Docopa 200 এর কাজ কি, কেন খায় ও দাম কত

এই Docopa 200 এর বিভিন্ন কাজ রয়েছে,এরমধ্যে ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিস। স্পাস্টিক ব্রঙ্কিয়াল উপাদান সহ ফুসফুসের রোগে এই ওষুধ ব্যবহার করা হয়। এছাড়াও এই ওষুধ হাঁপানি এবং দীর্ঘস্থায়ী অবস্ট্রাকটিভ পালমোনারি ডিসঅর্ডার এর মত লক্ষণ গুলোর সেরা চিকিৎসা দিতে Docopa 200 ব্যবহৃত হয়। অতএব আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছেই Docopa 200 এর কাজ কি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা।

এই Docopa 200 এর কাজ কি বিস্তারিত তথ্য জানার পর এই ডোকোপা 200 এর বিভিন্ন তথ্য সম্পর্কে উল্লেখ করেছি। যেমন এখান থেকে জানতে পারবেন Docopa 200 কিসের ঔষধ,Docopa 200 এর উপকারিতা। অতঃপর Docopa 200 এর দাম কত। আর এই Docopa 200 যে রোগীদেরকে প্রদান করেছেন তাদের অবশ্যই এই ওষুধের কাজ সম্পর্কে জেনে রাখা উচিত। অতএব সম্পূর্ণ পোস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।

Docopa 200 এর কাজ কি

এই ডোকোপা ২০০ শ্বাসনালীর পেশী শিথিল করে এবং শ্বাসনালীকে প্রশস্ত করে কাজ করে। ফলে শ্বাস প্রশ্বাস সহজ করে তোলে। তবে এই ওষুধের আরো কাজ রয়েছে যেমন, হাঁপানি, শ্বাস-প্রশ্বাস, ব্রংকাইটিস, এমফিসাইমা, ইত্যাদি রোগ নিরাময়ে এ ওষুধ অনেক ভালো কাজ করে থাকে। এছাড়াও ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (COPD) চিকিৎসায় এই ওষুধ ব্যবহার করা হয়।

এবং এই ওষুধটি ফসফোডিস্টেসেজ ক্রিয়াকলাপকে বাধা দেয় এবং অতিরিক্ত কাশি হলে, শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দিলে। এছাড়াও বুকে কফ জমে থাকলে,ফুসফুসের সমস্যা থাকলে এবং অ্যাজমা হলে Docopa 200 সব থেকে ভালো কাজ করে থাকে। তাই বিভিন্ন ডাক্তারগণ এসব রোগের ক্ষেত্রে রোগীদেরকে এই ট্যাবলেট প্রদান করে থাকেন।

Docopa 200 কিসের ঔষধ

যদি কোন ডাক্তার আপনাকে এই Docopa 200 ওষুধের প্রদান করে থাকেন, তাহলে আমাদের এখান থেকে এটি কিসের ওষুধ তা জেনে নিন। অর্থাৎ এই ওষুধটি কয়েকটি উপসর্গের জন্য ব্যবহার করা হয়ে থাকে। সেই উপসর্গগুলো হচ্ছে:

  • ব্রংকোম্পাজম
  • ব্রঙ্কিয়াল অ্যাজমা
  • ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিস।
  • স্পাস্টিক ব্রঙ্কিয়াল উপাদান সহ ফুসফুসের রোগে।

সহজ ভাষায় বলতে গেলে হাঁপানি এবং,শ্বাসকষ্টের জনিত সমস্যা রোগীদেরকে প্রদান করে থাকেন। এবং ব্রংকাইটিস রোগের ওষুধ হিসেবে কাজ করে থাকে।

Docopa 200 এর উপকারিতা

এই ওষুধের উপকারিতা ইতিমধ্যে আপনাদের জানিয়ে দিয়েছি। বিভিন্ন  ধরনের রোগের ক্ষেত্রে এই ডোকোপা 200 কাজ করে থাকে এবং বিভিন্ন উপকার করে থাকে। বিশেষ করে হাঁপানি যাদের হয়েছে তাদের জন্য এই ওষুধ অনেক বেশি উপকারী। এছাড়া এজমা ও ফুসফুসের সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও অনেক বেশি কার্যকরী। এবং ব্রঙ্কিয়াল অ্যাজমা সকল রোগের নিরাময়ে Docopa 200 এর উপকারিতা অনস্বীকার্য।

