Filmet 400 এর কাজ কি, কেন খায় ও দাম কত

এই ফিলমেট 400 হচ্ছে ইমিডাজল জাতীয় ব্যাকটেরিয়া প্রতিরোধী একটি ঔষধ। এই ওষুধটি আবার  প্রোটোজোয়া চিকিৎসা ক্ষেত্রে কাজ করে থাকে। এবং এনারুবিক জীবাণু দ্বারা সংক্রমিত সেফটিসেনিয়া,ব্যাকটেরিয়া, পেরিটোনাইটিস ইত্যাদি খতের একটি সাজানো এই Filmet 400 কাজ করে থাকে এবং ব্যবহার করা হয়। অর্থাৎ এই সম্পূর্ণ আলোচনায় Filmet 400 এর কাজ কি বিস্তারিত উপস্থাপন করা হয়েছে।

এই Filmet 400 এর কাজ কি এবং এটি কিসের ঔষধ এ নিয়ে অনেকের জানা আগ্রহ থাকে। তাই এ বিষয়টিকে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করে এখানে উল্লেখ করা হয়েছে। এছাড়া এই আর্টিকেলে এই ওষুধের দাম সম্পর্কে লেখা হয়েছে। সর্বোপরি এই ওষুধ জীবনে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তা আপনাদের উদ্দেশ্যে উল্লেখ করা হয়েছে। তাই এই পোস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে বিস্তারিত দেখে নিন।

Filmet 400 এর কাজ কি

হোক সেটি পেটের সমস্যা বা দাঁতের সমস্যা। অনেক ক্ষেত্রেই ডাক্তারগণ আমাদেরকে Filmet 400 ওষুধটি সেবন করার পরামর্শ দিয়ে থাকেন বা প্রেসক্রাইব করে থাকেন। কিন্তু আমরা কি জানি Filmet 400 এর কাজ কি? বা ডাক্তার সাহেব কেনই বা এই ওষুধটি সেবন করার পরামর্শ দিয়েছেন? এই ওষুধটি আমাদের বেশ কয়েকটি রোগের ক্ষেত্রে বেশ কার্যকরী।

ব্যকটেরেমিয়া, পেরিট্রোনাইটিস, পেলভিক অ্যাবসেস এবং প্রোটোজোয়া চিকিৎসা ও এনারবিক জীবাণু দ্বারা সংক্রমিত সেফটিসেমিয়া ইত্যাদি নিরাময়ের Filmet 400 এর কাজ অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং সকল ধরনের এ্যামেবিয়াসিস রোগের লক্ষণ বিহীন বহনকারী হিসেবে ব্যবহার করা হয়। জিয়ারডিয়াসিস প্রবল আলসারটিভ, জিনজিভাইটিস এক্ষেত্রেও এই Filmet 400 অনেক ভালো কাজ করে থাকে।

Filmet 400 কিসের ঔষধ

এই ফিলমেট ৪০০ ওষুধটি মেট্রোনিডাজল গ্রুপের অন্তর্ভুক্ত। আর এই ওষুধগুলোর অনেকগুলো কার্যকারিতা থাকে। যা সঠিক উপায়ে গ্রহণ করার ফলে যেকোনো রোগ এক নিমিষে দূর হয়। এই Filmet 400 এর কাজ কি এবং Filmet 400 কিসের ঔষধ তা অনেকের জেনে নেওয়ার আগ্রহ লক্ষ্য করা যায়। এবং এ ওষুধ সম্পর্কে রাখা উচিত বলে মনে করি।

ই ওষুধটি এনারুবিক জীবাণুজনিত দাঁতের তীব্র সংক্রমণ রোধে এই ওষুধটি বেশ কার্যকরী। এছাড়াও যাদের এন্টিবায়োটিক ব্যবহারজনিত বিভিন্ন সমস্যা রয়েছে যেমন সিউডোমেমব্রেনাস কোলাইটিস,তাদের জন্য এই ওষুধটি ব্যাপক হারে ব্যবহার করা হয়।

এবং অস্ত্র পাচারের পরবর্তী ক্ষোটের যে সংক্রমণ, সে সংক্রমিত চিকিৎসায় এই ওষুধটি ব্যবহার করা হয়। এমন কি তীব্র আলসারভিক জিঞ্জিভাইটিস প্রতিরোধে এবং এনারুবিক জীবাণু দ্বারা সংক্রমিত পায়ের ঘা এবং প্রেসার কমাতে অনেক বেশি ব্যবহার করা হয় এই ওষুধ।

Filmet 400 খেলে কি হয়?

