গলার কফ বের করার ওষুধের নাম কি

শ্বাস প্রশ্বাসের জন্য স্বাস্থ্যকর এবং শক্তিশালী ফুসফুস থাকা জরুরী। কেননা ঋতু পরিবর্তন এবং  জ্বর সর্দি ঠান্ডা ইত্যাদি থাকার ফলে অনেকের গলার ভিতরে জমে যায়। যা বের করা অনেকটা গুরুত্বপূর্ণ হয়ে উঠে। এখন আলোচনা করব এই গলার কফ আপনি কিভাবে বের করবেন। আর যখন ওষুধের নাম সহ বিস্তারিত আলোচনা আজকের এই পোস্টটি করেছি। অর্থাৎ গলার কফ বের করার ওষুধের নাম আজকের এই পোস্টের বিস্তারিত উল্লেখ করেছি।

যদি এই পোস্ট সম্পূর্ণ বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত একবার পড়ে নেন তাহলে গলার কফ বের করার ওষুধের নাম এবং বিভিন্ন ট্যাবলেট এর নাম জানতে পারবেন। পাশাপাশি কোন সিরাপ খেলে আপনার গলার কফ বের হয়ে যাবে সে বিষয় ও এখানে উল্লেখ করা হয়েছে। এবং জানতে পারবেন এই ওষুধগুলি ডাক্তারের দোকানে কত টাকা করে বিক্রি করা হয়। অতএব এ সকল প্রশ্নের উত্তর জানতে আমাদের এই পোস্ট বা প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত একবার পড়ে নিন।

গলার কফ বের করার ওষুধের নাম

আপনার গলায় যদি আটকে থাকে তাহলে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষণীয় হতে পারে যেমন আপনার শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে। ধীরে ধীরে তার ফুসফুসে সমস্যা তৈরি হতে পারে। এখন কি গলায় আর কফ আটকে থাকলে মাঝে মাঝে অনেক জোরে কাশি আসতে পারে। কফ বের হতে চাইবে কিন্তু বের হবে না এরকম নানারকম সমস্যা আপনার হতে পারে। তবে দ্রুত গলার কফ বের করে ফেলা উচিত। তাই বিভিন্ন ওষুধ ডাক্তারের নিকট পরামর্শ নিয়ে বিভিন্ন ঔষধগ্রহণ করা উচিত।

তবে কিছু ওষুধ রয়েছে যা একটি নিবারণের কাশির কারণে ব্যবহৃত হয়ে থাকে অর্থাৎ বুকের ভিতর কফ জমে থাকলে ব্যবহৃত হয় এই ওষুধগুলো। এমন কিছু ওষুধগুলোর মধ্যে ভালো ওষুধ হচ্ছে অ্যালকফ কফজেল ট্যাবলেট। হাঁপানি ধূমপান এমফিসেমা দ্বারা সৃষ্ট রোগে এই ওষুধটি ব্যবহার করা হয়। যদি দীর্ঘস্থায়ী আপনার শরীরে ব্রংকাইটিস থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ট্যাবলেটটি গ্রহণ করুন। একটু নিচে প্রবেশ করে গলার কফ বের করার ওষুধের নাম আরো বিস্তারিত জেনে নিন। 

কোন ওষুধ খেলে গলার কফ বের হয়

বুকের ভিতর থাকলে বা গলার ভিতরে কফ জমে থাকলে শ্বাস-প্রশ্বাসের সমস্যা সহ গলা ব্যথা,বুক ভারী হয়ে যাওয়া, কফ বের হবে এমন কাশি হওয়া ইত্যাদি লক্ষণীয় হয়। তবে অতিসতর ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ গ্রহণ করে ফেলা উচিত। তাই গলার কফ বের করার ওষুধের নাম এবং কোন ওষুধ খেলে গলা কফ বের হয় তা আমরা এখানে উল্লেখ করেছি। অতএব নিচে ওষুধ গুলোর নাম দেখু*ন।

  • (Mucolytic Tablet)মিউকোলিড ট্যবলেট
  • (Alkof Cofgels Tablet)অ্যালকফ কফজেল ট্যাবলেট
  • Tusca Plus( তুস্কা প্লাস)
  • (Adovas)অ্যাডোভাস
  • (ReCof)ওকফ
  • (Ambrox)অ্যামব্রক্স
  • (Askorel)অ্যাসকোরেল
  • Mucospel (মুকোসপেল)

গলার কফ দূর করার ট্যাবলেটের নাম

অনেকেই রয়েছেন যাদের গলার কফ নিরাময়ে ট্যাবলেট গ্রহণ করতে চান। ট্যাবলেট গুলো গ্রহন করলে ভিতর থেকে বিভিন্ন কাজ সম্পন্ন করে গলার কফ এক নিমিষে দুর করে দেয়। আমার কিছু ওষুধের নাম বা ট্যাবলেটের নাম ইতিমধ্যে উপরে উল্লেখ করেছি। আর সব থেকে ভালো ট্যাবলেট হচ্ছে অ্যালকফ কফজেল ট্যাবলেট। আর অন্য একটি ট্যাবলেট হচ্ছে মিউকোলিড ট্যবলেট। এ সকল ট্যাবলেট আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে পারেন।

