নাপা এক্সট্রা এর কাজ কি ও দাম কত

এই নাপা এক্সট্রা ট্যাবলেটের অনেক কাজ রয়েছে। আর এই ওষুধ সম্পর্কে আমরা অনেকেই কমবেশি পরিচিত। সাধারণ জ্বর এবং সাধারণ শরীরের বিভিন্ন অঙ্গের শরীরের ব্যাথা নিরাময়ে নাপা এক্সট্রা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। অর্থাৎ আপনি ডাক্তারের কাছে শরণাপন্ন হয়েছেন এবং ডাক্তার আপনাকে নাপা এক্সট্রা ট্যাবলেটটি প্রদান করেছেন। কিন্তু আপনি জানেন না যে নাপা এক্সট্রা এর কাজ কি ।

তাহলে আমাদের এই আর্টিকেল থেকে নাপা এক্সট্রা এর কাজ কি পুরো বিস্তারিত ভাবে জানতে পারবেন। এছাড়াও জানতে পারবেন এই ওষুধের দাম কত। এবং কিভাবে এই ওষুধ একজন রোগীকে গ্রহণ করতে হয়। এবং এই নাপা এক্সট্রা এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। অতএব নাপা এক্সট্রা ট্যাবলেট সম্পর্কে যাবতীয় সকল তথ্য জানতে অবশ্যই এই পোস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।

নাপা এক্সট্রা এর কাজ কি

এই নাপা এক্সট্রা প্যারাসিটামল ও ক্যাফেইনের একটি সমন্বিত ঔষধ। এটি সাধারণ জ্বর, মাথা ব্যথা, পিঠে ব্যথা এবং দাঁতে ব্যথা সহ বিভিন্ন ব্যথা নাশক রোগ থেকে মুক্তি দিতে নাপা এক্সট্রা  অনেক বেশি কার্যকরী  একটি ট্যাবলেট। এছাড়া যাদের বেশিরভাগ ক্ষেত্রে মাইগ্রেনের সমস্যা হয়েছে তাদের সাধারণ চিকিৎসায় এ নাপা এক্সট্রা খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এমনকি কান ব্যথা, স্নায়বিক যন্ত্রণা,বাত ও মাংস বেশী যন্ত্রণা এমনকি ঋতুস্রাব জনিত ব্যথা কমাতে নাপা এক্সট্রা অনেক সময় অনেক বেশি কার্যকরী হয়। 

Napa Extra ট্যাবলেট এর কাজ কি

এই নাপা এক্সট্রায় প্যারাসিটামল এবং ক্যাফেইন সংযুক্ত রয়েছে। আর এ ক্যাফেইন এক ধরনের অ্যালকালয়েড জেনথিন যৌগ। এই নাপা এক্সট্রা ওষুধ বিভিন্নভাবে কাজ করে থাকে। Napa Extra এ অবস্থিত আন্তঃআণবিক সংযুক্তির মাধ্যমে ক্যাফেইন এবং প্যারাসিটামলের যে দ্রবণীয়তা তা ভেদ্যতা বৃদ্ধি করে।

আর এ ক্যাফেইন পেন সহনীয়তা বৃদ্ধি করে। এমনকি ক্যাফেইন মস্তিষ্কের ভেসেল টোন বৃদ্ধি করে। যা আপনার মাইগ্রেনসহ মাথাব্যথা চিকিৎসা অনেক বেশি কার্যকরী হয়। আর ইতিমধ্যে উপরে এই ওষুধ এর কাজ বিস্তারিত উল্লেখ করেছি। অতএব নাপা এক্সট্রা এর কাজ কি আরো বিস্তারিত জানতে একটু নিচে প্রবেশ করুন।

নাপা এক্সট্রা ট্যাবলেট কেন খায়

খুব সহজভাবে বলতে গেলে যাদের হালকা জ্বর এবং মাথাব্যথা রয়েছে এমনকি মাইগ্রেনের সাধারণ সমস্যা এ নাপা এক্সট্রা খাওয়া হয়। আর উপরে উল্লেখিত এই সকল সমস্যা যে ব্যক্তির মধ্যে বিদ্যমান সেসব রোগী বা ব্যক্তিকে ডাক্তার এ ওষুধ গ্রহণের পরামর্শ দিয়ে থাকেন। এছাড়া দাঁত ব্যথা,পেট ব্যথা এবং কান ব্যথা সহ স্নায়বিক যন্ত্রণা এড়াতে নাপা এক্সট্রা খাওয়া হয়।

আর এই ওষুধ আপনার এলাকার নিকটস্ত যে কোন দোকানে খুব সহজে পেয়ে যাবেন। আর আপনি যদি কখনো আক্রান্ত হয়ে থাকেন তাহলে যে কোন ডাক্তার আপনাকে খুব সহজেই এই নাপা এক্সট্রা ট্যাবলেট খাওয়ার পরামর্শ দিয়ে থাকবেন। অতঃপর নাপা এক্সট্রা এর কাজ কি ও এর দাম কত বিস্তারিত জানতে আর একটু নিচে প্রবেশ করুন।

নাপা এক্সট্রা এর দাম কত

এই নাপা এক্সট্রা এর প্রতি ট্যাবলেটের দাম ২ টাকা ৫০ পয়সা। প্রতি পাতায় ১২ টি ট্যাবলেট থাকে, এবং পুরো বক্সে ২০ টি পাতা থাকে। সে হিসেবে নাপা এক্সট্রা ট্যাবলেট প্রতি বক্সের দাম  ৬০০ টাকা। আর এই ওষুধটি বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড এ  দ্বারা তৈরি।

