ফানজিডাল ক্রিম কেন ব্যবহার করা হয়

আপনার শরীরে যদি বিভিন্ন ধরনের চুলকানির আবির্ভাব দেখা দেয়। অথবা যোনি এবং স্ত্রীযোনিদ্বার এর চেঁচানো সংক্রমণ হয়ে থাকে। নতুবা দুই পায়ের সংযোগস্থলে চুলকানিরএছাড়া ২ রানের চিপা চুলকানি হয়ে থাকে তাহলে আজকের এই পোস্ট আপনার জন্য। এখানে আজকে আলোচনা করা হয়েছে বিভিন্ন ধরনের চুলকানি দূর করার ক্রিমের নাম সম্পর্কে। অর্থাৎ আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে ফানজিডাল ক্রিম কেন ব্যবহার করা হয়

আপনি যদি ডাক্তারের নিকট বিভিন্ন ধরনের শরীরের চুলকানির জন্য শরণাপন্ন হয়ে থাকেন। তাহলে আপনি ফানজিডাল ক্রিম এর সাথে পরিচিত হতে পারেন। তো এ অবস্থায় যদি আপনার মনে প্রশ্ন জাগে যে ফানজিডাল ক্রিম কেন ব্যবহার করা হয়। অথবা এই ওষুধের দাম কত টাকা, নতুবা এ ওষুধের কি উপকারিতা রয়েছে। এছাড়াও এই ওষুধের কি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে? তাহলে আজকের আলোচনা থেকে এসব প্রশ্নের সকল উত্তর আপনি যাতে পারবেন। অতএব সম্পূর্ণ পোস্ট বিস্তারিত ভালোভাবে পড়ে নিন।

ফানজিডাল ক্রিম কেন ব্যবহার করা হয়

যদি সোজা সাপটা আপনাদেরকে এ প্রশ্নের উত্তর দিতে চাই তাহলে এই ক্রিমটি শরীরের চুলকানি,এলার্জি  জাতীয় রোগ থেকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয়। এই ক্রিমটি অনেক উপকারী। যাদের শরীরের বিভিন্ন ধরনের চুলকানি রয়েছে। তারা চাইলে এই ক্রিম ব্যবহার করতে পারেন। শরীরের চুলকানি জনিত সমস্যার কারণে যারা ডাক্তারের শরণাপন্ন হয়ে থাকেন। প্রায় সকল ডাক্তার রোগীদেরকে এ ফানজিডাল ক্রিম ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। অতএব ফানজিডাল ক্রিম কেন ব্যবহার করা হয় আরো বিস্তারিত জানতে একটু নিচে প্রবেশ করুন।

ফানজিডাল ক্রিম কিসের ঔষধ

এই ফাংজিডাল ক্রিম / Fungidal Cream যোনি এবং স্ত্রীযোনিদ্বার এর চেঁচানো সংক্রমণ এবং অন্যান্য অবস্থার চিকিৎসার জন্য ব্যবহার হয়। এছাড়া এ ফানজিডাল ক্রিম সকল প্রকার এলার্জি যেমন দাদের চুলকানি,কানের বাহিরে চুলকানি প্রদাহ,নাকের কিনিতে ইনফেকশন,এমনকি রানের চুলকানি নিরাময়ে এ ফানজিডাল ক্রিম ব্যবহার করা হয়।

ফানজিডাল ক্রিম এর দাম কত

আপনার নিকটস্থ যে কোন ফার্মেসির দোকান থেকে ফানজিডাল এইচসি এই ক্রিমটি সংগ্রহ করতে পারবেন। এই ফানজিডাল এইচসি ক্রিমের বর্তমান দাম ৫৫ টাকা। তবে কিছু দোকানের এর থেকেও কম রাখতে পারে আপনার কাছ থেকে। 

ফানজিডাল ক্রিম কতদিন ব্যবহার করতে হবে

এ প্রশ্নের উত্তর দিতে গেলে সর্বনিম্ন ২-৪ দিন ব্যবহার করতে পারেন। তবে এর মধ্যে যদি আপনার আক্রান্ত স্থানের নিরাময় না হয় তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এই ক্রিম ব্যবহার করুন। তবে অতিরিক্ত এই ক্রিম ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না। এর পার্শ্ব প্রতিক্রিয়া খুব কম লক্ষণীয় হলেও শরীরের জন্য খুব অসুস্থিকর একটি বিষয়। তাই এই ক্রিম কতদিন ব্যবহার করতে হবে ডাক্তারের কাছ থেকে ভালোভাবে পরামর্শ নিন।

