মুখের কালো দাগ দূর করার উপায় ২০২৩

সুন্দর চেহারা সবারই কাম্য, সবাই চায় তার মুখে যেন কোন দাগ না থাকে। দাগ হীন ত্বক এবং কোমল উজ্জ্বলতার মুখ সবাই পেতে চায়। তবে বর্তমান পৃথিবীতে অস্বাস্থ্যকর অভ্যাসের বিকাশ,ব্যস্ত সময়সূচী এবং সূর্যের অতি রস্মি থেকে কেউ রেহাই পাচ্ছে না। মুখে তৈরি হচ্ছে মেলানিনের ভারসাম্যহীনতার অভাবে মুখের কালো দাগ। আর এই সুন্দর মুখে কালো দাগ আপনার মুখের মলিনতা নষ্ট করে দেয়। মুখের কালো দাগ বহনকারী ব্যক্তির প্রশ্ন মুখের কালো দাগ দূর করার উপায় কি।

এবং কিভাবে মুখের কালো দাগ দূর করব, এক্ষেত্রে পুরুষ এবং নারীর ক্ষেত্রে একই দৃষ্টান্ত।  তবে সব থেকে নারীদের বিভিন্ন কারণে মুখের কালো দাগ উঠে আসে। এমন কি ছেলেদেরও। তবে কোন উপায়গুলো অবলম্বন করলে মুখের কালো দাগ খুব সহজেই দূর করা যায়। এবং কোন প্রক্রিয়া অবলম্বন করলে মুখের কালো দাগ দূর করা যায়। অতঃপর আজকের এই আলোচনা থেকে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন মুখের কালো দাগ দূর করার উপায় গুলো সম্পর্কে।

মুখের কালো দাগ দূর করার উপায়

মুখের ত্বককে উজ্জ্বল করার জন্য আমরা বিভিন্ন ক্রিম বা বিভিন্ন প্রসাধনী ব্যবহার করে থাকি। এতে অনেকের ক্ষেত্রে পার্শ্ব প্রতিকার লক্ষ্যনীয় হওয়ার ফলে বিভিন্ন সমস্যা দেখা দেয় এই নরম উজ্জ্বল ত্বকে। যারা মুখে বিভিন্ন প্রসাধনী বা ওষুধ ব্যবহার করে মুখকে উজ্জ্বল করার চেষ্টার ছলে বিভিন্ন কালো দাগ উঠেছেন, তারাও চাইলে এই পোস্ট থেকে মুখের কালো দাগ দূর করার উপায় জানতে পারবেন।

এমন কি,কোন কারনে একজন ব্যক্তির মুখে বিভিন্ন কালো দাগ বা কালো ছাপ পড়ে তার কারণ জানতে পারবেন বিস্তারিতভাবে। সেই কারণ জানার পরপরই সে মুখের কালো দাগ বা ছাপ দূর করার প্রতিকারগুলো জানতে পারবেন। তাই আপনার চেহারাকে পূর্বের থেকে উজ্জ্বল এবং উন্নত করতে এই পোস্ট একদম শেষ পর্যন্ত দেখু*ন। আশা করা যায় এখান থেকে যে কোন একটি উপায় আপনার মুখের কালো দাগকে দূর করতে সহায়তা করবে।

পুরুষের মুখের কালো দাগ দূর করার উপায়

একজন পুরুষের মুখের কালো দাগ এটা স্বাভাবিক। তবে একজন পুরুষ বিভিন্ন কাজের জন্য তাকে বাহিরে বের হতে হয় এবং তাকে রোদে পুড়ে, সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে আক্রান্ত হতে হয়। তবে একজন পুরুষ চাইলে বিভিন্ন প্রসাধনী বা বিভিন্ন উপায় অবলম্বন করেও তার মুখের কালো দাগ দূর করতে পারবে।

এমন কি পুরুষের ক্ষেত্রে সব থেকে বেশি সূর্যের ক্ষতিকারে প্রশ্ন থেকে তার মুখের চেহারা উজ্জ্বলতা নষ্ট করে ফেলে এবং বিভিন্ন কালো দাগ হরণ করে নেয়। ফলে সরাসরি তাদের মুখে  রোদ পড়ার ফলে ত্বকে  পিগমেন্টেশন হতে পারে। যা এই পিগমেন্টেশন মুখের কালো দাগ তৈরি করে। এক্ষেত্রে লক্ষ্য করা যায়  পুরুষের মুখে ব্রণ এবং চোখের নিচে কালো দাগ পড়ে। সম্পূর্ণ পোস্ট পড়ে মুখের কালো দাগ দূর করার উপায় গুলো বিস্তারিত জেনে নিন। 

