এলার্জি চুলকানি দূর করার ঔষধ এর নাম কি ও দাম কত

এই এলার্জি সাধারন এবং বির*ক্তিকর একটি সমস্যা। তবে এটি আস্তে আস্তে গুরুতর হতে থাকে। তাই শুরুর দিকেই ডাক্তারের শরণাপন্ন হয়ে ওষুধ গ্রহণ করা উচিত। তবে কি ওষুধ গ্রহণ করলে আপনি আপনার অ্যালার্জি বা চুলকানি দূর করতে পারবেন। তা নিয়ে আজকের আলোচনা সম্পন্ন করেছি। অতএব যারা এলার্জি চুলকানিতে ভুগছেন তাদের জন্য এলার্জি চুলকানি দূর করার ঔষধ এর নাম এবং দাম কত তাহলে করেছি।

এছাড়াও আজকের এই পোস্ট থেকে জানতে পারবেন এলার্জি সারানোর জন্য কোন ওষুধ সব থেকে ভালো। এবং এ ওষুধ কিভাবে গ্রহণ করবেন তা নিয়েও বিস্তারিত উল্লেখ করেছি। বিশেষ করে অ্যালার্জি সারানোর ক্ষেত্রে ওষুধ গ্রহণ করার পাশাপাশি ঘরোয়া উপায়গুলো উল্লেখ করেছি। তাই আপনার চুলকানি বা এলার্জি কি দূর করতে এলার্জি চুলকানি দূর করার ঔষধ এর নাম গুলো বিস্তারিত আমাদের এই পোস্ট থেকে জেনে নিন।

এলার্জি চুলকানি দূর করার ঔষধ

চুলকানির বিভিন্ন কারণ হয়ে থাকে। কারো এলার্জি জনিত কারণে চুলকানির সমস্যা হয়। আবার কারো বিভিন্ন ছত্রাকের কারণে এই এলার্জি হয়। তবে এইসব চুলকানি দূর করতে বিভিন্ন ওষুধ রয়েছে। যারা অনলাইনে এই এলার্জি চুলকানি দূর করার ওষুধ সম্পর্কে জানতে চাচ্ছেন। তাদের জন্য এই পোস্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই এলার্জি চুলকানি দূর করার ঔষধ এ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই পোস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।

এলার্জি চুলকানি দূর করার ঔষধের নাম কি

সাধারণ ক্ষেত্রে উচ্চ তাপমাত্রা বা গরমের কারনে চুলকানি বেড়ে যায়। আবার শুষ্ক ত্বকে চুলকানি বেশি হয়। যাদের শরীরে এলার্জি সমস্যা হয়েছে এবং গরম পানিতে গোসল করছেন। তাদের এই এলার্জি চুলকানি অনেক বেশি বৃদ্ধি পায়। তবে যারা ছিল তারা এই অ্যালার্জি চুলকানি দূর করতে চাচ্ছেন। তাদেরকে অবশ্যই একজনঅভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ নেওয়া উচিত। তবে আমরা এই এলার্জি চুলকানি দূর করার ঔষধ এর নাম উল্লেখ করছি। যা আপনাদের প্রাথমিক চিকিৎসা নিতে সহায়তা করবে। নিচে সেই ওষুধ গুলোর নাম উল্লেখ করা হলো। 

  • লোরাটিডিন
  • ফেনাডিন
  • ফেক্সো
  • এলাট্রল 
  • ডেসলোরাটিডিন
  • ডাইফেনাহাইড্রামিন
  • সিটিরিজিন
  • ফেক্সোফেনাডিন

এছাড়া আপনার যদি বিভিন্ন ছত্রাক জনিত কারণে এলার্জি চুলকানি হয় তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক ঔষধ গ্রহণ করুন। 

এলার্জি চুলকানি দূর করার ওষুধের দাম কত

আপনার যদি এলার্জি চুলকানি হয় তাহলে যে ওষুধগুলো গ্রহণ করবেন তা ইতিমধ্যে আমরা উল্লেখ করেছি। তবে এখন আপনাদের এই ওষুধগুলোর দাম জানিয়ে দেব। সাধারণ ক্ষেত্রে ডাক্তারের নিকট চুলকানি নিয়ে শরণাপন্ন হলে ডাক্তার আপনাকে ফেনাডিন,ফেক্সো,অ্যালাট্রল এ ওষুধগুলো প্রদান করতে পারে। তবে এসব ওষুধ ৩ টাকা ০১ পয়সা। আর সর্বোচ্চ প্রায় আপনি ৯০ থেকে ২০০ টাকা দিয়ে এলার্জি চুলকানি দূর করার ঔষধ কিনতে পারবেন।

