টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির ট্যাবলেট এর নাম কি

টেস্টোস্টেরন, এটি একটি হরমোন যা পুরুষের বিকাশ এবং স্বাস্থ্য ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অনেকে হয়তো এই হরমোন সম্পর্কে পরিচিত আবার অনেকেই হয়তো এই হরমোন সম্পর্কে কিছুই জানেন না। তবে আজকে আপনাদের জানাবো টেস্টোস্টেরন হরমোন কি এবং শরীরে এর প্রয়োজনীয়তা কতটুকু। এছাড়া আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির ট্যাবলেট সমূহ নিয়ে।

অনলাইনে ইতিমধ্যে যারা এ টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির ট্যাবলেট অনুসন্ধান করছেন তারা এই পোস্ট সম্পূর্ণ পড়তে পারেন। এখানে এই টেস্টোস্টেরন হরমোন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়াও এই হরমোন বৃদ্ধির জন্য ও কি কি ওষুধ সেবন করতে হবে তা বিস্তারিত এই পোস্টের দ্বারা উপস্থাপন করা হয়েছে। তাই সম্পূর্ণ পোস্ট মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।

টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির ট্যাবলেট

এই টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির ট্যাবলেট পুরুষের যৌ*ন উপাদান বৃদ্ধির সাথে শরীরের বিভিন্ন অংশের কার্যকারিতা ঠিক রাখতে সহায়তা করে। মোটকথা এই হরমোন শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখন আপনি হয়তো এই হরমোন সম্পর্কে অনেক কিছু জানেন। তবে এই হরমোন বৃদ্ধির জন্য যে ট্যাবলেট গুলো খেতে হয় তা আমরা এখানে বিস্তারিত উল্লেখ করেছি এবং আলোচনা করেছি।

এছাড়াও এই হরমোন বৃদ্ধির জন্য বাংলাদেশে কি কি ট্যাবলেট পাওয়া যায় তা নিয়ে আলোচনা করেছি। যেমন টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির হোমিও ঔষধ,এলোপ্যাথিক ঔষধ ও হারবাল ঔষধ আরো ইত্যাদি। পাশাপাশি এই হরমোন গুলোর দাম নিয়ে আলোচনা করেছি। অতএব সম্পূর্ণ পোস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।

টেস্টোস্টেরন হরমোন এর স্বাভাবিক মাত্রা কত?

ওষুধ সেবনের মাধ্যমে আমরা চাইলে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করতে পারি। কিন্তু এর একটি স্বাভাবিক মাত্রা রয়েছে, অতিরিক্ত মাত্রায় এই হরমোন বৃদ্ধি পেলে উপকারের তুলনায় অপকার হওয়ার সম্ভাবনা বেশি। আপনি কি জানেন টেস্টোস্টেরন হরমোন এর স্বাভাবিক মাত্রা কত? যুক্তরাষ্ট্রের ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’য়ের তথ্য মতে, ‘টেস্টোস্টেরনের স্বাভাবিক মাত্রা হল প্রতি ডেসিলিটারে ৩০০ থেকে ১০০০ ন্যানোগ্রাম।

টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির ট্যাবলেট সমূহের নাম

এই হরমোন প্রধানত পুরুষের শুক্রাশয়ের লিরিক কোষ থেকে উৎপন্ন হয়। এবং টেস্টোস্টেরন প্রজনন অঙ্গ যেমন শুক্রাশয় বর্ধন কালে পাশাপাশি মানুষের শরীরের মাংসপেশি, চুল গজাতে এবং শরীরের লোম বৃদ্ধি করতে সহায়তা করে। তবে এইসব হরমোন বৃদ্ধি করতে অনেকেই কৃত্রিমভাবে ট্যাবলেট  গ্রহণ করে থাকেন। তাই যারা বিভিন্ন দোকান থেকে এ হরমোন বৃদ্ধির জন্য ট্যাবলেট  সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমাদের এই পোস্ট থেকে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির ট্যাবলেট গুলোর নাম জেনে নিন। ট্যাবলেট সমূহের নাম নিম্নে উল্লেখ করা হলোঃ

  • Testo Max
  • Testes Siccati 3x
  • Testogen
  • Prime male
  • Nugenix
  • TestRx
  • Test Works

