Frenxit এর কাজ কি, কেন খায় ও দাম কত

এই Frenxit ওষুধের অনেকগুলো কাজ রয়েছে। যেটা একজন মানুষের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ওষুধটি একজন মানুষের মানসিক উদ্যোগ, উদাসীনতা, অধীনতা, সন্দেহ,নিরানন্দ হতাশা ইত্যাদি রোগ থেকে আরোগ্য লাভের সহায়তা করে।  তবে আমাদের আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে আপনাদেরকে Frenxit এর কাজ কি বিস্তারিত জানিয়ে দেওয়া।

অনেকে হয়তো বিভিন্ন সমস্যার কারণে ডাক্তারের কাছে শরণাপন্ন হয়ে থাকেন। তবে যারা মানসিক উদ্যোগ বা বিভিন্ন সমস্যা নিয়ে ডাক্তারের কাছে শরণাপন্ন হয়েছেন। Frenxit হয়তো তাদের কাছে অনেক পরিচিত একটি ওষুধ বা ট্যাবলেট। আজকের আলোচনায় আপনাদের জন্য থাকছে Frenxit এর কাজ কি এবং এই ট্যাবলেট এর দাম কত টাকা। এছাড়াও এটা ট্যাবলেট কিভাবে খাওয়া হয় বা গ্রহণ করা হয়।  এর উপকারিতা সহ পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। অতএব আমাদের এই পোস্ট সম্পূর্ণ পড়ে নিন।

Frenxit এর কাজ কি

আপনি কি জানেন Frenxit এর কাজ কি? এই Frenxit হচ্ছে মূলত বিষন্নতার একটি ঔষধ। এই ওষুধটি সেজোফ্রেনিয়া হিসেবে মানসিক ব্যাধি গুলোর চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। যাদের মানসিক অবসাদ রয়েছে তাদের জন্য এই ওষুধটি অনেক বেশি কার্যকর। এই ওষুধটি সেবনের ফলে মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের সাথে ক্রিয়া বা হস্তক্ষেপ করে। অতএব এই ট্যাবলেটের আরো কাজ রয়েছে। যেগুলো হয়তো আপনারা ইতিমধ্যে জানতে পারবেন। তাই সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন। 

Frenxit ট্যাবলেট কিসের ওষুধ

এ ওষুধে কিছু পরিচিত যৌগ রয়েছে যেগুলো হচ্ছে অনেকগুলো বৈশিষ্ট্য ধারণ করে। বিশেষ করে মানসিক উদ্যোগ,এবং মানসিক ব্যাধি চিকিৎসায় অনেক বেশি কার্যকর। এই ওষুধ মূলত মানসিক উদ্বেগ, বিষন্নতা, হতাশা ইত্যাদি রোগের নিরাময়ে কাজ করে থাকে।

এই ওষুধ স্বল্পমাত্রায় দুশ্চিন্তা সমান কারী হিসেবে কাজ করে এবং অবসন্নতা বিরোধী বৈশিষ্ট্য রয়েছে এই ওষুধের।  এবং এখানে উপস্থিত মেলিট্রাসিন-একটি বাইপোলার থাইমোলেগ্রিক, স্বল্প মাত্রায় যার এ্যাকটিভিটিং বৈশিষ্ট্য রয়েছে।

Frenxit ট্যাবলেট এর দাম কত

 এই ফেনক্সিট ট্যাবলেটটি অনেক পরিচিত। বিভিন্ন সমস্যায় ডাক্তার রোগীদেরকে এই ট্যাবলেট প্রদান করে থাকেন। তবে আপনি আপনার নিকটস্থ ফার্মেসি থেকে এই ঔষধ প্রতি পিস ৫ টাকায় সংগ্রহ করতে পারবেন। অর্থাৎ এই ওষুধের প্রতি পিস মূল্য ৫ টাকা। আর এই ট্যাবলেট এর পুরো বক্সের দাম ৭৫০ টাকা।

Frenxit ট্যাবলেট খাওয়ার নিয়ম

এ ট্যাবলেট গুলো ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত। না হলে দীর্ঘমেয়াদী সেবনে আপনার শরীরে বিভিন্ন প্রকার পাশের প্রতিটা দেখা দিতে পারে। এ ট্যাবলেট টি মূলত উদাসীনতা, বিষন্নতা, দুশ্চিন্তা  এ সম্পর্কিত সমস্যা গুলোকে নিরাময়ের জন্য ব্যবহার করা হয়। এ ফেনক্সিট ট্যাবলেটটি খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি করে।

মারাত্মক রোগে আক্রান্ত ব্যক্তিরা অর্থাৎ প্রাপ্তবয়স্কদের সাধারণত দিনে দুটি করে খেতে হবে। বিশেষ করে যাদের সমস্যা বেশি তাদের প্রতিদিন সকালে এই ওষুধটি গ্রহণ করতে হবে। তবে অবশ্যই আপনার শরীরের অবস্থা ডাক্তারের সাথে পরামর্শ করুন। অথবা ডাক্তারের কাছ থেকে সঠিক পরামর্শ নিয়ে ওষুধ গুলো গ্রহণ করুন।

