এলার্জি ঔষধ এর নাম কি ও দাম কত টাকা

পূর্বে এবং বর্তমানে প্রায় সবার শরীরেই এলার্জি সমস্যা দেখা দেয়। কারো কারোর এলার্জির জনিত সমস্যার কারণে পুরো শরীর চুলকায়। আবার কারো নাকের ভিতরে চুলকায়। আবার কারোর মুখের ভিতরে চুলকায়। আবার অনেকের একটা সমস্যা রয়েছে চোখের ভিতরে চুলকায়। তবে এসব চুলকানি এলার্জিজনিত বিভিন্ন রোগের ওষুধ রয়েছে। যেগুলো পরিমাণমতো সেবন করলে খুব সহজেই নিরাময় করা যায়। তাই এলার্জি ঔষধ এর নাম আজকের এই আর্টিকেলে আপনাদের জন্য উপস্থাপন করা হয়েছে।

তবে এই সমস্যা যাদের রয়েছে স্থায়ীভাবে ঠিক না হলেও কিছু ওষুধ সেবন করলে এই এলার্জি নিয়ন্ত্রণে রাখা যায়।  তাই আজকে এখানে আমরা কিছু ওষুধের নাম উল্লেখ করেছি।  যে ওষুধগুলো সেবন করলে আপনার এলার্জি নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করবে।  আবার এমন কিছু ঘরোয়া উপায় উল্লেখ করেছি।  যে উপাগুলো অবলম্বন করলে আপনার এলার্জি অনেকাংশে কমে যাবে। অতএব একটু নিচে প্রবেশ করে এলার্জি ঠিক করার ঘরোয়া উপায় সহ এলার্জি ঔষধ এর নাম গুলো জেনে নিন।

এলার্জি ঔষধ এর নাম

প্রত্যেকের শরীরের চুলকানি না হলেও প্রায় শতাংশ মানুষের শরীরেই এই এলার্জি সমস্যা দেখা দেয়।  ডাক্তারদের কাছে বেশিরভাগই রোগী এই এলার্জিজনীত সমস্যার কারণে পৌঁছে থাকেন। তবে বেশিরভাগ ডাক্তাররা যে ওষুধগুলো রোগীদেরকে রোগ নিরাময়ে দিয়ে থাকেন সেই ওষুধগুলো নাম আমরা এখানে বিস্তারিতভাবে উল্লেখ করেছি।  এবং কিভাবে এই এলার্জি ওষুধগুলো সেবন করবেন তারও নির্দেশনাগুলো উপস্থাপন করেছি। তবে আমাদের পরিচিত কয়েকটি ওষুধের নাম গুলো  নিম্নে উল্লেখ করা হলো।  একটু নিচে প্রবেশ করে এলার্জি ওষুধের নাম গুলো জেনে নিন।

স্কিন এলার্জি ঔষধের নাম

প্রত্যেকটা মানুষেরই এলার্জির সমস্যা রয়েছে। কারো শরীরে এলার্জি জাতীয় জিনিস খেলে এলার্জির রোগটা বেশি হয়ে যায়। আবার অনেকেরই এলার্জি রোগ স্কিনে দেখা দেয়। আপনার শরীরে যদি এলার্জি ছোট ছোট কোন গোটা হয় তাহলে অবশ্যই আপনার স্কিন এলার্জির ওষুধ খেতে হবে। আপনি যেকোন দোকান থেকে ৩ টাকা থেকে শুরু করে ১৫ টাকার মধ্যে আপনার স্কিন এলার্জির ওষুধ কিনতে পারবেন। দেখে নিন দোকান থেকে কোন ওষুধগুলো কিনবেন। 

  • Deslor Tablet
  • Telfast Tablet
  • Fexo 120 Tablet
  • Fexofenadine Tablet
  • Cetirizine Tablet

এলার্জি চুলকানি ঔষধের নাম

কখনো আপনার শরীরের যদি এলার্জি উঠে তাহলে দেখবেন কিছু মানুষের প্রচুর চুলকায়। কয়েকটি ধরনের এলার্জি রয়েছে আপনার যদি চুলকানি এলার্জি হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই কোন দোকান থেকে চুলকানি এলার্জির ওষুধ কিনতে হবে। আপনি আমাদের দেওয়া ওষুধটি খেলে খুব দ্রুত আপনার চুলকানি কমে যাবে। ওষুধ ব্যবহার করে যদি চুলকানি না কমে তাহলে আজকের পর আপনাকে ক্রিম ব্যবহার করতে হবে। ক্রিম দিলে আপনার দুই থেকে তিন দিনের মধ্যেই এলার্জি চুলকানি কমে যাবে। 