মুখের কালো দাগের কারণ

বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন কারণে মুখের কালো দাগ হতে পারে। তবে কি কারনে একজন ব্যক্তির মুখে বিভিন্ন কালো দাগ ব্রণ, এবং চোখের নিচে দাগ পরে তা অনেকের জেনে থাকেন না। তাই সংক্ষেপে কয়েকটি কারণ উল্লেখ করেছি মুখের কালো দাগ হওয়ার। এখানে উল্লেখিত কারণগুলো আপনার মুখের কালো দাগ হওয়ার জন্য দায়ী হতে পারে। তাই গুরুত্ব সহকারে দেখে নিন।

  • প্রথমত বলে নেই বিভিন্ন প্রসাধনী ব্যবহারে ফলে পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে মুখের কালো দাগ এবং ব্রণের তৈরি হয়।
  • অনেক ক্ষেত্রে বয়স হওয়ার কারণে মুখের কালো দাগ বা চোখের নিচে কালো ছাপ পড়ে যায়।
  • এমনকি প্রতিনিয়ত মুখের নরম তোকে ধুলা বালু লেগে থাকার কারণে ত্বকের গুণগতমান নষ্ট হওয়ার পরেই মুখের কালো দাগ তৈরি হয়।
  • অতিরিক্ত সূর্যের সংস্পর্শে থাকা, এবং মুখে সরাসরি রোদ লাগা।
  • কোন প্রকার নিরাপত্তা ছাড়া সরাসরি রোদের সংস্পর্শে আসা।
  • বিভিন্ন প্রকার রোগ বা প্রদাহ এর ক্ষেত্রে। যেমনএকজিমা, সোরিয়াসিস, ত্বকের ক্ষতি এবং ব্রণ হল কয়েকটি শর্ত যা প্রদাহ সৃষ্টি করতে পারে।
  • এমনকি শরীরের হরমোনের পরিবর্তনের কারণে এই মুখের কালো দাগ লক্ষণীয় হয়।
  • বিভিন্ন ধরনের ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কারণে এই মুখের কালো দাগ বা ছাপ পড়ে।
  • ডায়াবেটিস ডায়াবেটিসের কারণে অনেক সময় মুখের কালো দাগ পড়ে।

লেবু দিয়ে মুখের কালো দাগ দূর করার উপায়

আমরা সবাই লেবুকে চিনে থাকি। খাবার হিসেবে বিভিন্ন প্রক্রিয়ায় আমরা এই লেবু গ্রহণ করে থাকি।  তবে অনেকেই আমরা জানি না এই লেবু দিয়ে মুখের কালো দাগ দূর করা সম্ভব হয়। এলিমিতে রয়েছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক এসিড। যা আমাদের ত্বকের কালো দাগ দূর করতে সাহায্য করে। তাহলে এখান থেকে জেনে রাখু*ন কিভাবে এবং কোন প্রক্রিয়া লেবুকে ব্যবহার করলে মুখের কালো দাগ দূর করা সম্ভব হয়। অতঃপর উপায়টি হচ্ছে:

  • লেবুর রস বের করুন এবং একটি প্যাক এর সঙ্গে লেবুর রস ভালোভাবে মিশিয়ে মুখে ব্যবহার করুন। দেখবেন আপনার মুখের কালো দাগ এক নিমিষে উধাও হয়ে যাবে।
  •  তবে লেবুর রস ব্যবহার করার পূর্বে অবশ্যই মুখ ভালোভাবে পরিষ্কার করে নিবেন। পরিষ্কার করার জন্য ফেসওয়াশ মুখ ধৌত করুন এবং তোয়াল দিয়ে হালকা করে মুখ মুছে নিন।
  • যদি তৈলাক্ত ভাব-লক্ষ্য নিয়ে হয় তাহলে সরাসরি পাকা লেবুর রস বের করে মুখে লাগিয়ে নিন।

মুখের কালো দাগ দূর করার উপায় ক্রিম

সবাই সুন্দর এবং উজ্জ্বল মুখের কালো ত্বক পেতে পছন্দ করে। কিন্তু সবাই কি আর এই মুখের উজ্জ্বল  এবং কালো দাগ  মুখের অধিকারী হয়?  মুখে কালো দাগ দূর করতে এবং উজ্জ্বল মুখ পেতে কিছু নিয়ম-নীতির ভিতরে যেতে হয়। পরিমাণ মতো খাবার সঠিক সময় পরিমাণ মতো পানি পান করা সহ খাবার তালিকা সঠিক রাখতে হয়। তবে এ ক্ষেত্রে যারা মুখের কালো দাগ কে দূর করার জন্য ক্রিম ব্যবহার করতে চাচ্ছেন।

