Biofol 5 এর কাজ কি ও দাম কত

যারা অনলাইনে Biofol 5 এর কাজ কি জানতে চাচ্ছেন তারা আমাদের এই পোস্ট সম্পন্ন পড়লে জানতে পারবেন। খেলা জানতে পারবেন Biofol 5 কিসের ঔষধ এবং কি কাজে মূলত ডাক্তাররা রোগী দেখে প্রদান করে থাকেন। কোন ডাক্তার যদি আপনাকে এই ঔষধ প্রদান করে থাকেন। তাহলে অবশ্যই এই ওষুধ সম্পর্কে জেনে নেওয়া উচিত।

আর এই Biofol 5 মূলত ডাক্তাররা র*ক্তস্বল্পতায় রোগীদেরকে প্রদান করে থাকেন। এছাড়া বিভিন্ন রোগের চিকিৎসায় ডাক্তাররা রোগীদের কে এই ঔষধ প্রদান করে থাকেন। অতএব আজকের পোস্টে Biofol 5 এর কাজ কি সহ খাওয়ার নিয়ম এবং এ ওষুধ সম্পর্কে অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য আজকে আলোচনা করব। তাই এই পোস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত একবার দেখে নিন।

Biofol 5 এর কাজ কি

প্রতিটি ওষুধ আলাদা আলাদাভাবে কাজ করতে সক্ষম। তার বিভিন্ন রোগীদের কে চিহ্নিত করে বিভিন্ন ঔষধ প্রদান করা হয়। তবে একটি ওষুধ আবার অনেকগুলো কার্যকারিতা নিয়ে বৈশিষ্ট্যপূর্ণ। তবে এই ওষুধগুলো বিভিন্ন রোগীদের ক্ষেত্রে বিভিন্ন রকম কার্যকারিতা লক্ষণীয়। যেমন বায়োফল ফাইভ বিভিন্ন রোগের নিরাময়ে ওষুধ ব্যবহার করা হয়।

শরীরে র*ক্তস্বল্পতার ঘাটতি পূরণ,আয়নের ঘাটতি পূরণ  এবং মহিলাদের গর্ব অবস্থায় র*ক্তস্বল্পতা এই ওষুধ অনেক বেশি ব্যবহার করা হয়। এই ওষুধটি অনেক কার্যকরী। এছাড়াও অপ্রতুলমিথোট্রিক্সেট নির্গমন জনিত প্রভাব বাধা দানে এবং বিষক্রিয়া রাশে এই ওষুধটি অত্যন্ত কার্যকরী।

আবার যারা শরীরের পুষ্টিহীনতায় ভুগছেন তারা চাইলেও এই ওষুধটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে পারেন। এই Biofol 5 এর কাজ কি কেন খাওয়া হয় কিসের ওষুধ তা জেনে নেওয়া প্রত্যেকের উচিত। এমন কি ওষুধ কিভাবে গ্রহণ করবেন সে বিষয়েও জেনে রাখা উচিত। 

Biofol 5 কিসের ওষুধ

এই বায়োফল ফাইভ ওষুধে বিভিন্ন উপাদান রয়েছে এর মধ্যে ক্যালসিয়াম ইউএসপি যা ৫ মিঃ গ্রাঃ লিউকোভোরিনের (ফলিনিক এসিড) সমতুল্য। আর এই ট্যাবলেট এর জেনেরিক নাম হল ফলেনিক এসিড। আর অনেক ক্ষেত্রে মানুষের শরীরে এই এসিডের অভাব লক্ষণীয় হয়। সে ক্ষেত্রে ডাক্তার রোগীদেরকে এ ঔষধ দিয়ে থাকেন। অতএব Biofol 5 এর কাজ কি এবং নিচের কিছু চিকিৎসার জন্য এই বায়োফল ফাইভ প্রদান করা হয় তা জেনে নিন।যেমন 

  • ত্বকে এলার্জি হলে
  • কারো চুল পড়ার সমস্যা থাকলে
  • দুর্বল নখ
  • বায়োটিনের অভাব থাকলে
  • চুলের ডার্মাইটিস
  • মেগালব্লাস্টিক অ্যানিমিয়াস
  • স্বাস্থ্যকর স্নায়ুতন্ত্র
  • হারমজ্জা রক্ষনাবেক্ষণ ইত্যাদি চিকিৎসায় এই বায়োফল ফাইভ ব্যবহার হয়।

বায়োফল খাওয়ার নিয়ম

এই ওষুধ গর্ব অবস্থায় কোন অবস্থাতেই ডাক্তারের পরামর্শ ছাড়া গ্রহণ করা উচিত নয়। তবে এই ট্যাবলেট কে সাধারণভাবে প্রতিদিন একটি করে তিনদিন খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এবং প্রতি ৫ থেকে ৬ ঘন্টা পর পর খেতে পারবেন।