  • Leest Plus
  • Loratadin
  • Fexo 120
  • Fexofenadine
  • Pevison (ক্রিম)
  • pevitin (ক্রিম)

মুখের এলার্জি ঔষধ এর নাম

অনেকের আছে শুধু মুখে এলার্জি হয়। ছোট ছোট ফুসুরী এর মত গোটা হয়। তারপর মুখের ত্বকে অনেক চুলকায় এবং কি মুখ দেখতে অনেকটাই খারাপ দেখা যায়। আপনার যদি মুখের এলার্জি হয় তাহলে অবশ্যই আপনাকে মুখের এলার্জির ওষুধ খেতে হবে। কিছু মানুষ আছে মুখে এলার্জি হলে কি ওষুধ খাবে সেটা নিয়ে খুঁজে থাকে। কোন দোকানে ওষুধ কিনতে গেলে উল্টাপাল্টা ওষুধ দিয়ে বেশি টাকা নিয়ে থাকে। আপনি এই লেখাটির মাধ্যমে তিন-চারটি ওষুধ এর নাম দেখে একটা কিনলেই আপনার মুখের এলার্জি ভালো হয়ে যাবে। আপনার ওষুধে যদি ভালো না হয় আমরা একটি (ওয়েন্টমেন্ট) এর নাম বলে দিব। আপনি এই ক্রিমটি ব্যবহার করলে দুই দিনের মধ্যেই আপনার মুখের এলার্জি একটু কুমে যাবে। 

  • Alernex 120 mg
  • Glenfine 120 mg
  • Fexo 120 mg
  • Bet CL (ointment)

ত্বকের এলার্জির ঔষধ

আপনার যদি তোকে এলার্জি হয় আপনি আমাদের দেওয়াই ওষুধগুলো খেলে আপনার ত্বকের এলার্জি ভালো হয়ে যাবে। অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি খেতে হবে। আমরা আপনাকে চকের এলার্জির ভালো হওয়ার কয়েকটি ওষুধের নাম জানিয়ে দিয়েছি। এ ওষুধগুলো দেখে একটি ওষুধ কিনলে আপনার তকের এলার্জি ভালো হয়ে যাবে। 

  • Ontin
  • Loratin
  • Fenadin

র*ক্তে এলার্জির ঔষধ

র*ক্তে এলার্জি টা অনেক মারাত্মক। আপনার যদি র*ক্ত এলার্জি হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই র*ক্ত পরীক্ষা করে তারপর ডাক্তারের পরামর্শ অনুযায়ী র*ক্ত এলার্জির ওষুধ খেলে সবচেয়ে দ্রুত কার্যকারিতা হবে। র*ক্ত এলার্জি হলে আপনাকে অবশ্যই কিছু বেশি দামের ওষুধ খেতে হবে। ৮ টাকা থেকে শুরু করে তার ওপরের এলার্জির ওষুধ কিনবেন। তাহলে খুব দ্রুত র*ক্ত এলার্জির রোগ সেরে যাবে।

  • Axodin
  • Dinafex 120 mg
  • Fenadin 180 mg
  • Dyzin

এলার্জির সবচেয়ে ভালো ঔষধ

এলার্জির জন্য কয়েকটি সবচেয়ে ভালো ওষুধ রয়েছে। সেগুলো নিয়ম মনে সেবন করলে আপনার এলার্জি রোগ ভালো হয়ে যাবে। আপনি আমাদের দেওয়া এ কয়েকটি ওষুধ খেলেই আপনার যেকোন এলার্জি রোগ ভালো হবে। আপনি আমাদের দেওয়া এই ওষুধগুলো নিরাপদ ভেবে সেবেন করতে পারবেন। আপনার অন্য কোন সমস্যা হবে না। 

  • Alatrol
  • Desloratadine
  • Bilastine
  • Fexofenadin

বাচ্চাদের এলার্জি ঔষধ এর নাম

অনেক ছোট বাচ্চাদের এলার্জি রোগ হয়। অনেক বাবা মা তাদের সন্তান এর এলার্জি রোগ নিয়ে চিন্তিত থাকে। বাচ্চাদের এলার্জির ওষুধ খাওয়াতে চাইলে সবচেয়ে ভালো ওষুধ খাওয়াতে হবে। বাচ্চাদের জন্য ভালো কয়েকটি সিরাপ এর নাম জানাবো। এই সিরাপ গুলো খাওয়ালে আপনার বাচ্চা এলার্জি রোগ ভালো হয়ে যাবে। আপনি সিরাপ গুলো ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াবেন। 