এলার্জির কোন ওষুধ ভালো

বিভিন্ন ওষুধ রয়েছে,যা রোগীর অবস্থা অনুযায়ী কাজ করে থাকে। তবে এর মধ্যে আপনি চাইলে ন্যাসিভিওন এলার্জি‌ ১২০ এম জি ট্যাবলেট খেতে পারেন। তবে ওষুধ সেবন করার পূর্বে অবশ্যই আপনার পরিচিত এবং অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ গ্রহণ করুন। এ ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে।  যা আপনার শরীরের ক্ষতি হতে পারে।

এলার্জি চুলকানির ঔষধ খাওয়ার করার নিয়ম

এই এলার্জিজনিত চুলকানির বিভিন্ন ওষুধ আপনি পেয়ে যাবেন। কিছু ট্যাবলেট আকারে এবং কিছু ক্যাপসুল আগের পাওয়া যায়। তবে আপনার এই ওষুধ খাওয়ার নিয়ম সম্পূর্ণ নির্ভর করছে আপনার এলার্জির অবস্থার উপর। আপনার শারীরিক অবস্থা এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তারের সাথে পরামর্শ করুন। এবং ডাক্তারের কাছ থেকে ওষুধ গ্রহণ করার নিয়ম কানুন জেনে নিন।

এলার্জি চুলকানি দূর করার ঘরোয়া উপায়

যে উপায়গুলো অবলম্বন করলে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে না। বরং বাড়িতে বসেই আপনি আপনার এলার্জির জনিত চুলকানি খুব সহজে  নিয়ন্ত্রণ এবং নিরাময় করতে পারবেন। অতএব এমন  কিছু ঘরোয়া উপায় নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করা হলো। এলার্জি চুলকানি দূর করার ঘরোয়া উপায় গুলো হলো।

  • টি-ট্রি অয়েল:

এই এলার্জি থেকে মুক্তি পাওয়ার দুর্দান্ত উপায় হচ্ছে টি-ট্রি অয়েল ব্যবহার করা। টি-ট্রি অয়েলও ত্বকের এলার্জিজনিত আর সমস্যা থেকে মুক্তি পেতে খুব সহায়ক। এটিতে অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিআইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে। যা আপনার ত্বকের অ্যালার্জি থেকে মুক্তি দিতে সহায়তা করে।

  • নারকেল তেল:

এলার্জি চুলকানি হলে সাধারণত পুরো শরীরে চুলকানি হয়ে থাকে। তাই যদি মুক্তি পেতে চান তাহলে আপনি  আপনার শরীরে  নারকেল তেল ব্যবহার করতে পারেন।

  • আপেল সিডার ভিনিগার:

এই আপেল সিডার ভিনিগারে অ্যাসিটিক অ্যাসিড রয়েছে যা ত্বকে চুলকানি এবং অ্যালার্জির প্রভাব কমায়। তবে সংবেদনশীল ত্বকে এর ব্যবহার ঠিক নয়। আপনি চাইলে এটি ব্যবহার করতে পারেন।

  • অ্যালোভেরা জেল:

সকলে হয়তো এলোভেরার গুনাগুন সম্পর্কে জেনে থাকি। এক্ষেত্রে চুলকানির নিরাময়  করতে অ্যালোভেরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই এলোভেরা ওষধি গুণগুলির জন্য দ্রুত জ্বালা এবং চুলকানি থেকে মুক্তি দেয়।

  • বেকিং সোডা:

এটি রান্না ঘরের এমন একটি জিনিস যা আপনার ত্বকের চুলকানি থেকে মুক্তি দিতে পারে। সামান্য পানিতে এক চা চামচ বেকিং সোডা নিয়ে মিশিয়ে পেশ তৈরি করুন।  অতঃপর আপনার  চুলকানির জায়গায় মাখিয়ে নিন।

শেষ কথা

আশা করতেছি আমাদের এই পোস্ট আপনাকে অনেক তথ্য জানতে সাহায্য করেছে। আমরা বিভিন্ন তথ্য আপনাদের জন্য আমাদের এই সাইটে উপস্থাপন করে থাকি। ইতিমধ্যে আপনারা হয়তো আপনাদের অনুসন্ধান করার তথ্য এলার্জি চুলকানি দূর করার ঔষধ সম্পর্কে জানতে পেরেছেন। যদি আমাদের এই পোস্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার আশেপাশের ব্যক্তিদের কে শেয়ার করে জানিয়ে দিবেন। আর সকল ধরনেরন ওষুধ এবং সকল রোগ নিরাময় সম্পর্কে তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ

আরও দেখু*নঃ

চুলকানি দূর করার ঔষধের নাম

রানের চিপায় চুলকানি দূর করার ক্রিম

চুলকানির দূর করার ক্রিমের নাম

চুলকানি দূর করার ক্রিম এর নাম কি

পুরুষাঙ্গের চুলকানি দূর করার ক্রিম

দাদ চুলকানি দূর করার ঔষধ