Doxicap এর কাজ কি ও এর দাম কত

শরীরের বিভিন্ন প্রকার সংক্রমণের হাত থেকে এই Doxicap ওষুধটি আমাদেরকে রক্ষা করে থাকেন। যেমন বিভিন্ন প্রকার চুলকানি,চোখের চুলকানি,শ্বাস তন্ত্রের সংক্রমণ এছাড়াও সর্দি-কাশি যাদের রয়েছে তাদের জন্য এই Doxicap ঔষধ ব্যবহার করা হয়। তবে আপনাদেরকে আজকের এই আর্টিকেলের মাধ্যমে Doxicap এর কাজ কি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করে আপনাদেরকে জানাবো।

বিভিন্ন ফার্মেসির দোকানে গিয়ে আপনি এই ওষুধ অনুসন্ধান করলেই পেয়ে যাবেন। অনেকের হয়তো বিভিন্ন ডাক্তারের সাথে যোগাযোগ করে পেসক্রিপশন গ্রহণ করেছেন। তবে এই ওষুধের ব্যবহার কি আমি জানতে পারছেন না। ঠিক তাদের জন্যই আজকের এই আর্টিকেলে Doxicap এর কাজ কি তা নিয়ে আলোচনা করেছি। তাই সম্পূর্ণ পোস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত একবার দেখে নিন।

Doxicap এর কাজ কি

এই Doxicap ঔষধটি শরীরের বিভিন্ন প্রকার সংক্রমণ প্রতিরোধে কাজ করে থাকে। অর্থাৎ এটি একটি অ্যান্টিবায়োটিক ঔষধ। এই ঔষধি বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া যেমন স্পিরোকেট, মাইকোপ্লাজমা, রিকেটেসিয়া এবং মাইকোব্যাকটিরিয়ার বিরুদ্ধে অনেক কার্যকর। এছাড়াও এই ওষুধের আরো বিভিন্ন কাজ রয়েছে যা আপনাদেরকে ইতিমধ্যে জানাতে চাচ্ছি।

আর এটি মূলত একটি ব্যাকটিরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক। এছাড়াও বিভিন্ন টেট্রাসাইক্লাইনগুলির মতো এটির ক্রিয়াকলাপের অনুরূপ বর্ণালী রয়েছে তবে বিশেষত স্ট্যাফিলোকক্কাস অরিয়াস এবং নোকার্ডিয়ার বিরুদ্ধে আরও সক্রিয়। আর একটু নিচে প্রবেশ করে Doxicap এর কাজ কি বিস্তারিত তথ্য জেনে নেই।

Doxicap ১০০ এম জি এর কাজ কি

সোজা কথা এই ও সত্যি বিভিন্ন শরীরের ভাই*রাস বা ব্যক্তিরা দ্বারা আক্রান্ত স্থানে এবং সংক্রামিত স্থানে ব্যবহার করা হয়। আপনার শরীরের যে কোন সংক্রামিত জায়গাকে ভাই*রাসের হাত থেকে বা ইনফেকশনের দ্বারা রক্ষা করতে ব্যবহার করা হয়। আপনি যদি আপনার শরীরের যেকোন কোন স্থানে  ভাই*রাস বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনার ডাক্তার আপনাকে ডক্সিকান ১০০ ঔষধটি প্রদান করতে পারে।

এছাড়া চোখের সংক্রমণ আর মূত্র নারীর সংক্রমণ এবং শ্বাসযন্ত্রের সংক্রমণ প্রতিরোধে এ ডক্সিক্যাপ ১০০ এমজি ব্যবহার করা হয়। তবে এই ওষুধ খাওয়ার বিভিন্ন নিয়ম রয়েছে যা তা আপনাকে পরামর্শ দিবেন। অতএব এই ওষুধ সম্পর্কে আরো বিস্তারিত জানতে নিচে প্রবেশ করুন।