তারা এখান থেকে কয়েকটি ক্রিমের নাম জেনে নিন। তবে অবশ্যই একজন ডাক্তারের সাথে যোগাযোগ করে এই ক্রিম গুলো ব্যবহার করবেন। না হলে এর পাশে প্রতিক্রিয়ায় ধরুন আপনার মুখে ঝলসে যেতে পারে অথবা বিভিন্ন কালো দাগ ব্রনের সৃষ্টি হতে পারে। অতঃপর মুখে কালো দাগ দূর করার ক্রিমগুলো হচ্ছে।

  • Betameson N Cream
  • Mankind Acnestar removal gel
  • Clean & Clear Pimple Clearing Face Wash
  • হিমালয় ক্লারিনা অ্যান্টি-অ্যাকনি ক্রিম
  • ফেয়ার এন্ড লাভলী অ্যান্টি মার্কস ফেয়ারনেস ক্রিম
  • নোমার্কস ক্রিম
  • Glowpink Dark Spot Corrector Cream
  • Eeza Anti Blemish Face Cream

ডার্ক স্পট দূর করার উপায়

আপনার মুখের ডার্ক স্পট দূর করার কয়েকটি উপায় আমি বলতে পারি। এই উপায়গুল এর মধ্যে হচ্ছে একটি তা হচ্ছে: আপনি ক্রিম ব্যবহার করতে পারেন। নতুবা আপনি চাইলে ঘরোয়া উপায় গুলো অবলম্বন করতে পারেন। তবে আজকের আলোচনায় মুখের কালো দাগ বা ডার্ক স্পট দূর করার উপায় এর মধ্যে ক্রিমের নাম উল্লেখ করেছি।

সাথে প্রাকৃতিক কিছু উপাদান দিয়ে কিভাবে মুখের কালো দাগ দূর করা যায় সে বিষয়েও উল্লেখ করেছি। আপনি চাইলে দুটোই আপনার ইচ্ছে মত ব্যবহার করতে পারেন। তবে ক্রিমের ক্ষেত্রে নির্দেশন  এই যে আপনি অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করে মুখের অবস্থা তাদেরকে দেখিয়ে ক্রিমগুলো ব্যবহার করুন।

অ্যালোভেরা দিয়ে মুখের কালো দাগ দূর করার উপায়

প্রাকৃতিকভাবে মুখের কালো দাগ দূর করার উপায় মধ্যে এলোভেরা অত্যন্ত উপকারী একটি উপাদান। ঘৃতকুমারী বা অ্যালোভেরা জেল ক্ষত নিরাময় থেকে ময়শ্চারাইজিং সমস্ত কিছুতে দারুণ উপকারী। আপনি খুব সহজেই এলোভেরা মুখে ব্যবহার করে কালো দাগ দূর করতে পারবেন। তবে জন্য আপনাকে কিছু নিয়ে মেনে এই অ্যালোভেরা কে ব্যবহার করতে হবে। নিচে সেই অ্যালোভেরা নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করা যাক।

  • লক্ষ্য করে দেখতে পারবেন এলোভেরা বিভিন্ন জেল পাওয়া যায় বিভিন্ন ফার্মেসির দোকানে। আপনি এই জেল কে ব্যবহার করতে পারেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী।
  • এলোভেরা ভিটামিন সি সমৃদ্ধ। যা মুখের কালো দাগ দূর করতে সাহায্য করে।
  • অথবা যেখানে আপনাকে কালো দাগ বা ব্রণ বা স্পট রয়েছে সেখানে জেল ব্যবহার করুন এবং কিছুক্ষণ লাগিয়ে রাখু*ন।
  • যদি কারোর এলার্জি থাকে এই অ্যালোভেরা ব্যবহার করার চলে, তাহলে এতে গোলাপজল মিশিয়ে নিন।
  • এই এলোভেরা আপনি সকালে এবং সন্ধ্যায় ৩০-৩৫ মিনিট পর্যন্ত লাগিয়ে রাখতে পারেন।
  • এবং পরবর্তীতে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে পারেন।

টুথপেস্ট দিয়ে মুখের কালো দাগ দূর করার উপায়

জানা যায় সৌন্দর্য প্রেমিকদের মুখ থেকে, টুথপেস্ট ব্যবহার হলে মুখের সৌন্দর্যতা কিছুটা ফিরিয়ে আনার সম্ভব হয়। বিশেষ করে কারো দাগ দূর করতে সহায়তা করে। অর্থাৎ অতিমাত্রায় তাকে ফর্সা এবং উজ্জ্বল করতে টুথপেস্ট অনেক বেশি কার্যকরী। অতঃপর এই টুথপেস্ট ব্যবহার করে মুখে কালো দাগ দূর করার উপায় হচ্ছে।