গলার কফ বের করার ওষুধের দাম কত

এই গলার কফ বের করার বিভিন্ন ওষুধ রয়েছে যেমন সিরাপ আবার কিছু ট্যাবলেট। তবে এখানে সিরাপ এবং ট্যাবলেট এর দাম উল্লেখ করব। যেমন Askorel সিরাপ ৮০ টাকা বোতল। আবার Mucospel ৪০ টাকা। আবার Ambrox ১৫ মিনিটে ১০০ মিগ্রা ৫০ টাকা। এছাড়াও Tusca Plus( তুস্কা প্লাস) ১০০ মিলি ৮৫ টাকা।

গলার কফ বের করা ওষুধ খাওয়ার নিয়ম

সময় মতো গলার কফ বের না করা হলে এবং এর চিকিৎসা না করা হলে শ্বাসযন্ত্রের ক্ষতিও হতে পারে। তবে সঠিক নেমে ওষুধগুলো গ্রহণ করলে গলার কফ দ্রুত দূর হবে। উপরে উল্লেখিত প্রত্যেকটি সিরাপ বা ওষুধগুলো দিনে ৩ বেলা ২ চামচ করে খেতে হবে। যেমন Askorel দিনে তিনবার দুই চামচ করে খেতে হবে। সর্বোপরি সকল ওষুধ অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে গ্রহণ করুন। 

গলার কফ দূর করার সিরাপ

উপরে ওষুধ সম্পর্কে উল্লেখ করার সময় এসব গুলোর নাম উল্লেখ করেছি। যে সিরাপ গুলোর দাম ও নাম ইতিমধ্যে উল্লেখ করেছি। 

  • (Adovas)অ্যাডোভাস
  • (ReCof)ওকফ
  • (Ambrox)অ্যামব্রক্স
  • (Askorel)অ্যাসকোরেল
  • Mucospel ( মুকোসপেল

এই ওষুধগুলো হচ্ছে সিরাপ। যা কোন একজন ভুক্তভোগী রোগী ডাক্তারের কাছে পরামর্শ নিতে গেলে এই সকল সিরাপ প্রদান করে থাকেন। আর এই ওষুধগুলো নিয়মিত গ্রহণ করলে আপনার গলার কফ এক নিমিষে দূর হবে। শুধু ডাক্তারের পরামর্শ অনুযায়ী একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাকে এ ওষুধ গ্রহণ করতে হবে।

গলার কফ দূর করার ঘরোয়া কিছু উপায়

ঠান্ডার পর অনেকের গলায় কফ জমে থাকে। তবে ঔষধ গ্রহন করলে এ থেকে নিরাময় করা সম্ভব। যদি ডাক্তারের কাছ থেকে ঔষধ খেতে না চান তাহলে ঘড়োয়া উপায়ে দুর করা সম্ভব। শুধুমাত্র সঠিক উপায় আপনাকে অবলম্বন করতে হবে। নিচে এমন কিছু ঘরোয়া উপায় আপনাদের জন্য উল্লেখ করেছি। যেগুলো পালন করলে আপনার গলার দ্রুত ভাবে। সেই ঘরোয়া উপায় গুলো হচ্ছে।

  • মধু এবং তুলসী পাতা খেলে গলার কফ ‍দুর হয়
  • কাঁচা হলুদের পরিপূর্ণ ব্যবহার করুন
  • গরম কিন্তু তরল জাতীয় খাবার গ্রহণ করুন
  • মধু এবং সাথে গরম পানি গ্রহণ করুন
  • এমনকি মধু এবং আদা একসাথে মিশে গ্রহণ করুন।
  • শুধু আদা নুন দিয়ে সেবন করুন
  • এছাড়া আধা এবং চা খেতে পারেন।

গলার কফ দূর করার ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া

এ সকল ওষুধ খেলে প্রত্যেকেরই এই বুকের বা গলার কফ দূর হয়ে যায়। তবে অনেকের বিভিন্ন ওষুধ গ্রহণ করার ফলেও গলার কফ বের হয় না। এমনি অবস্থায় যে ওষুধগুলো গ্রহণ করা হয়, সেই ওষুধ গ্রহণ করা ফলে বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া শরীরে লক্ষণীয় হয়। সেই পার্শ্ব প্রতিক্রিয়া গুলো হচ্ছে।

  • বমি বমি ভাব
  • ঘুম-ঘুম ভাব
  • ক্লান্তি
  • কোষ্ঠকাঠিন্য
  • জলবিয়োজন হওয়া
  • মাথা ঘোরা
  • মাথা ব্যাথা
  • ঘাম
  • অ্যানিমিয়া বা র*ক্তাল্পতা
  • বমি
  • দুর্ব‌লতা
  • হালকা মাথাব্যথা
  • মুখ শুকনো হওয়া

শেষ কথা

আশা করছি আজকের এই পোস্ট আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে। গলায় কফ জমে থাকলে অনেক টা সমস্যা দেখা দেয়। তবে কিছু ঔষধ গ্রহন করলে আপনার এ সমস্যা খুব দ্রুত দুর করা সম্ভব। আর ইতিমধ্যে উপরে কিছু ঔষধের নাম উল্লেখ করেছি। যা আপনার কফ নিরাময়ে অনেকটা সাহায্য করবে। অতএব গলার কফ বের করার ওষুধের নাম আমাদের এই পোস্ট থেকে বিস্তারিত জেনে নিন। যদি এই পোস্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার আশেপাশে ব্যক্তিদের কে জানিয়ে দিবেন। ধন্যবাদ