ইনডেভার খাওয়ার নিয়ম কি?

ইনডেভার ওষুধটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী দৈনিক দুইবার সেবন করতে হয়। রোগের মাত্রা যদি কম হয়ে থাকে তাহলে দিনে একবার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়ে থাকে। প্রায় প্রত্যেকেরই এখন উচ্চ র*ক্তচাপ সহ অন্যান্য রোগ বালাই বেশি হয়ে থাকে। যার কারণে ডাক্তারগণ এই ওষুধটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। নিচের অংশ হতে এই ওষুধটি প্রাপ্তবয়স্ক ও শিশুদের জন্য কিভাবে খেতে হবে তা দেখানো হয়েছে।

ইনডেভার খাওয়ার নিয়ম

যেহেতু এই ওষুধটি উচ্চ র*ক্তচাপ ছাড়াও অন্যান্য রোগের ক্ষেত্রে সেবন করা যায় তাই এই ওষুধের একটি নির্দিষ্ট খাওয়ার নিয়ম রয়েছে। কোন অবস্থাতেই ডাক্তারের পরামর্শ ছাড়া এ ওষুধ সেবন করা যাবে না। এই ওষুধটি শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়ের জন্যই প্রযোজ্য। 

বিশেষজ্ঞ ডাক্তারগণ উচ্চ র*ক্তচাপ রোগীদের ক্ষেত্রে এই ওষুধটি ৮০ মিলিগ্রাম দিনে দুইবার সেবন করার পরামর্শ দেন। তবে রোগীর রোগের মাত্রার তীব্রতা যদি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে এই ডোজ বাড়ানো যেতে পারে এবং সেটি ১৬০ থেকে ১৮০ মিলিগ্রাম দৈনিক সেবন করা যেতে পারে।

এর বাহিরে এনজিনা পেক্টরিস রোগের জন্য শুরুতে ৪০ মিগ্রা দিনে ২-৩ বার এবং তারপর চালিয়ে যেতে হবে ১২০-২৪০ মিগ্রা দৈনিক। থাইরােটক্সিকোসিস রোগের জন্য ১০-৪০ মিগ্রা, দৈনিক ৩-৪ বার দৈনিক। তারপর চালিয়ে যেতে হবে ৮০-১৬০ মিগ্রা দৈনিক। মাইগ্রেন এর জন্য: শুরুতে ৪০ মিগ্রা দিনে দুইবার, বাড়ানাে যেতে পারে প্রয়ােজন অনুযায়ী এবং তারপর চালিয়ে যেতে হবে ১৬০-১৮০ মিগ্রা দৈনিক।

শিশুদের ইনডেভার খাওয়ার নিয়ম

যেহেতু ইতপূর্বে আমরা জেনেছি যে এই ওষুধটি প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশুদের জন্যও সেবনের পরামর্শ দেওয়া হয়ে থাকে। তাই অনেকেই শিশুদের ইনডেভার খাওয়ার নিয়ম জানতে চায়। রোগের তীব্রতার উপর নির্ভর করে এই ওষুধটি বিশেষজ্ঞ ডাক্তারগন নিম্নলিখিত উপায়ে সেবন করার পরামর্শ প্রদান করে থাকেন।

  • নবজাতক: ০.২৫-০.৫ মিগ্রা/কেজি দিনে ৩ বার। প্রয়ােজনে মাত্রা পরিবর্তন করা যেতে পারে।
  • ১ মাস বয়সী হতে ১২ বৎসর: ০.২৫-১ মিগ্রা/কেজি দিনে ৩ বার। সর্বোচ্চ ডােজ ৫ মিগ্রা কেজি বিভক্ত মাত্রায়।
  • ১২-১৮ বৎসর: শুরুতে মাত্রা ৮০ মিগ্রা দৈনিক ২ বার, চালিয়ে যেতে হবে ১৬০-৩২০ মিগ্রা দৈনিক।

সর্বশেষ কথা

ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি অবশ্যই ইনডেভার খাওয়ার চেষ্টা করবেন। কোন অবস্থাতেই ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ খাওয়া উচিত নয়। তবুও উপরে উল্লেখিত আপনাদের জন্য কিছু নিয়ম দেখানোর চেষ্টা করেছিলাম। আশা করি ইতিমধ্যে আপনি ইনডেভার খাওয়ার নিয়ম কি তা জানতে পেরেছেন।