  • এক চা চামচ লেবুর রস এবং সাথে আধা চা-চামচ টুথপেস্ট ভালোভাবে মিশিয়ে ত্বকে স্ক্রাব করে লাগিয়ে নিন।
  • নতুবা একটি লেবু কেটে তার উপর আধা চা-চামচ টুথপেস্ট দিয়ে মুখে ঘষে ঘষে লাগিয়ে নিন।
  • ৩ থেকে ৫ মিনিট হাত দিয়ে আলতোভাবে ত্বক ম্যাসাজ করুন।
  • ১০ মিনিট পর প্রচুর পরিমাণে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

মুখের কালো দাগ দূর করার উপায় মেয়েদের

পৃথিবীতে সকল মেয়েরা খুব বেশি সাজগোজ করতে করতে পছন্দ করে। মুখের উজ্জ্বলতা প্রকাশ করতে তারা নাজুক। সব সময় চায় তাদের মুখের উজ্জ্বলতা সবসময়ই থাকুক।তবে এই উজ্জ্বলতাকে ধরে রাখতে তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকে।

এ ক্ষেত্রে অনেকের লক্ষ্য করা যায়, যাদের মুখে অর্থাৎ যে মেয়েদের মুখে কালো দাগ রয়েছে। সে কালো তাকে দূর করতে লেজার পদ্ধতি ব্যবহার করছে। মারাত্মক ক্ষতির কারণ হতে পারে তাই থেকে সাবধান। আর আজকের আলোচনায় আমরা বিভিন্ন ক্রিম এবং উপায় উল্লেখ করেছি।

  • তবে মেয়েরা, মুখে লেবুর রস ব্যবহার করতে পারেন।
  • এমন কি কমলার খোসা বেটে মুখে লাগালে আপনার ব্রণের আরাম হবে,আবার ত্বকও ফ্রেস এবং উজ্জ্বল হবে।
  • এছাড়া ঘুমাতে যাওয়ার আগে লেবুর রস ব্যবহার করতে পারেন।
  • ব্রণের দাগ কমাতে পানি ও ভিনেগারের মিশ্রণ গরম করুন তারপর আবার ঠাণ্ডা করুন। আর এই মিশ্রণ দিয়ে মুখে ৫ মিনিট রাখবেন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • এবং সব সময় আপনার মুখ পরিষ্কার রাখু*ন।
  • যে মেয়েদের চোখের নিচে কালো দাগ বা স্পট রয়েছে হ্যাঁ ঘুমানো পূর্বে আলু কেটে চোখে চারপাশে কিছুক্ষণ রাখতে পারেন। এতে ১০ থেকে ১৫ মিনিট রাখতে পারেন। কালো দাগ দূর হয়ে যাবে আশা করা যায়।

আর উপরে লেজার পদ্ধতি থেকে এই ঘরোয়া পদ্ধতি গুলো আপনার জন্য সবথেকে সহজ মাধ্যম হতে পারে। তাই নিচে দেওয়া প্যারা থেকে মেয়েদের মুখের কালো দাগ দূর করার ক্রিম সম্পর্কে জানুন। এবং আরো নিচে প্রবেশ করে বিস্তারিতভাবে ঘরোয়া উপায়ে মুখের কালো দাগ দূর করার উপায় জেনে নিন। 

মেয়েদের মুখের কালো দাগ দূর করার ক্রিম

মুখে ক্রিম যদি ব্যবহার করতে চান, তাহলে তার পূর্বে জেনে নেবেন কি কারনে মূলত এই ক্রিম ব্যবহার করতে চাচ্ছেন। এবং ক্রিম ব্যবহার করবে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এবং ডাক্তারকে আপনার বর্তমান মুখের অবস্থা জানিয়ে দিবেন। অথবা ডাক্তার থেকে একটি নির্দিষ্ট ক্রিম ব্যবহার করুন। তবে সাধারণ ক্ষেত্রে মেয়েদের মুখে কালো দাগ হলে যে ক্রিম গুলো ব্যবহার করে থাকে। সেই ক্রিমগুলোর নাম নিচে উল্লেখ করেছি। অতঃপর আপনাদের প্রয়োজন অনুযায়ী দেখে নিন।

