খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ডাক্তারের তালিকা

হিংস্র যমুনার অনতি দূরে সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার এনায়েতপুর থানায় এই খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অবস্থিত। এই হাসপাতালকে বা এই মেডিকেল কলেজ কে অনেকে এনায়েতপুর হাসপাতাল নামে চিনে থাকে। বাংলাদেশের অন্যান্য জায়গায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা হলেও আপনি নিঃসন্দেহে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে এসে ভালো মানের চিকিৎসা গ্রহণ করতে পারেন। এটি বেসরকারি সংস্থা হলেও এর চিকিৎসা অনেক উন্নত। এই হাসপাতালে রয়েছে চিকিৎসার জন্য সকল আধুনিক যন্ত্রপাতি। যা আপনার রোগ নির্ণয় এবং চিকিৎসা অনেক  ভালো মানের হয়ে থাকে। চিকিৎসা ভালো হওয়ার কারণ খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের ডাক্তারগণ অনেক অভিজ্ঞ। তাই অনেকেই অনলাইনে এই খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ডাক্তারের তালিকা  অর্থাৎ  ডাক্তারদের নাম জানতে চান।

আজকের আলোচনা থেকে জানতে পারবেন খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের বিভিন্ন তথ্য সম্পর্কে। যেমন এই কলেজটি খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল (কেয়ামচ) ১৭মে, ২০০৪ সালে  যাত্রা শুরু করেছিল। বর্তমানে ৫৮৬ শয্যাবিশিষ্ট হাসপাতাল খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ। তবে বিশেষ করে এই কলেজের অভিজ্ঞ ডাক্তারদের তালিকা জানতে পারবেন আজকের এই আলোচনা থেকে।  অর্থাৎ আজকে আমাদের আলোচনার বিষয় খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ডাক্তারের তালিকা । এছাড়াও আজকের এই পোস্ট থেকে জানতে পারবেন বিভিন্ন অভিজ্ঞ ডাক্তারগন কোন কোন বিভাগের এর চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।  তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ পোস্ট সম্পূর্ণ বিস্তারিত পড়ে নেওয়া যাক।

খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ডাক্তারের তালিকা

এই খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ১৯৯৫ সালের ১৬ই নভেম্বর অত্র হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এবং প্রথম কার্যক্রম শুরু হয় বহির্বিভাগ গঠনের মাধ্যমে ২০০৪ সালের ১৭ই মে। আর বর্তমানে সর্বমোট ১৮টি অত্যাধুনিক অস্ত্রোপচার কক্ষ রয়েছে। যা বাংলাদেশের অন্যান্য হাসপাতালে থেকে অনেক ভালো চিকিৎসা প্রদান হয়ে থাকে।

এই হাসপাতালে অভিজ্ঞ ডাক্তারদের দিয়ে সকল ধরনের চিকিৎসা ব্যবস্থার বিভিন্ন বিভাগ পরিচালনা করা হয়। সার্জারি,মেডিসিন শিশু ও নবজাতক চর্ম ও যৌ*ন এবং কার্ডিয়লজি,নেফ্রোলজী,ডায়ালাইসিস,নিউরোলজী ,ইউরোলজী ইত্যাদি বিভাগের সকল অভিজ্ঞ ডাক্তার রয়েছে। তো অনেকেই ডাক্তারদের তালিকা জানতে চান। আর চিকিৎসা করবে এই অভিজ্ঞ ডাক্তারদের তালিকা জেনে নেওয়া অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করি। তো যারা অনলাইনে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ডাক্তারের তালিকা অনুসন্ধান করছেন তারা আমাদের এই পোস্ট থেকে সফল তথ্য জানতে পারবেন।

খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের চিকিৎসক তালিকা

ইতিমধ্যে যারা আজকের আজকের এই গুরুত্বপূর্ণ আর্টিকেলে প্রবেশ করছেন।  তারা এখান থেকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ডাক্তারের তালিকা  জানতে পারবেন। অতএব নিম্নে সকল বিভাগের ডাক্তার দের তালিকা উল্লেথ করা হলো।