এ প্রত্যেকটি হরমোন বৃদ্ধির ট্যাবলেট। যা প্রত্যেকটি ট্যাবলেট আপনার শরীরের অনেকাংশে উপকার করে থাকে। শরীরের যৈান ক্ষমতা বৃদ্ধি সহ দুর্বলতা কাটাতে এই ওষুধগুলো অনেক বেশি উপকারী।  এছাড়া বিভিন্ন রোগ থেকে এই ওষুধগুলো প্রতিরোধ করে।

টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির ট্যাবলেট এর দাম কত

শরীরের জন্য এই টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির বিভিন্ন ট্যাবলেট বা বিভিন্ন ঔষধ আপনার নিকটস্থ যে কোন ফার্মেসি থেকে পেয়ে যাবেন। তবে অবশ্যই প্রত্যেকেরই এই ওষুধ বা ট্যাবলেট সম্পর্কে দাম জেনে রাখা উচিত। তবে এগুলো ক্যাপসুল বা ট্যাবলেট আকারে বড় বোতল হিসেবে বেশি পাওয়া যায়।এছাড়াও এই ট্যাবলেটের ক্যাপসুলের কার্যকারিতার ভিন্ন অনুযায়ী দামের অনেক পার্থক্য হয়ে থাকে।

যেমন কিছু ট্যাবলেট পুরো বোতল ৪০০-৫০০ টাকায় পাওয়া যায় সর্বনিম্ন। আর সর্বোচ্চ এই হরমোন বৃদ্ধির ট্যাবলেট গুলোর মুলো ৩০০০ থেকে ৩৫০০ টাকা। আবার কিছু ট্যাবলেট বা পুরো বোতল রয়েছে  যেগুলোর মূল্য ৯-১০ হাজার টাকা। যেমন Testo Maxx এর দাম ৪৪০০ টাকা।  এছাড়াও Testes Siccati 3x, ৪০০-৫০০ টাকায় পাওয়া যায়। আবার এর অবশিষ্ট অনুযায়ী ৮০০ থেকে ১০০০ টাকার মধ্যে বাজারে পাওয়া যায়। 

টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির হোমিও ঔষধ

আপনার শরীরের টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির জন্য হোমিও ওষুধ অনেকটা কার্যকরী। জানা গিয়েছে এদের কোন পার্শ প্রতিক্রিয়া নেই। আপনি নির্দ্বিধায় যে কোন হোমিও ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে হোমিও ঔষধ গুলো সেবন করতে পারেন। ডাক্তারের কাছ থেকে ভালোভাবে পরামর্শ নিয়ে নিয়মিত ওষুধ  গুলো সেবন করলে আপনার শরীরের টেস্টোস্টেরন হরমোনের মাত্রা অনেকাংশে বৃদ্ধি পাবে। যা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক আছে বৃদ্ধি করতে সহায়তা করবে। ওষুধগুলোর নাম নিম্নে উল্লেখ করা হলোঃ

  • Baryta card 200
  • Selenium 200
  • Arg nit 200
  • Acid phos-200

উপরে উল্লেখিত প্রত্যেকটি ওষুধের আলাদা আলাদা কার্যকারিতা রয়েছে। তবে এই ওষুধগুলো  গ্রহণের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিবেন।

টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির এলোপ্যাথিক ঔষধ

সাধারণত পুরুষদের মাঝে টেস্টোস্টেরন বিপাক হার নারীদের তুলনায় ২০ গুণ বেশি। এখন আপনার শরীরে যদি এই হরমোনের মাত্রা কমে যায়। তাহলে কৃত্রিম উপায়ে আপনি বিভিন্ন ঔষধ গ্রহণ করে আপনার হরমোনের মাত্রা বাড়িয়ে তুলতে পারবেন। বিভিন্ন ওষুধের প্রকারভেদের মধ্যে এলোপ্যাথিক ওষুধ গ্রহণ করে আপনি আপনার শরীরের বিভিন্ন রোগ নিরাময়সহ এই টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বৃদ্ধি করতে পারবেন। অতএব টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির এলোপ্যাথিক ঔষধ গুলো নাম নিচে উল্লেখ করা হলোঃ

