পুরুষের মেছতা দূর করার ক্রিম এর নাম

যাদের নাকের দুই পাশে কালো হয়ে গিয়েছে,অর্থাৎ আপনি যদি মেছতার শিকার হয়ে থাকেন তাহলে এখান থেকে মেছতা দূর করার ক্রিমের নাম গুলো জেনে নিন। বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা এই মেছতার শিকার হয়ে থাকেন। তবে কিছু ক্ষেত্রে পুরুষরাও এই মেছতার শিকার হয়ে থাকে। যদি কেউ সূর্যের আলো ত্বকে শোষণ করতে না পারে তাহলেই তার মেছতা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বিভিন্ন কারণে মেছতা হয়ে থাকে। অতঃপর পুরুষের মেছতা দূর করার ক্রিম ‍এর নাম সম্পর্কে বিস্তারিত এই পোস্ট থেকে জানুন।

মেছতা সাধারণত কয়েক রকমের হতে পারে। এরমধ্যে উল্লেখ্য জন্মনিয়ন্ত্রণ পিল, সন্তান প্রসবের পর ও সূর্যের আলোর প্রভাবে। অতঃপর আপনি যদি মেছতা রোগে ভুগে থাকেন তাহলে অবশ্যই এই পোস্ট থেকে মেছতা দূর করার ক্রিম সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিবেন। আশা করা যায় এই পোস্ট আপনার জন্য অনেক বেশি উপকারী হতে পারে। অতঃপর জেনে রাখু*ন পুরুষের মেছতা দূর করার ক্রিম এর নাম সম্পর্কে।

পুরুষের মেছতা দূর করার ক্রিম

একজন মানুষের শরীরে মেছতা সাধারণত দুই রকমের হতে পারে। একটি হচ্ছে, ইপিডারমাল হাইপার প্রিভেন্ডেশন সুপারফেসিয়াল এবং অন্যটি ডারমাল হাইপার প্রিভেন্ডেশন। আর এই মেছতা মূলত এক ধরনের আবরণ বা রঙ যা ত্বকের ওপরে পরে। এটা একজন পুরুষের উপর সূর্যের আলোর প্রভাবে লালচে বাদামি রং ধারণ করে। আর এই লালচে বাদামী অথবা গাড়ো রং ধারণ করা কেই প্লাজমা বা মেছতা বলে।

এটা একজন মানুষের মুখে বির*ক্তিকর কারণ হিসেবে উল্লেখ থাকে। একজন মানুষের সৌন্দর্য খুব সহজেই এটি নষ্ট করে দেয়। আপনার চেহারা অনেক সৌন্দর্যপূর্ণ, অথচ আপনার মুখে রয়েছে একটি মেছতা। অতঃপর এই মেছতার জন্য আপনার মুখের সৌন্দর্যতা অনেকাংশ নষ্ট হয়ে যাবে। তবে পুরুষের ক্ষেত্রে এ মেছতা খুবই কম লক্ষণীয় হয়। তবে যে পুরুষদের মুখে মেছতা রয়েছে তারা এই পোস্ট থেকে পুরুষের মেছতা দূর করার ক্রিম এর নাম সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

চিরতরে মেছতা দূর করার ক্রিম

প্রত্যেক মানুষের ত্বকে মেলানিন নামক রঞ্জক থাকে, অর্থাৎ যখন সূর্যের আলো মুখের তাকে এসে পড়ে তখন এতে প্রভাবিত হয়। পরে এটি কার্যক্ষমতা বৃদ্ধি করে দেয়, পরবর্তীতে পর লালচে এবং বাদামী রং ধারণ করে। আর একে প্লাজমা বা মেছতা বলে।

অতঃপর যাদের মেছতার সমস্যা রয়েছে তারা অবশ্যই চিরতরে এই মেছতা দূর করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকেন। তবে বিভিন্ন ঔষধ বা ক্রিমের মধ্যে কার্যকর, এবং নিরাপদ একমাত্র ক্রিম হচ্ছে স্কিন ক্লিনিক (MELANYC Cream) মেলানিক ক্রিম। এছাড়া বিভিন্ন ক্রিম রয়েছে। অথবা সম্পূর্ণ পোস্ট শেষ পর্যন্ত দেখু*ন।

মেছতা কেন হয়?