এই ওষুধটি বিভিন্ন রোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। পেটের সমস্যা থেকে শুরু করে দাঁতের সমস্যা পর্যন্ত Filmet 400 ডাক্তারগণ পরামর্শ দিয়ে থাকেন। এটি একটি মেট্রোনিডাজল গ্রুপের ওষুধ। দাঁতের তীব্র সংক্রমণ রোধে এই ওষুধটি বেশ কার্যকরী এছাড়াও অস্ত্র পাচারের পরবর্তী সময়ে এটি চিকিৎসা করা প্রদান করে থাকে।

Filmet 400 খাওয়ার নিয়ম কি

যে ওষুধ গ্রহণ করুন না কেন, সবার প্রথমে একজন রেজিস্টার চিকিৎসক বা ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ গ্রহণ করুন। তবে এখানে আমরা এই ওষুধের নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি গ্রহণ করার নিয়ম উল্লেখ করেছি।

জেনে রাখু*ন আপনার আপনার শরীরের অবস্থা অনুযায়ী ওষুধ বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দিতে পারে। অতঃপর Filmet 400 খাওয়ার নিয়ম হচ্ছে দিনে ৩ বার করে খেতে হবে। তবে এই ওষুধের চিকিৎসা সময়কাল মাত্র ৭ দিন। এবং সর্বোপরি একজন ডাক্তারের পরামর্শ গ্রহণ করে ওষুধ সেবন করুন। 

Filmet 400 এর দাম কত

এ ওষুধের দাম তুলনামূলকভাবে অনেক কম। যে কোন ফার্মেসির দোকান থেকে ১ টাকায় সংগ্রহ করতে পারবেন। তবে এই ওষুধের আসল দাম ১ টাকা ৭০ পয়সা। প্রায় ২ টাকার কাছাকাছি। যদি এই ওষুধের পুরো একটি প্যাকেট ক্রয় করতে চান তাহলে পুরো প্যাকেটের মূল্য ৪৫০ টাকা।

Filmet 400 কি এন্টিবায়োটিক

উত্তর হচ্ছে হ্যাঁ, এটি একটি অ্যান্টিবায়োটিক ঔষধ। তবে ওষুধ গ্রহণ করার পূর্বে অবশ্য ডাক্তারের সাথে পরামর্শ গ্রহণ করা উচিত। অ্যান্টিবায়োটিক ঔষধ বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া লক্ষণীয় হতে পারে। তাই ডাক্তারের পরামর্শ ছাড়া এই ঔষধ গ্রহণ করা কখনোই উচিত নয়।

গর্ভাবস্থায় Filmet 400 খাওয়া যাবে কি

উত্তর হচ্ছে হ্যাঁ, এই ওষুধটি অবস্থায় খাওয়ানো নিরাপদ বলে বিবেচনা করা হয়। তবে কিছু গবেষণায় এই ওষুধের সীমিত প্রতিকূল প্রভাব লক্ষণীয় প্রকাশ পেয়েছে। তবে গর্ভাবস্থায় Filmet 400 খাওয়া যাবে কি না তা অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ নেওয়া উচিত। অতঃপর Filmet 400 এর কাজ কি আরেকটু বিস্তারিত জেনে নিন।

Filmet 400 এর পার্শ্বপ্রতিক্রিয়া

প্রত্যেক ওষুধের ক্ষেত্রে ডাক্তাররা সাবধানতা বলে দিয়ে থাকেন। এলকোহল সেবনের সময়ে কখনো এই Filmet 400 গ্রহণ করা উচিত নয়। তবে একজন ব্যক্তির এই ওষুধ গ্রহণ করার ফলে যে পার্শ্ব প্রতিক্রিগুলো হতে পারে তা নিচে উল্লেখ  করেছি। অতঃপর Filmet 400 এর কাজ কি এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া গুলো দেখে নিন।

  • মাথাব্যথা করা, একটি সাধারণ বিষয় ঘাবড়ানোর কিছু নেই।
  • মুখে শুষ্কতা ভাব দেখা দিতে পারে।
  • বমি বমি ভাব হতে পারে।
  • ধাতব স্বাদ লক্ষণীয়

এইসব পার্শ্ব প্রতিক্রি আপনার শরীরে লক্ষণীয় হতে পারে। তবে সব সমস্যা হলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করুন। এবং সঠিক চিকিৎসা গ্রহণ করে আপনার রোগ নিরাময় করুন।

কিভাবে ব্যবহার করবেন Filmet 400

যেভাবে এই Filmet 400 (ফিলমেট ৪০০) ব্যবহার করবেন তা হচ্ছে প্রথমত ডাক্তারের পরামর্শ অনুযায়ী একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ডোজ আকারে গ্রহণ করতে থাকুন। এবং এই ওষুধ সম্পূর্ণভাবে পানির সাথে গিলে ফেলুন। সম্পূর্ণ অবস্থায় গিলে ফেলুন, এই ওষুধ চিবিয়ে খাবেন না এবং ভেঙে খাবেন না।

শেষ কথা

আশা করছি আপনি এখান থেকে আপনাদের অনুসন্ধান করার তথ্য জানতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে অনেকেই অনলাইনে এসে ঘাটাঘাটি করে থাকেন। এই ওষুধ সম্পর্কে বিস্তারিত তথ্য উল্লেখ করা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়েছে। তাই Filmet 400 এর কাজ কি বিস্তারিত আজকের আলোচনা ইতিমধ্যে উল্লেখ করেছি। যদি এই পোস্ট আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগে থাকে। তাহলে অবশ্যই আপনার আশেপাশের ব্যক্তিদেরকে শেয়ার করে জানিয়ে দিবেন। ধন্যবাদ

আরও দেখু*নঃ

টোফেন সিরাপ এর কাজ কি

অমিডন কেন খায়