  • কিটোটিফেন (সিরাপ) 
  • অ্যালার্জিন এল এক্স (সিরাপ)
  • মেট্রিজিন (সিরাপ)

চুলকানির ট্যাবলেট সমূহের নাম

এই চুলকানির ঔষধ আপনি ডাক্তারদের থেকে বিভিন্ন রকমের পেয়ে যাবেন।  অর্থাৎ চুলকানির আবার বিভিন্ন প্রকার বের হয়ে থাকে। শরীরের বিভিন্ন অংশে চুলকানির জন্য বিভিন্ন রকম ট্যাবলেট এবং ওষুধ ডাক্তাররা উপদেশ দিয়ে থাকেন। যেমন পুরো শরীরের এলার্জির জন্য ডাক্তাররা নিম্নের ট্যাবলেট গুলো পরিবেশন করে থাকেনঃ

  • Alatrol
  • Antioxidant
  • Telfast
  • Nasacort
  • Deslor
  • Allegra Allergy
  • Leest Plus
  • ZYRTEC
  • ELC-M
  • Rupadin
  • Fexo 120
  • Diphenhydramine
  • Cetrizine
  • Moxilase- DX
  • Claritin Reditabs
  • Fexofenadine
  • Vitamin A & Zinc
  • Schwabe Allium sativum MT
  • SBL Asterias rubens Dilution
  • ADEL 73 Mucan Drop
  • Dilosyn
  • Desloratadine
  • Loratadine

উপরে যে ট্যাবলেট গুলোর নাম উল্লেখ করা হয়েছে। সেই প্রত্যেক ট্যাবলেট গুলো অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। 

নাকের এলার্জি ঔষধ এর নাম

অতঃপর যারা নাকের এলার্জিজনিত সমস্যায় ভুগছেন তাদের জন্য অনেক ওষুধ রয়েছে।  যেগুলো পরিমান মত সেবন করলে আপনার নাকের এনার্জি নিমিষেই দূর হয়ে যাবে। যেমন নাকের অ্যালার্জি ওষুধের নাম

  • এলাট্রল
  • লোরাটিন
  • সিটিজেন

উপরের ওষুধ গুলোর নাম সম্পর্কে আমরা অনেকে পরিচিত। উপরের ওষুধগুলো সেবনে আপনার নাকের সমস্যা সহ আরো বিভিন্ন রোগের সমস্যা সমাধান করে থাকে। তবে বিশেষ করে যাদের একান্তই নাকের এলার্জি রয়েছে তারা উপরের ঔষধ গুলো ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে পারেন। যেমন এলাট্রল ঠান্ডা সহ নাকের সমস্যা দূর করে। এবং এই ট্যাবলেট অনেক বেশি পরিচিত সবার কাছে।  সকল ডাক্তার রোগীদেরকে এই ওষুধ বেশি পরিমাণে ডোজ হিসেবে দিয়ে থাকে।

এছাড়াও আরেকটি ট্যাবলেট রয়েছে যে ট্যাবলেটের গলা ব্যথা ও নাকের সমস্যা সহ বিভিন্ন রোগ নিরাময় করে থাকে। তবে এই ওষুধের বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তাই এই ঔষধ সেবনের ডাক্তারদের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। তবে ট্যাবলেটটি অনেক বেশি কার্যকর যাদের সমস্যা রয়েছে। অতএব এই ট্যাবলেটের নাম হচ্ছে ন্যাসিভিওন এলার্জি‌ ১২০ এম জি ট্যাবলেট।

এলার্জি ঔষধের দাম কত

এই এলার্জি ওষুধের বা ট্যাবলেট এর দাম সর্বনিম্ন ৩ টাকা হয়। আর সর্বোচ্চ প্রায় ১২ থেকে ১৩ টাকা। Alatrol এই ট্যাবলেটের দাম ৩ টাকা। বা তার ও একটু বেশি হতে পারে।

এলার্জি নির্ণয়

আপনাদের একটি নির্দেশনা জানিয়ে দেই। যে এলার্জির সমস্যা বেশি পরিমাণ হয়ে থাকে। তাহলে অবশ্যই আপনার শরীরকে পুরো রকম পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তীতে ওষুধ সেবন করুন।  আর এটি একটি উত্তম পদ্ধতি এলার্জি সম্পূর্ণ নিরাময়ের। এখন প্রশ্ন হচ্ছে  কিভাবে এলার্জি নির্ণয় করবেন? এই এলার্জি নির্ণয়ের প্রথম এবং সহজ পদ্ধতি হচ্ছে র*ক্ত পরীক্ষা করা।

