Beklo 10 এর কাজ কি এবং দাম কত

প্রতিনিয়ত আমরা শরীরের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ডাক্তারের কাছে শরণাপন্ন হই। আমাদের অজান্তেই ডাক্তার অনেক ওষুধ প্রদান করে থাকেন। যে ওষুধগুলোর কার্যকারিতা সম্পর্কে আমরা অবগত থাকি না। ঠিক তেমনি একটি Beklo 10 ট্যাবলেট। হয়তো অনেকের এ ট্যাবলেট খাওয়ার অভিজ্ঞতা রয়েছে। এবং এই ওষুধের কার্যকারিতা সম্পর্কে অনেকেই জেনে থাকেন না। তাই আজকের আলোচনা মূল বিষয় হচ্ছে Beklo 10 এর কাজ কি এবং কোন বিশেষ রোগের নিরাময়ের জন্য এই ওষুধটি প্রদান করে থাকেন।

আমরা যে ওষুধ গ্রহণ করি না কেন সেই ওষুধ সম্পর্কে আমাদের অবগত থাকা উচিত। আপনাকে যদি কোন ডাক্তার Beklo 10 ট্যাবলেট প্রদান করে থাকেন। তাহলে অবশ্যই আজকের এই আর্টিকেল দ্বারা এই ওষুধের কাজ সম্পর্কে জেনে নিন। তাছাড়া জানতে পারবেন এই Beklo 10 ট্যাবলেট ফার্মেসীর দোকানে কত টাকায় বিক্রি হয়। এবং আরো জানতে পারবেন এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। তো চলুন সময় নষ্ট না করে Beklo 10 এর কাজ কি এবং এটা কিসের ওষুধ তা সম্পূর্ণ পোস্ট পড়ে জেনে নেই।

Beklo 10 এর কাজ কি

কোনো ডাক্তার যদি আমাদেরকে এই ওষুধটি প্রদান করে থাকেন গ্রহণ করার জন্য,তাহলে সেই ওষুধের কার্যকারিতা সম্পর্কে জেনে নেওয়া উচিত। যেহেতু অনলাইনে এসেছেন এই ওষুধের কার্যকারিতা সম্পর্কে জানতে। অতএব এ ওষুধের বিস্তারিত যাবতীয় তথ্য আমরা এখানে তুলে ধরেছি। আজকের এই আর্টিকেলে এই ওষুধের দাম সহ এর কার্যকারিতা এবং কিসের ওষুধ তা স্পষ্ট ভাবে আপনাদের জন্য রয়েছি। এছাড়াও আজকের আর্টিকেলে থাকতে  Beklo 10 এর কাজ কি। অতএব একটু নিচে প্রবেশ করে সম্পন্ন পোস্ট পড়ে নিন।

Beklo 10 Tablet কিসের ঔষধ

এই ওষুধটি বিভিন্ন রোগ নিরাময় এর জন্য ব্যবহার হতে পারে। তবে সংশ্লিষ্টিত শরীরে আগন্তুক বেশি জনিত ব্যথা এবং পেশীর উপসর্গ যেমন অনমনীয়তা, উত্তেজনা এবং কঠোরতার চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। যা শরীরের বা মস্তিষ্কের অথবা মেরুদন্ডের আঘাতের মত বিভিন্ন অবস্থার কারণে ব্যবহার হতে পারে এই ট্যাবলেট।

এছাড়া সেরিব্রাল পালসি,মোটর নিউরন রোগ,মাল্টিপল স্ক্লেরোসিস আঘাত জনিত ঘটনায় ব্যবহার হতে পারে। আর ব্যাক্লোফেন হলো এক ধরনের মাসল্ (মাংস পেশী) রিলাক্সেন্ট এবং এন্টিস্পাসটিক (ব্যাথানাশক) এজেন্ট ঔষধ। আর এই ব্যাক্লোফেন মেরুদন্ডের আঘাত বা রোগ নির্ণয়ের লক্ষণ গুলিও চিকিৎসা করতে এ ওষুধ ব্যবহার করা হয়। মূল কথা হচ্ছে ব্যাক্লোফেনের প্রতি সংবেদনশীল রোগীদের জন্য এটা প্রতি প্রদর্শিত। 

Beklo 10 এর দাম কত

এই Beklo 10 আপনি আপনার নিকটস্থ যেকোন ফার্মেসির দোকান থেকে সংগ্রহ করতে পারবেন। তবে এর মূল্য জেনে রাখা অধিক গুরুত্বপূর্ণ। তাহলে জেনে রাখু*ন Beklo 10 ওষুধের মূল্য অর্থাৎ প্রতিপিস এই ট্যাবলেটের মূল্য ১০ টাকা।

Beklo 10 Tablet কিভাবে কাজ করে

এই ওষুধ একটি পেশী শিথিল কারী। এটি আপনার শরীরের পেশির যে দৃঢ়তা বা খিচুনি রয়েছে তা খুব সহজে উপশম করতে পারে এবং আপনার মস্তিষ্ক এবং মেরুদন্ডে কাজ করে। আর যদি এই ওষুধটি সেবন করেন তাহলে আপনার শরীরের পেশি গুলির শক্তি বজায় থাকবে। যাদের শরীরে নাড়াচাড়া করতে ব্যথা অনুভব হয় তাদের জন্য এই ওষুধ অনেক ভালো উপসমকারী হতে পারে।