ডোকোপা 200 মিলিগ্রাম ট্যাবলেট এর সঠিক মাত্রা

প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা প্রতিদিন ২ টি করে ট্যাবলেট খেতে পারবেন। অর্থাৎ সকালে ১ টি এবং রাতে ১ টি খেতে পারবেন। তবে এই ওষুধটি ভরা পেটে খাওয়ার পর করবেন। তবে এই ওষুধ যদি শিশুদের ক্ষেত্রে গ্রহণ করার প্রয়োজন হয়। তাহলে অবশ্যই আপনার পরিচিত ডাক্তারের কাছ থেকে খাওয়ার নিয়ম এবং এর সঠিক মাত্রা জেনে নিন। অর্থাৎ ১২ বছরের শিশুদের উর্ধ্বে দৈনিক ২ থেকে ২বার এই ওষুধ খাওয়ানো যেতে পারে।

Docopa 200 এর দাম কত

এ ওষুধের প্রতি পিস মূল্য ৮ টাকা। এবং পুরো একটি পাতা বা বক্সের দাম ৮০০ টাকা। আপনার নিকটস্থ যে কোন ফার্মেসী ওখান থেকে Docopa 200 সংগ্রহ করতে পারবেন। পূর্বে এই Docopa 200 ট্যাবলেটের  মূল্য কিছুটা কম ছিল।

স্তন্যদান কালে Docopa 200 খাওয়া যাবে কিনা

এই ওষুধের নির্দেশনা রয়েছে, এক কথায় উত্তর হচ্ছে স্তন্যদানকালে এবং গর্ভাবস্থায় এই ওষুধ খাওয়া নিষেধ। কোনভাবেই এই ওষুধ সেবন করবেন না। অর্থাৎ এই সকল ওষুধ গ্রহণ করার পূর্বে অবশ্যই সতর্ক থাকা উচিত। যদিও ভুলে ওষুধ গ্রহণ করে ফেলেন, তাহলে অতিসত্বর একজন জ্ঞানী ডাক্তারের সাথে যোগাযোগ করুন।

Docopa 200 পার্শ্বপ্রতিক্রিয়া

সাধারণত এ ওষুধ গ্রহণ এ যে সকল পার্শ্ব প্রতিক্রিয়া একজন ব্যক্তির হতে পারে তা নিচে উল্লেখ করতে যাচ্ছে। শরীরের বিভিন্ন রকম অবস্থা এবং ওষুধের মিথস্ক্রিয়ার ফলে পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষণীয় হয়। নিচে সেই Docopa 200 পার্শ্বপ্রতিক্রিয়া উল্লেখ করা হলো।

  • সাধারণ একটি সমস্যা আপনার বমি হতে পারে অথবা বমি বমি ভাব হতে পারে।
  • মাথা ঘোরার মত অবস্থা সৃষ্টি হতে পারে।
  • এবং মাথাব্যথা করতে পারে।
  • বিভিন্ন রকম পেটের সমস্যা হতে পারে।
  • বুকের জ্বালাপোড়া সৃষ্টি হতে পারে।
  • আপনার এই ওষুধ গ্রহণে অনিদ্রা দেখা দিতে পারে।
  • তীব্র খিচুড়ি হতে পারে।
  • এবং অধিক হৃদস্পন্দন হতে পারে।
  • এবং আপনার অস্থিরতা অনুভব হতে পারে। 

তবে বিভিন্ন রোগীদের ক্ষেত্রে বুকে জ্বালাপোড়া এবং পেট খারাপ হওয়ার মত অবস্থা সৃষ্টি হয়। তবে এরকম সমস্যা দেখা দিলে অবশ্যই আপনার একজন ডাক্তারের সাথে যোগাযোগ করুন।

শেষ কথা

আশা করতেছি আপনারা আমাদের এই পোস্ট থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। বিশেষ করে আমাদের আজকের আর্টিকেলের মূল বিষয় ছিল Docopa 200 এর কাজ কি। আর আমরা সম্পূর্ণ চেষ্টা করেছি আপনাদেরকে এই ওষুধের গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দেওয়া। এ পোস্ট পড়ে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন। তাহলে অবশ্যই আপনার আশেপাশের ব্যক্তিদেরকে এই পোস্ট শেয়ার করে জানিয়ে দিবেন। ধন্যবাদ

আরও দেখু*নঃ

Monas 10 এর কাজ কি

Filmet 400 এর কাজ কি