একজন ব্যক্তির মুখে মেছতা হতে পারে। বিশেষ করে একজন পুরুষকে প্রায় সময় বাইরে বের হতে হয়, প্রতিনিয়ত সূর্যের আলোর সাথে যু*দ্ধ করতে হয়। এছাড়াও আরো উল্লেখযোগ্য বিভিন্ন সমস্যার কারণে মেছতা হয়ে থাকে। অতঃপর নিচে কয়েকটি তালিকা আকারে আপনাদেরকে মেছতা কেন হয় তা উল্লেখ করছি। অতঃপর বিস্তারিত দেখে নিন।

  • তীব্র সূর্যের আলো মুখে লাগলে হতে পারে।
  • চুলার আগুন এর তাপের কারণেও হয়ে থাকে।
  • গর্ভাবস্থায়।
  • জন্মনিয়ন্ত্রণ পিল খাওয়ার কারণে।
  • থাইরয়েডের সমস্যায়।
  • বিভিন্ন প্রসাধনী বা কসমেটিকস ব্যবহারের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে।
  • মেয়েদের হরমোন সমস্যার কারণে।

মেছতা হওয়ার সম্ভাব্য কারণগুলো হলো

বিভিন্ন প্রসাধনী এবং চলাচলের অনিমে এবং অসতর্কতা থাকার কারণে মিথ্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। শরীরের হরমোনের পরিবর্তন, সরাসরি সূর্যের আলো এসে মুখে লাগা ইত্যাদি কারণে মেছতা হওয়ার কারণ রয়েছে। অতঃপর আরো একটু বিস্তারিতভাবে জেনে নিন মেছতা হওয়ার সম্ভাব্য কারণগুলো সম্পর্কে।

  • প্রচণ্ড রোদে বাইরে বের হলে সূর্যের অতিবেগুনি রশ্মির কারণে এই সমস্যা হতে পারে।

  • সাধারণত অনেকের গর্ভধারণকালে এই মেছতা লক্ষণীয় হয়।
  • অনেক ক্ষেত্রে হরমোনের সমস্যায় এই মেছতা হওয়ার সম্ভাবনা রয়েছে।
  • বিভিন্ন কসমেটিক এবং প্রসাধনী ব্যবহারের কারণে মেছতা হয়ে থাকে।
  • এছাড়া বংশগতির প্রভাবে মেছতা হওয়ার সম্ভাবনা রয়েছে।
  • যকৃতের জটিলতার কারণেও মেছতা হওয়ার সম্ভাবনা রয়েছে।

পুরুষের মেছতা দূর করার ক্রিমের নাম কি

মেছতা বা মেলাসমা একধরনের চর্মরোগ। এই মেছতা হলে লালচে, বাদামী এবং কালো ছোপ দেখায় মুখের বা শরীরে বিভিন্ন অংশে। মূলত এই সমস্যা হওয়ার প্রদান কারণ হচ্ছে রঞ্জক পদার্থ মেলানিনের পরিমাণ নামক রঞ্জক পদার্থ বৃদ্ধি পাওয়া। এছাড়া অনেক ক্ষেত্রে রোগীর মানসিক চাপের ধরুন এই মেছতা হওয়ার সম্ভাবনা থাকে। আজকের আলোচনায় এই মেছতা দূর করার কয়েকটি ক্রিমের নাম উল্লেখ করেছি। আশা করা যায় এই ক্রিমগুলো আপনার মেছতা দূর করতে অনেকটা সহায়তা করবে। অতঃপর একটি নীচে প্রবেশ করে বিস্তারিত তথ্য জানুন।

  • vitashine ক্রীমটি ছেলেদের মেছতার দূর করার জন্য অনেক ভাল।
  • মেলাট্রিন ক্রিম
  • White Sunblock Cream
  • Berberis Cream

পুরুষের মেছতা দূর করার ক্রিমের দাম কত

অতঃপর যারা পুরুষের জন্য মেছতা দূর করার ক্রিম অনুসন্ধান করছেন, তারা এখান থেকে এই ক্রিমের দাম গুলো জেনে নিন। আলাদা আলাদা উল্লেখ করতে না পারলেও একটি ধারনা দেওয়ার চেষ্টা করেছে এখানে। অর্থাৎ আপনি সর্বনিম্ন ১৫ টাকায় এটি ক্রিম বা ওষুধ কিনতে পারবেন। এবং ২০০ থেকে ২৫০ টাকা দিয়েও একটি ক্রিম কিনতে পারবেন এই মুখের মেছতার দূর করার জন্য। এবং কিছু ক্রিম রয়েছে এর দাম সর্বোচ্চ প্রায় ২ হাজার থেকে ৪ হাজার টাকা পর্যন্ত।

মেয়ে বা ছেলেদের মুখের মেছতা দূর করার ক্রিম

ছেলে এবং মেয়ে উভয়ের মেছতা প্রতিরোধে সানব্লক বা সানস্ক্রিন ব্যবহার করা অনেকটা কার্যকর। কিন্তু এই ব্যবহার খুব কম লক্ষণীয় হয়। যে কোন ছেলে বা মেয়ে এই মেছতা কে দূর করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকে। এবং কি নামিদামি ব্রান্ডের ওষুধ বা ক্রিম গ্রহণের ধারা এই মেছতা কে দূর করার চেষ্টা করে থাকেন। অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন প্রসাধনী বা এলোমেলো ক্রিম ব্যবহার করার কারণে মুখে আরো মারাত্মক ক্ষতি করে ফেলেছে। তো এই সমস্যা যেকোনো রোগীর দ্রুত নিরাময় করা উচিত। অতঃপর নিচে কয়েকটি ক্রিমের নাম উল্লেখ করেছি।