ফানজিডাল এইচসি এর উপকারিতা

এছাড়া বিভিন্ন এলার্জির জনিত সমস্যার কারণে এই ফানজিডাল এইচসি ব্যবহার করা হয়। ফানজিডাল ক্রিম এর একটি অংশ হচ্ছে ফানজিডাল এইচসি। তবে ফানজিডাল এইচসিএর উপকারিতা হচ্ছে  একজিমা,শুষ্ক ভাব থেকে চুলকানি থেকে মুক্তি। অতএব শুকনা এলার্জি থেকে মুক্তি পেতে এই ফানজিডাল এইচসি ব্যবহার করা হয়।

এমনকি ব্রণ জাতীয় চর্মরোগ থেকে মুক্তি পেতে ফানজিডাল এইচসি এর ব্যাপক উপকারিতা লক্ষ্য করা যায়। এছাড়াও পুরুষের গোপনাঙ্গে এবং শরীরে বিভিন্ন জায়গার চুলকানি থেকে বেঁচে থাকতে ফানজিডাল এইচসি এর উপকারিতা অনেক। আরো একটু নিচে প্রবেশ করে ফানজিডাল ক্রিম কেন ব্যবহার করা হয় তা জেনে নিন।

Fangidal ক্রিম ব্যবহার করার নিয়ম

এই Fangidal ক্রিম অথবা ফানজিডাল এইচসি আর দুইটি ব্যবহারের মধ্যে কোন পার্থক্য নেই। আপনি একই নিয়মে এই ক্রিম দুটিকে ব্যবহার করতে পারবেন। আপনার আক্রান্ত স্থানে এই ক্রিমটিকে দিনে ২ বার অথবা ৩ বার ব্যবহার করুন। তবে এই ক্রিমটি সাথে অন্যান্য ওষুধ আপনি মুখে ব্যবহার করতে পারেন। এতে আপনার যে এলার্জি জন্য চুলকানি রয়েছে তা আরো দ্রুত নিরাময় করতে সাহায্য করবে। তবে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে এই ক্রিমটি ব্যবহার করা উচিত।

Fangidal ক্রিমের পার্শ্ব প্রতিক্রিয়া

আর প্রত্যেক ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। যেগুলো অনিয়মিত সেবনের ফলে অথবা ডাক্তারের পরামর্শ না গ্রহণ করেই ঔষধ ব্যবহার করা হয় তাদের শরীরে বিভিন্ন রকমের পার্শ্ব প্রতিক্রিয়ার আবির্ভাব দেখা দেয়। তবে এখানে আপনাদের জানাবো Fangidal ক্রিমের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। ফানজিডাল ক্রিমের পার্শ্ব প্রতিক্রিয়া গুলো নিম্ন উল্লেখ করা হলো: 

  • ত্বক লাল ভাব (Skin Redness):

আপনার ত্বক লাল লাল ভাব দেখা দিতে পারে। যেটি পরবর্তীতে শরীরে অনেক চুলকানির কারণ হতে পারে।

  • ওষুধ প্রয়োগ করার জায়গায় জ্বালা (Application Site Irritation):

অনেকের ক্ষেত্রে নির্দিষ্ট স্থানে জ্বালাপোড়া হতে পারে।  এটি একটি পার্শ্ব প্রতিক্রিয়া। তাই ওষুধ ব্যবহারে পূর্বে ডাক্তারের কাছ থেকে ভালো ভাবে পরামর্শ গ্রহণ করুন। কতটুক পরিমান এবং কতক্ষণ ব্যবহার করবেন তা সম্পূর্ণ জেনে নিন।

  • জ্বালা অনুভূতি (Burning Sensation):

 সাময়িকের জন্য আপনার আক্রান্তস্থানে জ্বালার অনুভূতি সৃষ্টি হতে পারে। এতে ঘাবড়ানোর কিছু নেই। 

সর্বোপরি এই ক্রিম ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন নির্দিষ্ট সময়ে অনুযায়ী। 

শেষ কথা

তো অনেকের মনে প্রশ্ন ছিল ফানজিডাল ক্রিম কেন ব্যবহার করা হয়। তাই এ প্রশ্ন নিয়ে আজকে বিস্তারিত ইতিমধ্যে আলোচনা সম্পন্ন হয়েছে।  এই ক্রিম কেন ব্যবহার করা হয়? এই ক্রিম কিসের ওষুধ।  তা নিয়ে বিস্তারিত ইতিমধ্যে আপনারা হয়তো জানতে পেরেছেন। যদি আমাদের এই পোস্ট সম্পূর্ণ ভালো লেগে থাকে বা আমাদের এই পোস্টটিতে উপকৃত হয়ে থাকেন। তাহলে আপনার আশেপাশের ব্যক্তিদেরকে এই পোস্ট শেয়ার করে জানিয়ে দিবেন। ধন্যবাদ