Frenxit ট্যাবলেট কি ঘুমের ওষুধ

হ্যাঁ। Franxit কি ওষুধটি খেলে মাথা ঠান্ডা থাকে এবং খুব ভালো হয়। যারা এই ওষুধটি গ্রহণ করে থাকেন, তাদের একটু ঘুম ঘুম ভাব বেশি হয়ে থাকে। তবে এই ওষুধ মাঝে মাঝে গ্রহণ করা সাধারণ বিষয়। তবে অতিরিক্ত খাওয়া যাবেনা। এতে আপনার শরীরের বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তবে আপনারা জেনে থাকেন যে ঘুমের ওষুধ গ্রহণ করা কোনমতেই ভালো নয়। তবে যারা এই ওষুধ গ্রহণ করছেন তাদের একটু ঘুম ঘুম ভাব দেখা দিতে পারে। 

Frenxit এর উপকারিতা

এ ট্যাবলেট গ্রহণের কিছু উপকারিতা রয়েছে। অর্থাৎ রোগের নিরাময় এর কার্যকারিতা রয়েছে। যার জন্য রোগীরা এ ট্যাবলেট গ্রহণ করে থাকেন এবং ডাক্তার আর রোগীদের কে প্রদান করে থাকেন।  ইতিমধ্যে আমরা এই ট্যাবলেট কিসের ওষুধ তা নিয়ে আলোচনা করছি।  অর্থাৎ বিষণ্ণতা, বিষণ্যতা,মানসিক ব্যাধি ইত্যাদি মুক্তি লাভ করা যায়। অর্থাৎ এই ওষুধটি  অবসন্নতাবিরোধী, দৃশ্চিত্তা প্রশমনকারী। যা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। 

বুকের দুধ খাওয়ানোর সময় কি Frenxit Tablet নিরাপদ?

এক্ষেত্রে এ ট্যাবলেট সেবনে কিছুটা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। তবে সর্বোপরি সবসময় এ ওষুধগুলো ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত। তবে ঔষধ বুকের দুধ খাওয়ানোর সময় গ্রহণ করতে পারবেন। তবে সমস্যা বেশি হলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এবং ওষুধ খাওয়া বন্ধ করে দিবেন। অতঃপর ডাক্তার পরামর্শ অনুযায়ী ওষুধটি গ্রহণ করুন।

গর্ভবতী মহিলাদের জন্য Frenxit Tablet কি নিরাপদ?

যারা গর্ভবতী রয়েছেন তাদের এই ওষুধ সেবনে কিছুটা পাশের প্রতি কে লক্ষ্য নিয়ে হতে পারে। তবে আপনার শরীরের অবস্থা অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে Frenxit ট্যাবলেট গ্রহণ করুন। যদি আপনার কাছে এই ওষুধ সেবনে ফলে ক্ষতিকর অবস্থা মনে হয়। তাহলে অতিসত্বর ওষুধ নেওয়া বন্ধ করে দিন।

Frenxit ট্যাবলেট এর পার্শ্ব প্রতিক্রিয়া

এই Frenxit ট্যাবলেট সেবনের পরে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আপনার শরীরে লক্ষণীয় হতে পারে। যেমন মাথা ব্যথা,মাথা ঘোরা,শুষ্ক মুখ,দৃষ্টির সমস্যা,হতাশা, অনিয়ন্ত্রিত বেশি এমনকি ঘুমের সমস্যা আপনার হতে পারে। এছাড়াও স্তন বৃদ্ধি,কোষ্ঠকাঠিন্য হওয়া,মেজাজ বৃদ্ধি, এবং ডায়রিয়া হতে পারে। সর্বোপরি এই ওষুধ গুলো অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত গ্রহণ করুন।

শেষ কথা

এই ট্যাবলেট টি  অনেকের কাছে পরিচিত। তবে অনেকেই এই ট্যাবলেটের কাজ সম্পর্কে জানতেন না। কি কাজে এই ওষুধটি গ্রহণ করা হতো এই বিষয় নিয়েও অনেকে অজানা ছিল। অতঃপর আজকের আলোচনায় আপনাদেরকে সম্পূর্ণ তথ্য বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি আমাদের এই পোস্ট থেকে আপনারা অনেকটা উপকৃত হয়েছেন। Frenxit এর কাজ কি কেন খাওয়া হয় যদি আমাদের এই পোস্ট থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার আশেপাশের ব্যক্তিদেরকে এই পোস্ট শেয়ার করে জানিয়ে দিবেন। ধন্যবাদ

আরও দেখু*নঃ

Biofol 5 এর কাজ কি

Docopa 200 এর কাজ কি