  • ডাঃ মোঃ আব্দুর রশিদ
  • এম.বি.বি.এস, ডি-অর্থো
  • সহযোগী অধ্যাপক
  • অর্থোপেডিক সার্জারী বিভাগ
  • ডাঃ মুজিবুর রহমান
  • এম.বি.বি.এস, ডি.এ, এম.সি.পি.এস
  • ফেলো (ডাব্লিউ.এইচ.ও) কার্ডিয়াক অ্যানাস্থেসিয়া এন্ড আই.সি.ইউ
  • সহযোগী অধ্যাপক ও প্রধান
  • অ্যানাস্থেলজি বিভাগ
  • প্রফেসর (ডাঃ) এম এ হাই
  • এম.বি.বি.এস, ডি.এম.আর.টি, এফ.সি.পি.এস
  • প্রধান KYAMCH ক্যান্সার সেন্টার
  • ডাঃ মোঃ আব্দুল বারী
  • এম.বি.বি.এস, এম.ফিল (আর.টি)
  • কনসালটেন্ট অনকোলোজিস্ট
  • KYAMCH ক্যান্সার সেন্টার
  • ডাঃ অসীম কে আর সেনগুপ্তা
  • এম.বি.বি.এস, এম.ফিল (আর.টি)
  • জুনিয়র কনসালটেন্ট
  • KYAMCH ক্যান্সার সেন্টার
  • ডা: পি. পি. দে
  • (এমবিবিএস, এম ডি,মেডিসিন বিশেষজ্ঞ,ডায়াবেটিস,
  • পেডিয়াট্রিক, হরমোন, মেটাবলিক ডিসঅর্ডার) কনসালটেন্ট
  • ইন্টারনাল মেডিসিন বিভাগ
  • ডা: শেখ সালাহ উদ্দিন আহমেদ
  • এমবিবিএস (ঢাকা), এফসিপিএস (মেডিসিন)
  • সহযোগী অধ্যাপক ও প্রধান
  • ইন্টারনাল মেডিসিন বিভাগ
  • ডাঃ মোঃ সাইফুল ইসলাম
  • এম.বি.বি.এস, ডি.টি.সি.ডি(ঢাবি), এম.ডি, এফ.এ.সি.সি (আমেরিকা)
  • সহযোগী অধ্যাপক ও প্রধান
  • কার্ডিওলজি বিভাগ
  • ডাঃ এস.এম আতিক হাসান খান
  • এম.বি.বি.এস, ডিডিভি (বি.এস.এম.এম.ইউ)
  • সহযোগী অধ্যাপক
  • চর্ম ও ভিডি বিভাগ
  • ডাঃ খান আসাদুজ্জামান
  • এম.বি.বি.এস,এম.আর.সি.এস (ইউ.কে)
  • কনসালটেন্ট নিউরোসার্জন
  • কলেজ
  • নিউরোসার্জারী বিভাগ
  • ডাঃ বিশ্বজিৎ ভট্টাচার্য
  • এম.বি.বি.এস, এম.ফিল (আর.টি)
  • কনসালটেন্ট
  • KYAMCH ক্যান্সার সেন্টার
  • ডাঃ (ক্যাপ্টেন ) আশরাফ উদ্দিন মল্লিক
  • এম.বি.বি.এস (ঢাবি), পি.এইচ.ডি (জাপান)
  • কনসালটেন্ট ও প্রধান
  • ইউরোলজি বিভাগ
  • ডা: শাহীদা বেগম
  • (এমবিবিএস, ডিজিও, এমসিপিএস, এফসিপিএস)
  • Gynaecologist, Obstretrician
  • and Laparoscopic surgeon
  • সহযোগী অধ্যাপক

খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে শিশু বিশেষজ্ঞ চিকিৎসকদের তালিকা

এখান থেকে আরোও জানতে পারবেন খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে শিশু বিশেষজ্ঞ চিকিৎসকদের তালিকা। এই মেডিকেল কলেজে সকল ধরনের রোগিদের ভালো মানের চিকিংসা প্রদান করা হয়। আপনার কোন শিশু কে যদি এই হাসপাতালে চিকিংসা করাতে চান তাহলে অবশ্যই শিশু বিশেষজ্ঞ চিকিৎসকদের নাম এবং তালিকা জেনে নিন। নিম্নে সেই শিশু বিশেষজ্ঞ চিকিংসকদের নাম উল্লেখ করা হলো।

  • ডাঃ মোসাম্মৎ আফরোজা জিন্নাত (সহকারী অধ্যাপক)
  • ডাঃ ইমরুল কায়েস (সহকারী অধ্যাপক)
  • ডাঃ উজ্জল কুমার ঘোষ (সহকারী অধ্যাপক)।
  • ডাঃ শফি আহমেদ (সহযোগী অধ্যাপক ও এইচওডি)
  • ডাঃ মোহাম্মদ সোলায়মান (সহযোগী অধ্যাপক)

কার্ডিওলজি বিভাগের চিকিৎসকদের তালিকা

নিচে কার্ডিওলজি বিভাগের চিকিৎসকদের তালিকা উল্লেখ করা হয়েছে। যারা কার্ডিওলজির বিভাগের চিকিৎসকদের নাম এবং কাজ জানতে চাচ্ছেন। তারা নিচে দেওয়া তালিকা থেকে সকল বিস্তারিত তথ্য জানতে পারবেন। সেই কার্ডিওলজি বিভাগের চিকিৎসকদের তালিকা হচ্ছে।