  • মেলাট্রিন ক্রিম
  • Berberis Cream
  • White Sunblock Cream
  • ট্রাইমেলা ক্রিম

মেয়েদের মুখের মেছতা দূর করার ক্রিম

এই রোগ নারীদের সবথেকে বেশি হয়, মুখের বিভিন্ন জায়গায় এই মেছতা লক্ষণীয় হয়। যেমন মুখ, থুতনি, কপালে ও গালে হালকা বাদামি, কালো বা লালচে ছোপ দেখা যায়। 40 বছরের উর্ধ্বে প্রায় নারীদের এই রোগ বেশি হয়ে থাকে। আর যে কোন নারীর জন্য এই মেছতা অনেকটা বির*ক্তিকর। চেহারার উজ্জ্বলতা এবং সৌন্দর্যতা সম্পূর্ণ এই মেছতা নষ্ট করে দেয়।

তবে আপনি চাইলে পূর্বের মতো আপনার চেহারার উজ্জ্বলতা ফিরে পেতে পারবেন। অতঃপর আজকের এই পোস্টে ছেলেদের পাশাপাশি মেয়েদের মেছতা দূর করার ক্রিমের নাম উল্লেখ করেছি। অতঃপর  ক্রিম গুলোর নাম দেখে নিন, এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন।

  • Betavet-N
  • মেলাট্রিন ক্রিম
  • White Sunblock Cream
  • Berberis Cream
  • P Vita Melasma Cream

ছেলেদের মুখের মেছতা দূর করার ক্রিম

সাধারণত ত্বকের উপরের স্তরে হয়ে থাকে। বিশেষ করে নাকের দুই পাশে কালো ছোপ বা দাগ আকারে লক্ষণীয় হয়। যদি এক পাশে কালো চোখ দেখা দেয় তাহলে এটি মেছতা তা নয়। এবং যদি সেখানে এখানে চুলকানির মত অবস্থা সৃষ্টি হয় তাহলে বুঝতে হবে এটি কোন মেছতা নয়। যদি মেছতা হয় তাহলে নাকের দুই পাশে কালচে এবং লালচে বাদামী রং লক্ষণীয় হবে। ছেলেদের ক্ষেত্রেও মাঝে মাঝে এরকম দৃষ্টান্ত লক্ষণীয় হয়।

যদি মেছতা ত্বকের উপরের স্তরে হয় তাহলে সেটি এপিডার্মাল মেলাজমা। আর যদি ভেতরের স্তরে মিসতে হয় তাহলে এটি ডার্মাল মেলাজমা। আর যদি দুই স্তরে এই মেছতা হয় তাহলে আপনাকে বুঝতে হবে এটি মিক্স মেলাজমা। আর এইসব অবস্থা দেখে একজন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার আপনার মেছতা দূর করার জন্য নির্দিষ্ট ক্রিম ব্যবহারের পরামর্শ দিয়ে থাকবেন।

আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করে এই ক্রিমগুলো ব্যবহার করবেন। অন্যথায় কোনভাবেই এই ক্রিম মুখে ব্যবহার করবেন না। এতে আপনার মুখের আরো মারাত্মক ক্ষতি হতে পারে। প্রত্যেক ছেলের উচিত সানস্ক্রিন ব্যবহার করা। যেহেতু তারা সবসময়ই বাহিরে থাকে এবং রোদের আলো তাদেরকে শোষণ করতে হয়। অতঃপর ছেলেদের জন্য বিভিন্ন ক্রিম নাম উল্লেখ করেছি যেটা আপনার অনেক উপকারে আসতে পারে।

  • রেটিন-এ অথবা বোটানিকা ছেলেদের মুখের মেছতা দুর করে।
  • MELANYC
  • MELA CARE
  • MELASMA CREAM
  • MELATRIN CREAM
  • BETNOVET CREAM
  • BERBERIS CREAM

মেছতার জন্য কোন ক্রিম ভালো?