  • Testes Siccati 3x
  • Testogen
  • Prime male
  • Nugenix
  • TestRx

উপরিউক্ত ওষুধগুলো সেবনের পূর্বে অবশ্যই ভালো ডাক্তারের সাথে পরামর্শ নিবেন।  এতে এই ওষুধগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া থেকে বেঁচে থাকতে পারবেন।

টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির হারবাল ঔষধ

হারবাল ওষুধ অনেক টাকা করি। আপনি খেলেই আপনার শরীরে অনেকটা প্রকার আসবে। তবে এই ওষুধগুলো নিয়মিত সেবন করতে হবে না হলে এই ওষুধের কিছু পার্শ্ব থেকে আপনার শরীরে দেখা দিতে পারে। নিচে কয়েকটি টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির ওষুধ গুলোর নাম উল্লেখ করা হলোঃ

  • Naturyzm testo-6 2100mg
  • Tribulus Terrestris Extract
  • Safed musli
  • Kaunj
  • Panax ginseng 60

এই ওষুধ গুলো খুবই সেনসিটিভ,তাই এসব গ্রহণ করার পূর্বে ভালো ডাক্তারের সাথে যোগাযোগ করুন।  এবং গ্রহণ করার সকল নিয়ম কানুন ভালোভাবে জেনে নিন।

হরমোন বৃদ্ধির ওষুধের নাম সমূহ

যদি কোন পুরুষের পূর্বে এই টেস্টোস্টেরন হরমোন স্বাভাবিকের থেকে খুব থাকে তাহলে সে ব্যক্তি অনেকটা অসুস্থ হয়ে পড়বে এবং প্রতিরোধ ক্ষমতা অনেকটা দুর্বল হয়ে পড়বে। এবং সে প্রায় ক্ষেত্রেই নিজেকে অনেকটা দুর্বল অনুভব করবে। তাই প্রত্যেক ব্যক্তির উচিত যদি এই টেস্টোস্টেরন হরমোন আপনার শরীরে আর একটা কম দেখা দেয় তাহলে অবশ্যই এই হরমোন বৃদ্ধি করা উচিত। তবে এই টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির জন্য অনেকগুলো ওষুধ আপনি বাজারে পেয়ে যাবেন। এর মধ্য থেকে পরিচিত কয়েকটি ওষুধের নাম সমূহ উল্লেখ করা হলোঃ

  • Testosterone Undecanoate 40Mg Capsule
  • Andriol 40Mg Capsule
  • Androfil 40Mg Capsule
  • Nuvir 40Mg Capsule

উপরে উল্লেখিত প্রত্যেকটি ওষুধের শরীরে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির জন্য অনেক কার্যকরী। তাই যেকোনো ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে আপনি উপরে উল্লেখিত ঔষধ গুলি নিয়মিত খেতে পারেন।

পার্শ্ব প্রতিক্রিয়া

টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির জন্য আপনি যে ঔষধ বা ট্যাবলেট গুলো প্রতিনিয়ত গ্রহণ করবেন সেই প্রত্যেক ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আপনার শরীরে দেখা দিতে পারে। যদিও এসবের পাশে প্রতিক্রিয়া খুব কম লক্ষণীয়। তাও যাদের ক্ষেত্রে এসব ওষুধ সেবনের পরে শরীরে অস্বাভাবিক লক্ষ্য দেখা দেয় তাদের অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। যে পার্শ্বপ্রতিক্রিয়া গুলো লক্ষণীয় হয় তা হচ্ছেঃ

  • আপনার শরীরে ব্রণ হতে পারে। 
  • গরম ঝলসানি 
  • সাথে ওজন বৃদ্ধি 
  • প্রস্টে‌ট বেড়ে যাওয়া
  • লাল র*ক্ত ​​কোষ বৃদ্ধি।
  • ইনজেকশনের জায়গায় ব্যথা

শেষ কথা

আশা করছি আপনারা আমাদের এই পোস্ট থেকে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির ট্যাবলেট সম্পর্কে জানতে পেরেছেন এবং এই ট্যাবলেট গুলোর নামও জানতে পেরেছেন। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি আপনাদেরকে এই ট্যাবলেট সমূহ সম্পর্কে জানাতে। এ পোস্ট করে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন। তাহলে আপনার আশেপাশের ব্যক্তিদেরকে এই পোস্ট শেয়ার করে জানিয়ে দিন। ধন্যবাদ