ডক্সিক্যাপ কেন খায়

আমরা হয়তো জানি এ ডক্সিক্যাপ ওষুধটি একটি অ্যান্টিবায়োটিক। যদি বিভিন্ন নিরাময়ের জন্য এই  ডক্সিক্যাপ ওষুধটি ব্যবহার করা হয়। তবে এই ওষুধটি আমাদের শরীরে বিভিন্ন প্রক্রিয়া করে থাকে যেমন চর্মরোগ বা চুলকানি এবং ত্বক সংক্রমণ ইত্যাদি নিরাময়ের জন্য এই ডক্সিক্যাল ওষুধটি ব্যবহার করা হয়। এছাড়াও শরীরের যে রোগ নিরাময়ের জন্যচায় এ ওষুধটি ব্যবহার করা হয় তা হচ্ছেঃ

  • দাঁতের রোগে
  • নিউমোনিয়া হলে
  • গনেরিয়া
  • চোখের সংক্রমণ
  • শ্বাস যন্ত্রের সংক্রমণ
  • স্কিনের ব্রণ হলে
  • এছাড়াও গলা ব্যথার জন্য ব্যবহার করা হয়
  • ম্যালেরিয়া
  • টনসিলের সমস্যা হলে
  • ডায়রিয়া কিংবা আমাশয় হলে
  • আপনার যদি সর্দি বা কাশি ঠান্ডা লেগে থাকে তাহলে এই ওষুধটি সেবন করতে পারেন।

Doxicap এর দাম কত

ইতিমধ্যে আমরা এই ওষুধের কাজ কি এবং কেন খাওয়া হয় তা নিয়ে আলোচনা করেছি। তবে ঔষধ কেনার পূর্বে অবশ্যই প্রত্যেকের এই ওষুধ সম্পর্কে দাম জেনে নেওয়া উচিত। Doxicap এই ওষুধের বর্তমান মূল্য ২.২০ টাকা।

Doxicap কিসের ওষুধ

যেহেতু অনলাইনে আপনি এই ওষুধ সম্পর্কে জানার জন্য অনুসন্ধান করছেন। তাহলে আমাদের এখান থেকে ডক্সিক্যাপ ওষুধটি কি কাজে ব্যবহৃত হয় তা জেনে নিন। অর্থাৎ আমাদের শরীরের বিভিন্ন রোগ নিরাময়ের ক্ষেত্রে Doxicap ব্যবহার করা হয়।যেমন আমাদের শরীরের যৌ*ন সংক্রামিত রোগ,অন্ত্র সংক্রমণ, ত্বক সংক্রমণ,চোখের সংক্রমণ,মূত্রনালীর সংক্রমণ, শ্বাসযন্ত্রের সংক্রমণ, এবং অন্যান্য এটি ব্যাকটেরিয়াল ইনফেকশনের চিকিত্সা করতে ব্যবহৃত হয়। 

ডক্সিক্যাপ খাওয়ার নিয়ম

প্রাপ্তবয়স্ক ব্যক্তি তার প্রতিদিন ১০০ গ্রাম ডক্সিক্যাপ ওষুধটি প্রতিদিন ২ বার করে খেতে পারবেন। আপনি এভাবে ইন ৭ থেকে ১০ দিন পর্যন্ত এই ওষুধটি গ্রহণ করতে পারবেন। অতঃপর ডাক্তারের সাথে পরামর্শ অনুযায়ী পরবর্তী ডোজ হিসেবে ডাক্তারের সাথে পরামর্শ করুন। তবে এই ওষুধের ডোজ এর মাত্রা অতিক্রম হলে আপনার শরীরে বিভিন্ন রকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে।

এছাড়াও জটিল জেনিটাল ক্ল্যামিডিয়া,নন-গোনোকোকাকল ইউরেথ্রাইটিস: ৭-২১ দিন (শ্রোণীজনিত প্রদাহজনিত রোগে ১৪-২১ দিন) প্রতিদিন দুবার ১০০ মিলিগ্রাম খেতে হবে।  তবে অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে ওষুধটি আপনাকে গ্রহন করতে হবে।

ডক্সিক্যাপের উপকারিতা

এ ওষুধের অনেক উপকারিতা রয়েছে। যা আপনাদেরকে এখানে জানিয়ে দেবো। যেমন শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ করার জন্য এটা থেকে ওষুধ ব্যবহারে অন্যতম। বিশেষ করে আমাদের শরীরের বিভিন্ন রোগের সংক্রামক থেকে রক্ষা করে থাকে। এরপর টনসিলাইটিস ও ট্র্যাকিআইটিস নামক অসুখের বিরুদ্ধে আপনাকে সাহায্য করবে এই ডক্সিক্যাপ।