বাংলাদেশে আপনি বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের মেছতার জন্য ক্রিম পেয়ে যাবেন। ডাক্তাররাও একজন রোগীকে ভালো মানের ক্রিম প্রদান করে থাকেন। কম দাম থেকে শুরু করে আপনি অনেক বেশি দামে ক্রিম পর্যন্ত কিনতে পারবেন। তবে আপনি যে ক্রিম ব্যবহার করুন না কেন। আপনার শরীর এবং মুখের মেছতার উপর নির্ভর করছে কোন ক্রিম ব্যবহার করা উচিত। তবে অনেকের একটি প্রশ্ন মেছতার জন্য কোন ক্রিম ভালো হবে। এজন্য নিচে একটি ক্রিমের নাম উল্লেখ করেছি। অতঃপর সেই ক্রিমটির নাম দেখে নিন।

  • Melatrin Cream
  • vitashine ক্রীমটি ছেলেদের মেছতার দূর করার জন্য অনেক ভাল।
  • MelaCare

মুখে মেছতা হলে করণীয়

আপনার মুখে যদি মারাত্মক মেছতা লক্ষ্য নিয়ে হয় তারা বিভিন্ন কার্য বা করণীয় রয়েছে আপনার জন্য। যেটা আপনাকে অবশ্যই মানতে হবে। এ সকল রোগে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। খুব সহজেই এ রোগ থেকে মুক্তি পেতে পারবেন। এবং আপনার চেহারা কি পূর্বের মতো উজ্জ্বল করে নিতে পারবেন।

এই ক্রিমগুলো ব্যবহার করার পাশাপাশি আপনার মুখে উজ্জ্বলতা ফিরে আনতে সহায়তা করবে। তবে ক্রিম ছাড়াও যে কাজগুলো আপনি মুখের মিথ্যা দূর করার জন্য করতে পারেন তা নিচে উল্লেখ করেছি। আশা করা যায় নিচে দোয়া করনি এগুলো আপনার জন্য অনেক উপকারে আসবে। অতঃপর আপনার মুখে মেছতা হলে নিচের দেওয়া করণীয়গুলো ভালোভাবে লক্ষ্য করুন।

  • প্রথমত অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না, ধৈর্য ধারণ করুন। বিশেষ করে যাদের গর্ভাবস্থায় এই মেস্তা রয়েছে। তারা ধৈর্য ধারণ করুন, পরবর্তীতে এটি এমনিতেই কমে যাবে।
  • আপনি যখন বাসা থেকে বের হবেন, অর্থাৎ রোদে বা বাইরে বের হবেন তখন উচ্চ এসপিএফযুক্ত সানব্লক ব্যবহার করুন। এই সানগ্লাস আপনার রোদের অতিবেগুনি রশ্মি থেকে নিরাপদে রাখবে এবং মেছতা হওয়া থেকে আপনাকে বাঁচাবে। কাল সকাল ১০ টা থেকে ২ টা পর্যন্ত সতর্ক থাকুন। এ সময় সূর্যের আলোর প্রবণতা বেশি থাকে।
  • আপনার হরমোনের সমস্যা আছে কিনা তা চিকিৎসকের সাথে যোগাযোগ করে তা শনাক্ত করুন।
  • এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী হাইড্রোকুইনোন–সমৃদ্ধ ব্লিচিং ও ভিটামিন এ যুক্ত ক্রিম ব্যবহার করুন। কিন্তু এই ওষুধগুলো ৩-৪ মাসের বেশি ব্যবহার করা ঠিক না।
  • মেছতা দূর করতে ব্যবহৃত মেথিমাজোল, এজেলিক অ্যাসিড, স্টেরয়েড ক্রিম ইত্যাদি ডাক্তারের পরামর্শ ব্যবহার করুন।
  • আপনার ডাক্তারের পরামর্শে হাইড্রোকুইননের সঙ্গে ট্রেটিনয়িক অ্যাসিড (শূন্য দশমিক ২৫ শতাংশ), হাইড্রোকর্টিসন যোগ করা হলে চমৎকার ফল পাওয়া যায়। 
  • মুখে যে কোন কসমেটিকস ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকুন।
  • এছাড়া বিভিন্ন ক্রিমের পাশাপাশি আপনি ঘরোয়া উপায় অবলম্বন করতে পারেন। এটি আপনার জন্য নিরাপদ হতে পারে।

শেষ কথা

আশা করছি আপনারা এই পোস্ট থেকে আপনাদের অনুসন্ধান করার তথ্য জানতে পেরেছেন। আজকের আলোচনা থেকে চেষ্টা করেছি পুরুষের মেছতা দূর করার ক্রিম এর নাম উল্লেখ করার জন্য। আশা করছি আপনারা এই পোস্ট দেখু*ন একটা উপকৃত হয়েছেন। যদি পোস্ট থেকে উপকৃত হয়ে থাকেন। তাহলে অবশ্যই আপনার আশেপাশের ব্যক্তিদের কে এই পোস্ট শেয়ার করে জানিয়ে দিবেন। ধন্যবাদ