  • ডাঃ মোঃ সাইফুল ইসলাম (অধ্যাপক ও প্রধান)।
  • হুসাইন নান্না (সহযোগী অধ্যাপক) ড.
  • ডাঃ মোঃ মাহবুব হাসান (সহকারী অধ্যাপক)।

প্রসূতি ও স্ত্রীরোগ চিকিৎসকদের তালিকা

এমনকি অনেকেই প্রসূতি ও স্ত্রীরোগ নিয়ে  এই খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে শরণাপন্ন হয়ে থাকেন। তবে বর্তমানে প্রসূতি ও স্ত্রীরোগ চিকিৎসাধীন ডাক্তার দের নাম নিচে দেওয়া তালিকায় আমরা উল্লেখ করেছি। অতএব প্রস্তুতি ও স্ত্রীরোগ চিকিৎসকের তালিকা আমাদের এই পোস্ট থেকে জেনে নিন।

  • ডাঃ উম্মুল নুসরাত জাহান (সহযোগী অধ্যাপক) 
  • ডাঃ নাসরীন নিগার (সহকারী অধ্যাপক)
  • ডাঃ শিউলি আক্তার (সহকারী অধ্যাপক)

কার্ডিওথোরাসিক সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসকদের তালিকা

এই কার্ডিওথোরাসিক সার্জারি মূলত হৃদপিণ্ড ফুসফুস এবং অন্যান্য অঙ্গ গুলির অপারেশনের বিশেষজ্ঞ। এই কার্ডিওথোরাসিক দ্বারা শরীরের অভিনয় এবং চিকিৎসা করা হয়। আপনি যদি এই ১০০০ ইউনুস আলী মেডিকেল কলেজের কার্ডিওথোরাসিক সার্জারি বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারদের তালিকা জানতে চান নিচে আমরা তা উল্লেখ করেছি।

  • ডাঃ মোঃ লুৎফর রহমান (অধ্যাপক ও প্রধান সার্জন)
  • ডাঃ এএসএম শরিফুল ইসলাম (সহকারী অধ্যাপক) 
  • ডাঃ মাহবুব আহসান (সহকারী অধ্যাপক)

অনকোলজি বিশেষজ্ঞ ডাক্তারদের তালিকা

অনেকেই এখানে মেডিকেল কলেজের অনকোলজি বিশেষজ্ঞ ডাক্তারদের তালিকা জানতে চান। অর্থাৎ অনকোলজি হচ্ছে ক্যান্সারবিজ্ঞান বা অর্বুদবিজ্ঞান চিকিৎসাবিজ্ঞানের একটি শাখা। যেটাতে ক্যান্সারের প্রতিরোধ নির্ণয় পর্যবেক্ষণ ইত্যাদি চিকিৎসা নিয়ে কাজ করা হয়ে থাকে। তারা এসব রোগের চিকিৎসা গ্রহণ করতে এই খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে যেতে চাচ্ছেন তারা অবশ্যই এই অনকোলজি ন বিভাগের ডাক্তারদের তালিকা জেনে নিন।

  • ডাঃ দীপক শংকর রায় (সিনিয়র কনসালটেন্ট)।
  • ডাঃ মোঃ নাজমুল আলম (সহকারী অধ্যাপক ও এইচওডি)
  • ডাঃ বরুন কুমার দাস (সহকারী অধ্যাপক) 
  • ডাঃ তানভীর আহমেদ (সহকারী অধ্যাপক

পুষ্টি এবং ডায়েটিক্স বিশেষজ্ঞ ডাক্তার

অনেকেই পুষ্টি এবং ডায়েট্রিক্স বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে খাজা ইউনুস আলী মেডিকেল গিয়ে উপস্থিত হয়ে থাকেন। তো সেসব ডাক্তারের নাম জানতে নিচের দেওয়া তালিকাটি লক্ষ্য করুন।

  •      ডাঃ শারমিন সুলতানা (নিউট্রিশনিস্ট).

চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের তালিকা

এ তাদের শরীরের বিভিন্ন জায়গায় সমস্যা রয়েছে বিশেষ করে চর্মরোগ রয়েছে। তারা চাইলে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ থেকে ভালো মানের চিকিৎসা গ্রহণ করতে পারেন। এমন সব অভিজ্ঞ ডাক্তারদের তালিকা আমরা আজকের আর্টিকেল উপস্থাপন করেছি। চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের তালিকা হচ্ছে।

  • ডাঃ অর্পণ কুমার বসাক (সহযোগী অধ্যাপক)।
  • ডাঃ আব্দুর রাজ্জাক (অধ্যাপক ও এইচওডি)।

মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের তালিকা

একজন মেডিসিন স্পেশালিস্ট মূলত সকল রোগের চিকিৎসা দিতে পারলেও কোনো নির্দিষ্ট রোগের বিশেষজ্ঞ না। মেডিসিন বিশেষজ্ঞ মূলত নির্দিষ্ট কোনো রোগের উপর পারদর্শী নন, তিনি সকল রোগের প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকেন। তাই এমন সব ডাক্তারদের অনেকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের অনুসন্ধান করে থাকেন। নিচে মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের তালিকা উল্লেখ করা হলো।

  • ডাঃ মোঃ রাইসুল ইসলাম (সহকারী অধ্যাপক)
  • ডাঃ সাফায়েত আহমেদ (সহকারী অধ্যাপক)
  • ডাঃ কাজী শিহাব উদ্দিন (সহযোগী অধ্যাপক ও এইচওডি)
  • ডাঃ মোঃ জুলফিকার আলী (অধ্যাপক)

খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ যোগাযোগের ঠিকানা

আমরা ইতিমধ্যে হয়তো এই খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের অবস্থান সম্পর্কে জানতে পেরেছি। অর্থাৎ এই খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ সিরাজগঞ্জের চৌহালী উপজেলা অবস্থিত। অতএব যারা খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন তা তারা নিচে দেওয়া নাম্বার ডায়াল করে যোগাযোগ করতে পারবেন। নাম্বারটি হচ্ছে।

  • 880 2588834371-9
  • +880 1933-977969

খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে সুবিধাসমূহ

চিকিৎসা নিতে যাবেন না অথচ এই কলেজের সুবিধা গুলো জানবেন না তা কি করে হয়। এই কলেজের বিভিন্ন সুবিধা রয়েছে একজন রোগী খুব ভালোভাবেই বুঝতে পারেন। তা চিকিৎসা থেকে শুরু করে সকল ধরনের সুবিধা আপনি কলেজ থেকে পেয়ে যাবেন। নিম্নে সেই খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের সুবিধা সমূহ উল্লেখ করা হলো।

  • নার্সিং ইনস্টিটিউট,পাবলিক স্কুল ,ব্যাংকিং সুবিধা, ডিপার্টমেন্টাল স্টো
  • রোগীর আত্মীয়-স্বজনদের জন্য গেষ্ট হাউস
  • নিজস্ব পানীয় ও বিদ্যুৎ ব্যবস্থা
  • বর্জ্য পদার্থ ধ্বংস করার জন্য ইনসিনেরটর (INCINERTOR)
  • রোগীদের রিসেপশনে নিবন্ধিত করা হয় এবং আগে আসলে আগে সেবার ভিত্তিতে দেখা হয়।
  • রোগী, ডাক্তার, স্ট্রেচার এবং হুইল চেয়ার, দর্শনার্থীদের চলাচলের জন্য লিফট সুবিধা।
  • সমস্ত বিছানা অক্সিজেন, বায়ু এবং ভ্যাকুয়াম সরবরাহের জন্য একটি কেন্দ্রীয় চিকিৎসা গ্যাস সরবরাহ ব্যবস্থার সাথে সংযুক্ত।
  • KYAMCH এ জরুরী কেন্দ্র ২৪ ঘন্টা খোলা থাকে। জরুরী চিকিৎসা প্রয়োজন রোগীদের সাড়া দিতে।
  • জরুরি বিভাগে 3টি ছোট অপারেটিং রুম পুরুষ এবং মহিলাদের জন্য পৃথক রোগী গ্রহণ এবং পর্যবেক্ষণ এলাকা।
  • KYAMCH সুসংগঠিত ক্যাফেটেরিয়া প্রদান করে।
  • ফার্মেসি যুক্তিসঙ্গত মূল্যে রোগীদের সবচেয়ে সাধারণ ওষুধ সরবরাহ করে।
  • প্রশিক্ষিত ল্যাবরেটরি কর্মীরা সর্বোত্তম সেবা প্রদান করছে।

শেষ কথা

আজকের আলোচনা ছিল খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি আপনারা আমাদের এই পোস্ট পড়ে অনেকটা উপকৃত হয়েছেন এবং খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ডাক্তারের তালিকা জানতে পেরেছেন। যদি আমাদের এই আর্টিকেল আপনার কাছে তথ্যবহুল হয়ে থাকে,তাহলে অবশ্যই আপনার আশেপাশের ব্যক্তিদেরকে এই পোস্ট শেয়ার করে তাদেরকে জানিয়ে দিবেন। ধন্যবাদ