র*ক্ত পরীক্ষার মাধ্যমে খুব সহজে নির্ণয় করা যায়। কতটুকু পরিমাণ আপনার শরীরে অ্যালার্জির বিস্তার করছে সেটিও এর র*ক্ত পরীক্ষার মাধ্যমে জানতে পারবেন। এছাড়াও অনন্য পদ্ধতি রেখেছি গুলো ব্যবহার করে নির্ণয় করা যায়। তবে এর মধ্যে র*ক্ত পরীক্ষা অনেক সহজ হওয়ায় এখানে আপনাদের জন্য উপস্থাপন করা হয়েছে।

এলার্জি ঔষধ কিভাবে খাবেন

খুব সহজে একটি প্রশ্ন এলার্জি ওষুধ কিভাবে খাবেন। আপনার নিকটস্থ ফার্মেসির দোকানে গিয়ে আপনার শরীরের এলার্জির পরিমাণ বিস্তারিত বলুন এবং পরীক্ষা করুন। অতঃপর ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরিমাণ মতো নিয়মিত ওষুধ সেবন করুন। তবে উপরে যে ঔষধ গুলোর নাম উল্লেখ করা হয়েছে সে প্রত্যেক ওষুধগুলো সেবনে আপনি অবশ্য ডাক্তারের পরামর্শ নিবেন।

তবে এই এলার্জির জনিত ঔষধ সেবনের কিছু নির্দেশিকার মধ্যে,খাওয়ার সময় ফলের রস পান করা এড়ানো এবং অ্যান্টিঅক্সিডেন্টগুলি এড়ানো থেকে বিরত থাকুন। আপনি একটি ডোজ মিস করলে ঔষধ অপরিমিত মাত্রা করবেন না। সর্বোপরি ডাক্তারের পরামর্শ নিন।

এলার্জি কেন হয়

আমাদের  প্রত্যেকের শরীর একটি রোগ প্রতিরোধ ব্যবস্থা নিয়ে তৈরি।  যাদের রোগ প্রতিরোধ  ক্ষমতা অনেক দুর্বল হয়ে যায়। তারা নানাবিধ রোগের সম্মুখীন হয়ে থাকেন। তবে এলার্জি হওয়ার অন্যতম একটি কারণ রয়েছে। কারণটি হচ্ছে আমাদের শরীরের একটি রোগ প্রতিরোধ ব্যবস্থা ইমিউন সিস্টেম হয়েছে। যেটা দুর্বল হলে এই এনার্জি সমস্যা দেখা দেয় অনেকের শরীরে। 

আমাদের শরীর সব সময়ই ক্ষতিকর বস্তুকে (পরজীবী, ছত্রাক, ভাই*রাস, এবং ব্যাকটেরিয়া) প্রতিরোধের মাধ্যমে রোগ প্রতিরোধের চেষ্টা করে। তবে উপরোক্ত কিছু ওষুধ এবং ট্যাবলেট এর নাম উল্লেখ করেছি। যেগুলো সেবন করলে এর ব্যবস্থা কিছুটা নিয়ন্ত্রণে আনা যায় এবং এলার্জিকে কমিয়ে রাখা যায়। অতএব নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী এলার্জি জনিত ওষুধ সেবন করুন।

এলার্জি ওষুধ বেশি খেলে কি হয়

প্রত্যেক ট্যাবলেট এবং প্রত্যেক ঔষধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আমাদের জেনে রাখা অনেক গুরুত্বপূর্ণ। অনেকে রয়েছেন একনাগারে অনেকগুলো ঔষধ সেবন করে ফেলেন। এতে রোগ নিরাময়ের বিপরীতে শরীরে নানা উপসর্গ দেখা দেয়।  পরে রোগীর জন্য বিশাল হুমকিস্বরূপ হয়ে পড়ে। তবে অ্যালার্জির ঔষধ গুলো বেশি পরিমাণে সেবন করলে যে সমস্যাগুলো হয় তা নিম্নে উল্লেখ করা হলোঃ