  • Spotclen cream
  • দ্যা রিচফিল অ্যান্টি ব্লেমিস ক্রিম
  • নোমার্কস ক্রিম
  • ফেয়ার এন্ড লাভলী অ্যান্টি মার্কস ফেয়ারনেস ক্রিম
  • হিমালয় ক্লারিনা অ্যান্টি-অ্যাকনি ক্রিম
  • ক্লিন অ্যান্ড ক্লিয়ার পিম্পল ক্লিয়ারিং ফেস ওয়াশ
  • Mamaearth Skin Correct Face Serum
  • AURAVEDIC Dark Spot Pigmentation Removal Face Cream
  • Eeza Anti Blemish Face Cream
  • Blue Nectar Natural Vitamin C Face Cream for Glowing Skin

মুখের কালো দাগ দূর করার উপায় ছেলেদের

আপনার মুখের কালো দাগ হওয়ার পিছনে পিগমেন্টেশন অতিরিক্ত জমা হওয়ার জন্য দায়ী। নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন উপায় আপনি অবলম্বন করতে পারবেন। ছেলেরা যে উপায়গুলো অবলম্বন করবেন তা হচ্ছে:

  • লেবুর রস মুখে ব্যবহার করতে পারেন আপনার সময় অনুযায়ী।
  • এবং সর্বদা সানস্ক্রিন ব্যবহার করুন, এমনকি যখন সূর্য অত্যন্ত শক্তিশালী না হয়।
  • আরও, সানগ্লাস এবং চওড়া কাঁটাযুক্ত টুপি পরার মাধ্যমে ত্বককে রক্ষা করুন।
  • ত্বকের সমস্যাগুলির চিকিত্সা করুন যা প্রদাহ সৃষ্টি করতে পারে, যেমন ব্রণ।
  • আরো একটি উপায় এর মধ্যে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন। যদি খুব বেশি সমস্যা মনে হয়ে থাকে।
  • অনেক ক্ষেত্রে চর্ম রোগের কারণে মুখের কালো ছাপ পড়ে। তাই ছেলে মেয়ে উভয়ই ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ গ্রহণ করুন

মুখের কালো দাগ দূর করার ঘরোয়া উপায়

আপনার মুখের কালো দাগ কে সহজে দূর করার কিছু ঘরোয়া উপায় এখানে উল্লেখ করেছি। হয়তো এই উপায় গুলো আপনাকে অনেক বেশি সাহায্য করবে এবং সহায়তা করবে মুখের কালো দাগ দূর করতে।  তার প্রত্যেকের ক্ষেত্রে এর ঘরোয়া উপায় গুলো কাজে না লাগতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এই ঘরোয়া উপায় গুলো অনেকটা পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া হয়।

তাই ঘরোয়া উপায় অবলম্বন করা অনেকটা নিরাপদ। অতঃপর জেনে রাখু*ন কি ব্যবহার করলে এবং প্রাকৃতিকভাবে কি ব্যবহার করলে আপনার মুখের কালো দাগ ঘরোয়া উপায়ে সারিয়ে তুলতে পারবেন। অতএব তার একটি তালিকা নিচে সংক্ষিপ্ত আকারে উল্লেখ করা হলো।

  • লেবুর রস ব্যবহার করুন।
  • টুথপেস্ট এবং এলোভেরা জেল ব্যবহার করুন।
  • হলুদ গুঁড়ো ব্যবহার করুন।
  • আপেল সিডার ভিনেগার ব্যবহার করুন।
  • চন্দন ব্যবহার করুন।
  • পেপে ব্যবহার করুন।
  • কাঁচা দুধ এবং সাথে হলুদ ব্যবহার করুন।
  • কফি পাউডার এবং মধু ব্যবহার করুন।
  • চন্দন এবং হলুদ একসাথে ব্যবহার করুন।
  • কাঠবাদাম এবং কাঁচা দুধ ব্যবহার করুন।
  • মুলতানি মাটি ও মধু
  • আমন্ডের তেল
  • আলুর রস ব্যবহার করুন।
  • টমেটো কেটে দাগের স্থানে ব্যবহার করুন। 
  • চাল ধুয়ে চালের পানি ব্যবহার করুন।

শেষ কথা

আশা করি আপনারা এই পোস্ট থেকে অনেকটা উপকৃত হয়েছেন। চেষ্টা করছি আপনাদেরকে মুখের কালো দাগ দূর করার উপায় বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া। আশা করছি অনেকগুলো উপায় এখান থেকে জানতে পেরেছেন। অতঃপর কোন একটি উপায় অবলম্বন করুন। এবং আপনার আশেপাশের ব্যক্তিদেরকে এই পোস্ট শেয়ার করে জানিয়ে দিন। ধন্যবাদ