Fexo 120 এর কাজ কি ও এর দাম কত টাকা

হাঁচি,নাক দিয়ে পানি পড়া, নাক ও গলা চুলকানি,ত্বকের চুলকানি,চোখ লাল হওয়া ইত্যাদি কারণে Fexo 120 ব্যবহার করা হয়। তবে এই Fexo 120 এর বিভিন্ন বৈশিষ্ট্য এবং কাজ রয়েছে যেগুলো সম্পর্কে আজকের আলোচনার মূল বিষয়। অতএব আজকের আলোচনার মূল বিষয় হতে যাচ্ছে Fexo 120 এর কাজ কি , এবং এর পাশাপাশি আপনাদেরকে জানাবো এই Fexo 120 দাম কত এবং কখন কোন সময় এই ওষুধটি সেবন করতে হয়।

বহুল ব্যবহৃত এবং সবার কাছে পরিচিত এই ওষুধটি  হচ্ছে Fexo 120। সচরাচর পরিচিত এবং কমন রোগের একটি চিকিৎসার প্রতিরোধে এই Fexo 120 ডাক্তাররা রোগীদের কে প্রদান করে থাকেন।  সাধারণত হাঁচি কাশি এবং ত্বকের চুলকানি ইত্যাদি কারণে এই ট্যাবলেটটিকে ডাক্তাররা প্রদান করে থাকেন রোগীদেরকে। ইতিমধ্যে হয়তো ওষুধের কাজ সম্পর্কে জেনে নিয়েছেন। এবার Fexo 120 এর কাজ কি এবং কেন ব্যবহার করবেন তখন ব্যবহার করবেন তা বিস্তারিত আলোচনা করা হবে। অতএব সম্পূর্ণ পোস্ট মনোযোগ সহকারে করুন।

Fexo 120 এর কাজ কি

ফেক্সো ১২০এম জি ট্যাবলেট (Fexo 120mg Tablet) সাধারণত গলা বেথা,খিটখিটে চোখ, নতুবা ছিঁচকে চলা এবং বিভিন্ন ধরনের নাকের সমস্যা, শরীরের ত্বকের চুলকানিতে এই  হাইভ ফেক্সো ১২০এম জি ট্যাবলেট (Fexo 120mg Tablet) ব্যবহার করা হয়। এছাড়াও এই ট্যাবলেট টির আরো বিশেষ কাজ রয়েছে। যেমন এটি শরীরের এলার্জি সংক্রান্ত লক্ষণগুলির জন্য দায়ী হস্টামাইন নামক শরীরের রাসায়নিক পদার্থকে ব্লক করে।

আর এই ওষুধ সেবনে বিশেষ কিছু সতর্কতা রয়েছে। যা প্রত্যেক রোগীর এই সতর্কতা গুলো মেনে ওষুধ সেবন করা উচিত। সর্বোপরি ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধ সেবন করা অধিক গুরুত্বপূর্ণ। এই ওষুধ সেবন করার সময় পাশাপাশি কোন ওষুধ সেবন করছেন তাও ডাক্তারকে জানানো অনেক বেশি গুরুত্বপূর্ণ। অতএব Fexo 120 এর কাজ কি আরো বিস্তারিতভাবে জানতে একটু নিচে প্রবেশ করুন।

Fexo 120 কিসের ওষুধ জেনে নিন

ইতিমধ্যে আপনাদেরকে সংক্ষেপে এই Fexo 120  ট্যাবলেট টি সম্পর্কে জানানো হয়েছে। তবে এখন আপনাদেরকে বিস্তারিত পরিসরে এই ওষুধটি সম্পর্কে জানানো হবে। এই ওষুধটি ব্যবহারের মধ্যে এখন প্রশ্ন আসতে পারে Fexo 120 সেবনে গর্ভাবস্থার সময় কি কোন অতিরিক্ত সতর্কতা গ্রহণ করা উচিত?

হ্যাঁ ভাই, এই ফেক্সো ১২০ গর্ভাবস্থায় ওষুধ সেবনে আপনাদেরকে অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। কেননা এই গুরুত্বপূর্ণ সময়ে সমস্ত সম্ভাব্য সুবিধা এবং সংশ্লিষ্ট ঝুঁকি বিবেচনা করা উচিত। কোন গর্ভবতী মহিলাকে এই ওষুধ কেমনে পড়বে আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করাতে হবে। অন্যথায় রোগীর ক্ষেত্রে খুব অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হতে পারে। তবে সাধারণত রোগীদেরকে হাঁচি-কাশি ত্বকের চুলকানির জন্য ডোজ হিসেবে ট্যাবলেট টিকে দিয়ে থাকে।

ফেক্সো ১২০ এম জি ট্যাবলেট এর দাম

তুলনামূলকভাবে এই ট্যাবলেট এর দাম অনেকটা কম। ট্যাবলেট আপনি যে কোন ফার্মেসির দোকানে ৯ টাকা পিস পেয়ে যাবেন। এবং এক পাতা অর্থাৎ ১০ টা ট্যাবলেট এর দাম ৯০ টাকায় পেয়ে যাবেন।

