ার করে জানিয়ে দিবেন। ধন্যবাদ

আরও দেখু*নঃ

রানের চিপায় চুলকানি দূর করার ক্রিম

চুলকানির দূর করার ক্রিমের নাম

এলার্জি চুলকানি দূর করার ঔষধ

চুলকানি দূর করার ক্রিম এর নাম কি

পুরুষাঙ্গের চুলকানি দূর করার ক্রিম

দাদ চুলকানি দূর করার ঔষধ