Monas 10 এর কাজ কি, কেন খায় ও দাম কত

বেশিরভাগ ডাক্তারগণ হাঁপানি রোগের চিকিৎসায় Monas 10 রোগীদের কে প্রদান করে থাকেন। এছাড়াও সাময়িকভাবে যাদের কাশি, কফ এবং নাকের সমস্যা তাদের ক্ষেত্রে এই ওষুধ ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তবে এই ওষুধের মূল কাজ হচ্ছে লিউকোট্রাইন নামক এক পদার্থের কার্যক্ষমতা বন্ধ করে দেওয়া।এটি আমাদের শরীর উৎপন্ন হয় এবং এজমা এবং এলার্জিক রায়নাইটিস উৎপন্ন করে। অতএফ যারা Monas 10 এর কাজ কি জানতে আরো বিস্তারিত তারা অবশ্যই আমাদের এই সম্পুর্ন পড়বেন।

এছাড়াও আজকের আর্টিকেলে Monas 10 এর কাজ কি সহ এটি কোন রোগের ঔষধ তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। অতঃপর আর্টিকেল থেকে আরো জানতে পারবেন Monas 10 এর খাওয়ার নিয়ম কি এবং এ ওষুধের বর্তমান দাম কত টাকা। এছাড়াও এই আর্টিকেল থেকে জানতে পারবেন Monas 10 ওষুধের কি কি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তাই এই ওষুধ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আপনাকে অবশ্যই এই পোস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত করতে হবে।

Monas 10 এর কাজ কি

এই ওষুধ পরিচিত একটি রোগ এর চিকিৎসা নিয়ে কাজ করে থাকে। ব্যাপকভাবে ব্যবহৃত হয় এ রোগের চিকিৎসা নিরাময় করতে। আশেপাশে অনেকের হাঁপানি অ্যাজমা বিভিন্ন এলার্জির সমস্যা দেখা দেয়। অর্থাৎ এলার্জিক রায়নাইটিস জনিত সমস্যা অনেকে দেখা দেয়। এছাড়াও এই ওষুধের কাজগুলো হচ্ছে:

  • মৌসুমী অ্যালার্জিক রাইনাইটিস
  • হাঁপানির দীর্ঘস্থায়ী চিকিৎসা
  • অ্যালার্জিক রাইনাইটিস

Monas 10 কোন রোগের ঔষধ

এই ওষুধ মূলত হাঁপানি রোগের প্রধান ঔষধ। পাশাপাশি অনেকের বিভিন্ন নাকের সমস্যা, কফ এবং কাশি হওয়া, ঠান্ডা লাগলে সাধারণত রোগীদেরকে ডাক্তার এই ওষুধ প্রদান করে থাকেন। এই ঔষধ আমাদের জন্য অনেকটা উপকারী। এবং এটি শ্বাসনালীতে প্রদাহ কমায় এবং শ্বাস প্রশ্বাস সহজ করে। অতএব Monas 10 এর কাজ কি এবং এটি কোন রোগের ঔষধ আরো বিস্তারিত জানতে প্রবেশ করুন।

এমনকি যাদের এজমার হয়েছে, তাদের শরীরে সেই এজমার নিয়ন্ত্রক হিসেবে মোনাস ১০ গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এমনকি এলার্জিক রাইনাইটিস চিকিৎসায় মোনাস ১০ ব্যবহার করা হয়। এছাড়াও এই মোনাস ১০ ব্যবহারের ফলে হাঁচি, খিঁচুনি ইত্যাদি সমস্যা দূর হয়ে যায়। এছাড়া বিভিন্ন কারণে  শ্বাস নিতে সমস্যা, শ্বাসযন্ত্রের সমস্যা ইত্যাদি নিরাময় ব্যাপকভাবে ব্যবহৃত হয় এই মোনাস ১০।

Monas 10 খাওয়ার নিয়ম কি

এই Monas 10 এর কাজ কি সহ খাওয়ার নিয়ম অবশ্যই জেনে রাখা উচিত। যেমন প্রাপ্তবয়স্ক ও ১৫ বছরের অধিক ও বয়সী ব্যক্তিদের জন্য, হাঁপানি ও এলার্জিক রাইনাইটিস সমস্যার ক্ষেত্রে ১০ মিলিগ্রাম প্রতিদিন সেবন করা পরামর্শ দেওয়া হয়। তবে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। তবে যাদের সাধারণ ঠান্ডা এবং কফ ও কাশি রয়েছে তাদের ক্ষেত্রে ১০ থেকে ১ মাস পর্যন্ত ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। অতঃপর ডাক্তারি পরামর্শ অনুযায়ী ওষুধটি গ্রহণ করুন।

Monas 10 এর দাম কত

এই মোনাস ১০ মিলিগ্রাম এর প্রতি ইউনিট প্রাইস বা মূল্য ১৭ টাকা। কিন্তু পুরো একটি পাতা বক্স এর দাম ৫২৫ টাকা। এই ওষুধ আপনার নিকটস্থ যে কোন ফার্মেসির দোকান থেকে সংগ্রহ করতে পারবেন। অবশ্যই এই ওষুধ গ্রহণ করা পূর্বে একজন রেজিস্ট্রার ডাক্তারের সাথে যোগাযোগ করুন।