  • মাথাব্যথা
  • মাথা ঘোরা বা হালকা মাথাব্যথা
  • ঝাপসা দৃষ্টি
  • প্রস্রাব করতে অসুবিধা হওয়া
  • তন্দ্রা বা অবসাদ
  • শুকনো মুখ বা নাক
  • ঝাপসা দৃষ্টি
  • বমি বমি ভাব বা বমি হওয়া
  • হৃদস্পন্দন বা র*ক্তচাপ বেড়ে যাওয়া
  • আন্দোলন বা বিভ্রান্তি

তবে অনেক সময় গুরুতর ক্ষেত্রে,কিছু অ্যালার্জির ওষুধের অতিরিক্ত মাত্রা গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে। যেমন খিঁচুনি, হ্যালুসিনেশন বা শ্বাস নিতে অসুবিধা। তাই সবসময় এই এলার্জির ওষুধ সেবনে সতর্কতা অবলম্বন করতে হবে। সর্বোপরি ডাক্তারের পরামর্শ নিতে হবে।

প্রাকৃতিকভাবে এলার্জি সারানোর  কিছু ঔষধ

আমাদের শরীরে এমন কিছু রোগ রয়েছে যেটা ওষুধ সেবন করলেও সারানো অসম্ভব হয়ে পড়ে। তবে প্রত্যেকের শরীরে  রোগের পার্থক্য ভিন্ন রকম হয়ে থাকে। যেমন কারো কারো রোগ প্রাকৃতভাবে ঠিকানা সম্ভব হয় বা নিয়ন্ত্রণে রাখা যায়।  আবার কারো এলার্জি ঔষধ সেবনে  নিরাময় হয়ে যায়। তবে এই ডাক্তারি পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করলে অনেকের শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই ঔষধ খেতে দ্বিধাবোধ করেন।  সিদ্ধান্ত নেন প্রাকৃতিকভাবে এলার্জিকে সারানোর জন্য। তাই যারা প্রাকৃতিকভাবে নিজের এলার্জি কে  নিরাময় করতে চাচ্ছেন তারা এখানে কিছু ঔষধ এবং নিয়ম জেনে নিন।

যেভাবে  প্রাকৃতিক ভাবে  এলার্জি সারাবেন তা হচ্ছেঃ

ঠান্ডা পানি দিয়ে গোসল করলে ত্বকের চুলকানি  অনেক কমানো সম্ভব হয়। আবার অলিভ অয়েল তেল ব্যবহার করলেও এই এলার্জি দূর করা যায়। এছাড়াও পরিমিত বেকিং সোডা ব্যবহার করলেও এলার্জি দূর করা সম্ভব হয়। এরপর আরও একটি ওষুধ আছে অ্যালোভেরা। যার মাধ্যমে এলার্জি দূর করানো সম্ভব হয়। আবার জানাই গিয়েছে যে নারকেল তেলের মাধ্যমেও এলার্জি দূর করার সম্ভব হয়। সব থেকে কার্যকরী তুলসী পাতা এবং নিমপাতা।  আর ঘরোয়া উপায়ে এই নিম পাতা ও তুলসী পাতা অনেক বেশি কার্যকর।

যে খাবারে এলার্জি হয়

প্রথমত আপনাকে এলার্জির সারানোর জন্য খাদ্যা বাস পরিবর্তন করতে হবে।  আপনার নিয়মিত খাদ্যের তালিকায় অনেক খাবার বাদ দিতে হবে। বিশেষ করে যে খাবার খেলে এলার্জি সমস্যা বেশি হয় সেগুলো অবশ্যই হাতের তালিকা থেকে  সরিয়ে রাখতে হবে। যেমন গরুর দুধ, চিনাবাদাম, ডিম, শেলফিশ, মাছ, গাছ বাদাম, সয়া, গম, চাল এবং ফল এর দ্বারা খাদ্যে এলার্জি হতে পারে।

শেষ কথা

যারা দীর্ঘদিন যাবত এলার্জির সমস্যায় ভুগছেন তারা আমাদের এই পোস্ট থেকে অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ এলার্জি ঔষধ এর নাম জেনে নিন। ইতিমধ্যে আমরা আজকের আর্টিকেলে উপরে অনেকগুলো এলার্জির ওষুধের নাম উল্লেখ করেছি। আর বিশেষ করে যাদের চুলকানিতে সমস্যা তারা আমাদের এই পোস্ট থেকে এই চুলকানি সমস্যা দূর করার জন্য অনেক ট্যাবলেট এবং ওষুধের নাম জানতে পারবেন। আপনার আশেপাশের যাদের এরকম সমস্যা অনবরত তাদেরকে এই পোস্ট শেয়ার করে জানিয়ে দিন। ধন্যবাদ