Biofol 5 এর দাম কত

এই ট্যাবলেটের প্রতি ইউনিট মূল্য ৯ টাকা। পুরো বক্স ২৭০ টাকা। আপনার নিকটস্থ যে কোন ফার্মেসীর দোকান থেকে এই ট্যাবলেটটি সংগ্রহ করতে পারবেন। এই ওষুধটির আপনি ১৫ মিগ্রা ট্যাবলেট ও পেয়ে যাবেন। আর এই ১৫ মিগ্রা এর প্রতি ট্যাবলেটের দাম ২৫ টাকা। 

বায়োফল কি কাজে লাগে

Biofol Tablet 10’s ‘পুষ্টির সম্পূরক’-এর একটি শ্রেণীর অন্তর্গত, যা প্রাথমিকভাবে পুষ্টির ঘাটতি এবং র*ক্তাল্পতা (লাল র*ক্ত ​​কণিকার অভাব) চিকিত্সার জন্য ব্যবহৃত হয়। এটি গর্ভাবস্থায় শিশুর বিকাশের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে এবং জন্মগত ত্রুটি প্রতিরোধ করে।

বায়োফল টেবলেট কেন খেতে হয়?

বায়োফল ফলিক এসিডের জেনারিক নাম। এতে ফলিক এসিড বিদ্যমান। এবং ফলিক এসিড এন্টাগনিস্টের অতিমাত্রা জনিত বিষক্রিয়া ও প্রতিক্রিয়া হ্রাসে ব্যবহার করা হয়। এছাড়াও ফলেট ঘাটতি জনিত এবং পুষ্টিনেতার কারণে এই বায়োফল ফাইভ ব্যবহার করা হয়।

এছাড়া গর্ভকালীন এবং শৈশবকালীন বিভিন্ন ভিটামিন এবং এসিড খাটতে জনিত মেগালোরাস্টিক অ্যানিমিয়ায় চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ Biofol 5 এর কাজ কি ,কেন খেতে হয় তা জানা জরুরী। অতএব ত্বকে এলার্জি, বায়োটিনের অভাব,চুল পড়ার সমস্যা  ইত্যাদির কারণে একজন রোগীকে এই ট্যাবলেট খেতে হয়। 

Biofol ট্যাবলেট গর্ভাবস্থার জন্য ব্যবহার করে

মহিলাদের গর্ব অবস্থায় বা শৈশবকালীন সময়ে ফলিক এসিডের অনেকটা ঘাটতি দেখা দেয়। ফলে এই Biofol 5 ট্যাবলেট আপনাদেরকে বিভিন্নভাবে গ্রহণ করার জন্য প্রদান করে থাকেন। এটা অনেক বেশি উপকারী এবং কার্যকরী হিসেবে গণ্য করা হয় গর্ভকালীন সময়ে। অর্থাৎ গর্ভকালীন সময়ে মায়ের সুস্থতা এবং সন্তানের সুস্থতা নিশ্চিত করতে Biofol 5 রোগীদেরকে প্রদান করে থাকেন। কেননা এই গর্ভকালীন সময়ে একজন মায়ের সুষম পুষ্টি সংগ্রহ করা সম্ভব হয় না এজন্যও এই ট্যাবলেটটি ডাক্তাররা প্রদান করা থাকে।

Biofol 5 এর পার্শ্ব প্রতিক্রিয়া

এই ওষুধের বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে শরীরের এলার্জির পরিমাণ বৃদ্ধি পেতে পারে। এমনকি হাত পা মুখমন্ডল লালচে ভাব হতে পারে। চুলকানি হতে পারে, গ্যাসের সমস্যা হতে পারে। শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দিতে পারে। আপনি এবং অজ্ঞান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এছাড়াও ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া  আপনার শরীরে দেখা যেতে পারে। তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধগুলো গ্রহণ করুন।

Biofol 5 mg এর সঠিক নির্দেশনা

আপনার আশেপাশের ক্যান্সার কেমোথেরাপিতে অভিজ্ঞ চিকিৎসকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে শুধুমাত্র ৫-ফুরোইউরাসিল বা মিথোট্রিক্সেট এর সাথে ফলিনিক এসিড ব্যবহার করা উচিত। অন্যথায় এ ওষুধ কখনোই ব্যবহার করবেন না। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত  এই ওষুধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করুন। এবং Biofol 5 এর কাজ কি সহ আরো বিস্তারিত তথ্য জানতে সম্পূর্ণ পোস্ট পড়ুন।

শেষ কথা

আজকের পুরো আলোচনা ছিল Biofol 5 এর কাজ কি। আর সম্পূর্ণ আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। বিভিন্ন উপাদান দ্বারা এই ট্যাবলেটটি তৈরি। মানুষের বিভিন্ন রোগে গ্রহণ করা হয়ে থাকে। আপনি যদি এই পোস্ট সম্পূর্ণ পড়ে উপকৃত হয়ে থাকেন। তাহলে অবশ্যই আপনার আশেপাশের ব্যক্তিদেরকে শেয়ার করে জানিয়ে দিবেন। ধন্যবাদ

আরও দেখু*নঃ

Algin Tablet কেন খায়

Folita 5 এর কাজ কি