নাপা এক্সট্রা ট্যাবলেট খাওয়ার নিয়ম

সবার আগে জেনে রাখু*ন ১২ বছরের কোন বয়সী শিশুদের ক্ষেত্রে এই ওষুধ কখনোই খাওয়া যাবে না। বিশেষ সতর্কতার সাথে এই ওষুধগুলো একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিদেরকে গ্রহণ করতে হবে। অতএব প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের সর্বোচ্চ দিনে আটটি গ্রহন করতে পারবেন।

তবে সাধারণ সমস্যা আপনাকে ১ টি থেকে ২ টি ৪ থেকে ৬ ঘন্টার পর পর ব্যবহার করতে পারবেন। তবে এই ওষুধটি খাবারের সাথে সাথে অথবা খাবার ছাড়াও গ্রহণ করা যেতে পারে। 

নাপা এক্সট্রা এর উপকারিতা

এই নাপা এক্সট্রা নিয়মিত এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করলে যে উপকার গুলো হয়ে থাকে তা নিচে উল্লেখ করেছি। যেমন এই নাপা এক্সট্রা গ্রহণে মাসিকের ক্র্যাম্প এবং সাধারণ সর্দি খুব দ্রুত নিরাময় হয়ে যায়।

ছাড়াও যাদের দাঁত ব্যথা, কানে ব্যথা, এমন কি পিঠে ব্যথা সহজ স্নায়বিক যন্ত্রণা এড়াতে অনেক ভূমিকা পালন করে। অর্থাৎ এই ওষুধ অনেক বেশি উপকারী। অতঃপর যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিছুটা হলেও উপশমকারী এই নাপা এক্সট্রা। 

Napa Extra কি এন্টিবায়োটি?

নাপা এক্সট্রাতে রয়েছে প্যারাসিটামল বিপি ৫০০ মিলিগ্রাম এবং ক্যাফিনো ইউএসপি ৬৫ মিলিগ্রাম। সাধারণত সামান্য ব্যাথা ও অল্প মাত্রার জ্বরের ক্ষেত্রে চিকিৎসকের পরমার্শ অনুযায়ী ব্যবহার করা হয়। কিন্তু অনেকে আবার প্রশ্ন করে থাকেন নাপা এক্সট্রা কি এন্টিবায়োটিক? অর্থাৎ এই নাপা এক্সট্রা হচ্ছে  ব্যথার নাশক বা ব্যথা উপশমকারি ওষুধ।

নাপা এক্সট্রা গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা?

উত্তর হচ্ছে হ্যাঁ খাওয়া যাবে। তবে একজন ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে এ ওষুধ গ্রহণ করা উচিত। কেননা গর্ভাবস্থার সময়টুকু খুবই সেনসিটিভ। এ সময় যে কোন ভুল হলেই মারাত্মক ক্ষতি হতে পারে বাচ্চার জন্য। তাই যে কোন ওষুধ গ্রহণ করার পূর্বে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।

Napa Extra এর পার্শ্বপ্রতিক্রিয়া

এই নাপা এক্সট্রা গ্রহণে সাধারণ কিছু আর পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষণীয় হয়। তাই এ সকল ওষুধ গ্রহণ করা পূর্বে অবশ্যই সতর্ক থাকা উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। তবে এই ওষুধ গ্রহণে একজন রোগীর ক্ষেত্রে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তা নিচে উল্লেখ করা হলো।

  • বর্ধিত হৃদস্পন্দন
  • অস্থিরতা হতে পারে। 
  • এই নাপা এক্সট্রা অনিয়মিত গ্রহনে কদাচিৎ ত্বকের সংক্রমণ যেমন আর্টিকেরিয়া দেখা দিতে পারে।
  •  যাদের তীব্র লিভার কিডনি সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে এ ওষুধ গ্রহণ করতে হবে।
  • যারা অ্যালকোহল গ্রহণ করেন তাদের ক্ষেত্রে কিডনির মারাত্মক ঝুঁকি হতে পারে। 
  •  এছাড়াও যাদের শরীরে খিচুনি রয়েছে তাদের ক্ষেত্রেও এই  নাপা এক্সট্রা ট্যাবলেট গ্রহণে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে।
  • এছাড়াও অনিমিত এবং মাত্রাতিরিক্ত গ্রহণে লিভারের ক্ষতি হতে পারে। 
  • তীব্র রেনাল নলাকার কলাবিনষ্টি
  • র*ক্তের dyscrasias
  • র*ক্ত কনিকার অস্বাভাবিকতা
  • ভাসোকন্স্ত্রিকশন
  • কম শ্বেত র*ক্ত ​​কণিকা
  • গ্যাস্ট্রিক অ্যাসিড লুকাইয়া
  • জন্মগত বিকলাঙ্গতা
  • অসুস্থতা অনুভূতি

শেষ কথা

আশা করতেছি আজকের আলোচনায় আপনারা নাপা এক্সট্রা এর কাজ কি বিস্তারিত জানতে পেরেছেন।  আর সম্পূর্ণ চেষ্টা করছি আপনাদেরকে সঠিক তথ্য জানিয়ে দেওয়ার। যদি কোন তথ্য উল্লেখ করায় ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই নিজের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।আর আপনার আশেপাশের অসুস্থ ব্যক্তিকে এই পোস্ট শেয়ার করে জানিয়ে দিন। ধন্যবাদ