Monas 10 কি এন্টিবায়োটিক

না, Monas 10 কোন এন্টিবায়োটিক নয়। এটি সাধারন চিকিৎসা ব্যবহৃত হয়। এন্টিবায়োটিক হিসেবে গণ্য করা হয় না। যে কোন ডাক্তারের দোকানে ওষুধ পেয়ে যাবেন। তবে ওষুধটি গ্রহণ করার পূর্বে অবশ্যই আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন। অতএব এ ওষুধের এর Monas 10 এর কাজ কি সহ  গর্ভাবস্থায় এবং কতদিন খেতে হয় তা নিচ থেকে জেনে নিন।

গর্ভাবস্থায় Monas 10 খাওয়া যাবে কি

এক্ষেত্রে এই ওষুধ নিয়ে সীমিত গবেষণা রয়েছে। তবে গর্ভ অবস্থায় এই ওষুধ খাওয়া নিরাপদ।  এতে একজন গর্ভধারিণী মহিলার কোন সমস্যা হবে না। এ ওষুধ খেতে পারবেন তবে একটি নিয়ম অনুযায়ী ডাক্তারের পরামর্শের মতো।

মোনাস ১০ কতদিন খেতে হয়

এই ওষুধ প্রাপ্তবয়স্কদের ১০ দিন থেকে ১ মাস পর্যন্ত ঠান্ডা কফ এবং কাশির জন্য অথবা নাকের প্রদাহ ও নাক দিয়ে পানি পড়ার ক্ষেত্রে ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়ে থাকে। তবে সর্বোপরি কতদিন এই ওষুধ গ্রহণ করতে হবে আপনার শরীরের অবস্থার ওপর নির্ভর করছে। অথবা ডাক্তারের সাথে আপনার শরীরে অবস্থা বিশ্লেষণ করে একটি নির্দিষ্ট পরিমাণ ডোজ গ্রহণ করুন। অতএব Monas 10 এর কাজ কি সহ পার্শ্ব প্রতিক্রিয়া জানতে নিচে প্রবেশ করুন।

মোনাস ১০ এর পার্শ্বপ্রতিক্রিয়া

এই ওষুধের সাধারণ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। জানা গিয়েছে খুব কম লক্ষ্য নিয়ে হয় এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার। নির্দ্বিধায় একজন রোগী ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করতে পারে। এছাড়াও কিছু মানুষের ক্ষেত্রে এ ওষুধ গ্রহণে কিছু প্রতিক্রিয়া দেখা যায়। সেই প্রতিক্রিয়া নিচে উল্লেখ করতে করেছি।

  • বমি বমি ভাব।
  • পেশি ব্যাথা।
  • ঘুমে সমস্যা দেখা দিতে পারে।
  • ডায়রিয়া সমস্যা হতে পারে।
  • জ্বর।
  • দুর্বলতা অনুভব করতে পারেন।
  • মাথাব্যথা হইতে পারে।
  • চোখের সমস্যা দেখা দিতে পারে।
  • ত্বকের ক্ষতি বা ত্বকের জ্বালাপোড়া হতে পারে।
  • গলায় কালো দাগ দেখা যেতে পারে।
  • অতিরিক্ত সেবন করলে পেটে ব্যথা সহ উদাসীনতা লক্ষণীয় হয়।
  • এমনকি আপনার তৃষ্ণা অনুভব হতে পারে।

কিভাবে ব্যবহার করবেন Monas 10

আপনার যদি ব্যায়াম প্ররোচিত হাঁপানি থাকে তাহলে সে ক্ষেত্রে আপনার ব্যায়াম করার মিনিমাম ২ ঘন্টা  পূর্বে এই Monas 10 ব্যবহার করুন। অনেকের ক্ষেত্রে শ্বাসকষ্ট যন্ত্র সমস্যা নিরাময় নাও করতে পারে, সতর্কতা অবিলম্বে ইনহেলার সাথে রাখু*ন। প্রতিদিন একটু নির্দিষ্ট সময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করুন। এই ওষুধ দাঁত দিয়ে চিবিয়ে খাবেন না। এই ওষুধ খাবার ছাড়াও খাওয়া যেতে পারে।

শেষ কথা

আজকে আর্টিকেলে আমরা আপনাদের বিভিন্ন তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। বিশেষ করে আজকে আমাদের আলোচনার মূল বিষয় ছিল Monas 10 এর কাজ কি। আশা করতেছি আমাদের এই আর্টিকেল থেকে এই ওষুধ সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন। এ ওষুধের কাজ কি সহ দাম খাওয়ার নিয়ম ইত্যাদি বিশদভাবে আলোচনা করেছি। যদি আর্টিকেল আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনার আশেপাশের ব্যক্তিদেরকে শেয়ার করে জানিয়ে দিবেন। ধন্যবাদ

আরও দেখু*নঃ

Biofol 5 এর কাজ কি

Docopa 200 এর কাজ কি