ফেক্সো ১২০ এম জি ট্যাবলেট এর পার্শ্ব প্রতিক্রিয়া

এই ফেক্সো ১২০ এর ওষুধের বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। যদি লাগাতার এই ওষুধ সেবন করে থাকেন ডাক্তারের পরামর্শ না নিয়ে। তাহলে আপনার শরীরে বিভিন্ন ধরনের পাশে প্রতিক্রিয়া দেখা দিতে পারে। যেটা আপনার জন্য খুবই ঝুঁকিপূর্ণ। আর এই ট্যাবলেটের যেসব পাশে প্রতিক্রিয়া আপনার শরীরে দেখা দিতে পারে তার কিছু নির্দেশনা নিম্ন উল্লেখ করা হলো যেমনঃ

  • মাথা ব্যাথা (Headache)
  • কাশি (Cough)
  • বমি
  • ডায়রিয়া (Diarrhoea)
  • বেদনাদায়ক মাসিক (Painful Menstruation)
  • হাত বা পায়ে ব্যাথা (Pain In The Legs)
  • ত্বকের লালত্ব ভাব (Redness Of Skin)
  • মুখ, ঠোঁট, চোখের পাতা, জিহ্বা, হাত ও পায়ে ফোলা (Swelling Of Face, Lips, Eyelids, Tongue, Hands And Feet)
  • শ্বাসপ্রশ্বাস নিতে অসুবিধা (Difficulty In Breathing)
  • গ্রাসের সময় অসুবিধা (Difficulty In Swallowing)

কখন Fexo 120  ব্যবহার করা হয় ?

ইতিমধ্যে আপনারা হয়তো কিছুটা এ ওষুধ সম্পর্কে ধারণা নিতে পেরেছেন এবং আমরা আপনাদেরকে ধারণা দিতে সক্ষম হয়েছি।  আবারো  আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এই ওষুধটি আপনারা কখন এবং কোন সময়টিতে ব্যবহার করবেন। 

  • হাঁচি
  • নাক দিয়ে পড়া
  • চোখ লাল হওয়া
  • ত্বকের চুলকানি
  • নাক ও গলা চুলকানি

বিশেষ দ্রষ্টব্যঃ উপরোক্ত সমস্যা দেখা দিলে আপনারা ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে ডোজ হিসেবে ওষুধ সেবন করুন। আশা করা যায় আপনার উপরোক্ত সমস্যাগুলো নিমিষেধ হয়ে যাবে।

ফেক্সো ১২০ খাওয়ার নিয়ম বা ডোজঃ

প্রত্যেক ওষুধ সেবনে একটি নিয়ম রয়েছে। যে নিয়ম অনুযায়ী আপনাকে ওষুধ সেবন করতে হয়। আর এই নিয়মটা অবশ্যই ডাক্তার থেকে পরামর্শ নেয়া উচিত এবং ডাক্তারদের থেকে পরামর্শ নেওয়া হয়।  যেমন ফেক্সো ১২০ আমরা সকলেই এই ওষুধ সম্পর্কে হয়তো জেনে থাকি। তবে বিভিন্ন রোগের ক্ষেত্রে এই ওষুধের ডোজ বিভিন্ন রকম হয়ে থাকে। তবে এখন জানাবো কিভাবে এ ওষুধটা সেবন করবেন। খাওয়ার নিয়ম গুলো হচ্ছেঃ

প্রতিদিন একটি করে ট্যাবলেট দিনে দুইবার খাবেন। অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। তবে প্রতিদিন দুইটির বেশি ওষুধ সেবন করা যাবে না। ছয় থেকে ১১ বছর বয়সীদের জন্য ৩০ মিগ্রা দিনে ২বার সেবন করবেন।  নিয়ম হচ্ছে প্রতিদিনের খাবার খাওয়ার ১ ঘন্টা আগে বা পরে খেলে ভালো হয়। তবে ফলের রসের সাথে এই ওষুধ সেবন করবেন না। করলে ওষুধের গুণাগু নষ্ট হয়ে যেতে পারে।

শেষ কথা

আজকের এই আর্টিকেল দ্বারা আপনাদেরকে সম্পূর্ণভাবে Fexo 120 এর কাজ কি জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি আপনারা আমাদের এই পোস্ট থেকে এই ওষুধ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। এছাড়াও ইতিমধ্যে এই ওষুধের দাম ও উল্লেখ করা হয়েছে। যদি এই পোস্ট করে আপনারা উপকৃত হয়ে থাকেন। তাহলে যাদের বিভিন্ন রকম সমস্যা রয়েছে. যেমন হাঁচি কাশি ত্বকের চুলকানি ইত্যাদি বিভিন্ন উপসর্গ রয়েছে তাদেরকে এই পোস্ট শেয়ার করে এই ওষুধ সম্পর্কে জানিয়ে দিন। ধন্যবাদ

আরও দেখু*নঃ

Doxicap এর কাজ কি

Frenxit এর কাজ কি