যাদের শরীরে কলেরা আছে এবং যাদের ট্রাভেলার্স ডায়রিয়া রয়েছে তাদের জন্যও এই ডক্সিক্যাপ ওষুধটি অত্যন্ত উপকারী। এরপর লিটাকোসিস ও ট্রাকোমা নামক রোগের বিরুদ্ধে প্রতিরোধ এবং  লড়াই করতে এই ওষুধটি অনেক পারদর্শী ও অনেক বেশি উপকারী। এছাড়াও আপনার ত্বকের সংক্রমণ,যৌ*ন সংক্রামিত রোগ, অন্ত্র সংক্রমণ,চোখের ইত্যাদি সংক্রমণ থেকে এই ডক্সিক্যাপ ওষুধটি আপনাকে প্রতিরোধ করবে।

গলা ব্যথায় Doxicap

আপনার গলায় যদি কোন ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে থাকে। অতপর আপনার গলায় যদি সেই আক্রান্ত স্থানে ব্যথা শুরু হয়। তাহলে আপনি গলা ব্যথা নিরাময়ে এই ডক্সিক্যাপ ঔষুধ টি সেবন করতে পারবেন।এছাড়াও আপনারা যদি শ্বাসকষ্ট থাকে তাহলে এই ওষুধ আপনি আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ হিসেবে খেতে পারবেন। তবে অবশ্যই এই ওষুধ গ্রহণ করা করবে আপনার ডাক্তারের সাথে ভালোভাবে পরামর্শ নিতে হবে।

গর্ভাবস্থায় Doxicap খাওয়া যাবে কিনা?

এই ওষুধটি যেহেতু একটি এন্টিবায়োটিক ওষুধ। তাই গর্ভাবস্থায় এই Doxicap ওষুধটি কোনভাবে খাওয়া যাবে না। তাই গর্ভাবস্থায় বিশেষ সতর্কতার সাথে যে কোন ওষুধ সেবন করতে হবে। আর এই ওষুধ ভুলেও সেবন করা যাবে না গর্ভাবস্থায়। এই ওষুধ গ্রহণ করলে গর্ভের ভ্রণ এর ক্ষতি হতে পারে।

ডক্সিক্যাপ এর পার্শ্ব প্রতিক্রিয়া

প্রত্যেক ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে যা আমাদের শরীরে নানাভাবে বিরূপ প্রভাব পড়ে। তাই যেকোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের সাথে সঠিক পরামর্শ গ্রহণ করুন। কিভাবে ওষুধ সেবন করুন তার প্রক্রিয়া বিস্তারিত জেনে রাখু*ন। এটা আশা করা যায় আপনি যে কোন ওষুধ সেবনের আপনি পাশে প্রতিটা থেকে বেঁচে থাকবেন। তবে যারা বর্তমানে ডক্সিক্যাপ ঔষুধ কি সেবন করতে চাচ্ছেন।

তাদের জন্য কিছু সতর্কবার্তা হচ্ছে এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আপনার শরীরে লক্ষণীয় হতে পারে।  তবে কেন এই Doxicap ওষুধ সেবনে আপনার শরীরে পার্শ্ব প্রতিকার দেখা দিবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। অতএব Doxicap এর ঔষধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বিভিন্ন আলোচনা করা হলোঃ

শেষ কথা

আজকের আলোচনায় আমরা যথাযথ চেষ্টা করেছি আপনাদেরকে এই Doxicap এর কাজ কি তা বিস্তারিত জানিয়ে দেওয়া। আশা করছি আপনারা আমাদের এই পোস্ট থেকে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। যদি আপনাদের কাছে এই পোস্ট গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তাহলে আপনার আশেপাশের ব্যক্তিদেরকে শেয়ার করে জানিয়ে দিন। ধন্যবাদ

আরও দেখু*নঃ

Monas 10 এর কাজ কি

Filmet 400 এর কাজ কি