এই Beklo 10 ওষুধটি হচ্ছে মাল্টিপোল স্ক্লেরোসিস দ্বারা সৃষ্ট স্পাসটিসিটি। এ  ওষুধ যেভাবে কাজ করে তা হচ্ছে ফ্রেক্সর স্পাজম এবং এর পাশাপাশি ব্যথা ,ক্লোনাস এবং মাসকিউলার রিজিডিটি তে। রিউমাটিক ডিজঅর্ডার দ্বারা সৃষ্ট স্কেলেটাল মাসল স্পাজম (মাংসপেশীর ব্যাথা)। কশেরুকাতে আঘাত এবং কশেরুকার অন্যান্য সমস্যা। সেরেব্রোভাসকিউলার দূর্ঘটনা অথবা নিওপ্লাসটিক অথবা ব্রেনের অন্যান্য সমস্যা।

তবে এই ওষুধ গ্রহণ করার সময় অবশ্যই আপনার কোন পরিচিত বা জ্ঞানী ডাক্তারের সাথে পরামর্শ নিবেন। এবং এই ওষুধ সেবন করার পূর্বে অবশ্যই বিশেষ সতর্ক রয়েছে যেগুলো মেনে চলা অধিক গুরুত্বপূর্ণ। 

বেক্লো ১০ ট্যাবলেট খাওয়ার নিয়ম

খুব সহজে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী স্বাভাবিকভাবে এই ট্যাবলেটটি আপনি যেভাবে খাবেন তা হচ্ছে যদি ১০ বছরের ঊর্ধ্বে হয় তাহলে দিনে তিনবার খাওয়ার আগে বা পরে ৫ মিঃগ্রা খেতে হবে। আর সর্বোচ্চ ধীরে ধীরে ১০০ মিঃগ্রা পর্যন্ত গ্রহণ করা যায়।

আর যদি ১০ বছরের নিচে কোন শিশু হয় তাহলে প্রাথমিকভাবে ২.৫ মিগ্রা ( ২.৫ মিলি ) দিনে ৪ বার এবং পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী মাত্রা বৃদ্ধি করতে হবে।

তবে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এই ওষুধ সেবনে পূর্বে অবশ্যই অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ নেবেন। আর এ ট্যাবলেট খাওয়ার পরে কোন সময় গাড়ি চালাবেন না এতে আপনার দুর্ঘটনা হতে পারে।  কেননা এই ওষুধ সেবনে কিছু ক্ষতি করার মধ্যে মাথা ঘুরার একটি প্রক্রিয়া রয়েছে। 

বেক্লো ১০ ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া

আপনি যদি এই বেক্লো ১০ ওষুধটি সেবন করেন তাহলে আপনার শরীরে এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তবে ভয়ের কোন কারণ নেই, যদি পার্শ্বপ্রতিকরা বেশি লক্ষ্য নিয়ে হয় তাহলে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন এবং পরামর্শ নিন। চলুন জেনে নেই এই Beklo 10 এর কাজ কি এবং বেকলো ১০ ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কেঃ

  • আপনার শরীরে ক্লান্তি ভাব দেখা দিতে পারে।
  • এছাড়াও আপনি দুর্বলতা অনুভব করতে পারেন।
  • এবং আপনার অনেক তন্দ্রাভাব হবে।
  • মাঝে মাঝে আপনার মাথা ঘোরা ব্যাপারটি লক্ষ্যণীয় হতে পারে।
  • এছাড়া অবাস্তব কল্পনা,মাথা ব্যাথা,কানে ভোঁ ভোঁ শব্দ সোনা ইত্যাদি
  • আপনার শরীরের বিভিন্ন অংশের পেশী দুর্বলতা দেখা দিতে পারে
  • এবং কথার জড়তা বা অস্পষ্ট কথা হতে পারে।
  • ডায়রিয়া নতুবা শব্দ পায়খানা
  • আপনার শরীরের কাঁপুনি অথবা ঘুম ঠিক মতো না হওয়া।
  • এছাড়াও বেদনাদায়ক প্রস্রাব হতে পারে 
  • এমনকি বমি বমি ভাব ,মনস্থির করতে না পারা , অবসাদ ইত্যাদি ইত্যাদি।
  • এবং শ্বাস-প্রশাসে অথবা রিজিক যন্ত্র সমস্যা ইত্যাদি পাশে প্রতিক্রিয়া হতে পারে আপনার শরীরে।

শেষ কথা

এই Beklo 10 একটি পেশী শিথিলকারী ঔষধ। যাদের শরীরের বিভিন্ন অংশের পেশির শীতলতার সমস্যা দেখা দেয় তাদের জন্য এই ওষুধটি অনেক বেশি কার্যকর।  ইতিমধ্যে আমরা এই ওষুধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি আপনারা Beklo 10 এর কাজ কি এবং কেন খাওয়া হয় তা বিস্তারিত আপনাদের জানাতে সক্ষম হয়েছি। যদি এই পোস্ট আপনাদের কাছে উপকৃত হয়ে থাকে তাহলে আপনার আশেপাশের ব্যক্তিদেরকে জানিয়ে দিন। ধন্যবাদ

আরও দেখু*নঃ

Algin Tablet কেন খায়

Folita 5 এর কাজ কি