নাপা এক্সটেন্ড এর কাজ কি, কেন খায় ও দাম কত

Napa extend জ্বর, সর্দি জ্বর, মাথা ব্যথা, দাঁতে ব্যথা হওয়া, শরীর ব্যথা, পিঠে ব্যথা, কানে ব্যথা, এমনকি স্নায়ু প্রদাহজনিত ব্যথা ব্যথায় নিরাময় করতে নাপা এক্সটেন্ড কাজ করে থাকে। এছাড়াও যাদের রয়েছে ঋতুস্রাবজনিত ব্যথা আবার কোথাও মচকে যাওয়ার ব্যথা এবং পিঠে ব্যথা ঠিক তাদের ক্ষেত্রেও নাপা এক্সটেন্ড অনেক বেশি কার্যকরী। এবং এই সকল রোগ নিরাময়ে অনেক বেশি কাজ করে থাকে। অতঃপর নাপা এক্সটেন্ড এর কাজ কি আরো বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ পোস্ট পড়তে হবে।

এই নাপা এক্সটেন্ড এর কাজ কি আরো বিস্তারিত রয়েছে। যেমন, শিশুদের টিকা দেওয়ার পরবর্তীতে ব্যথা নিরাময়ে এই নাপা এক্সটেন্ড অনেকটা কার্যকরী। এমন কি যাদের বাতজনিত ব্যথা ও  অস্ট্রিওআর্থ্রাইটিসজনিত রয়েছে তাদের ব্যথা নিরাময়ে। এবং অস্থির সংযোগসমূহের অনমনীয়তা নিরাময়ে ক্ষেত্রে এ নাপাএক্সটেন্ড অনেক বেশি ভূমিকা পালন করে। অতঃপর সম্পূর্ণ পোস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত দেখু*ন।

নাপা এক্সটেন্ড এর কাজ কি

সাধারণ ক্ষেত্রে আমাদের জ্বর, ঠান্ডা, সর্দি. পিঠে ব্যথা. কানে ব্যথা হলে আমরা ডাক্তারের কাছে পৌঁছে থাকি। তবে ডাক্তার আমাদেরকে অনেক সময় নাপা এক্সটেন্ড খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। হয়তো অনেকেই এই ওষুধ সম্পর্কে জেনে থাকি না। আবার যেন থাকলেও অল্প সংখ্যক দুই একটি কার্যকারিতার কথা জেনে থাকেন।

তবে আজকের এই আলোচনার মাধ্যমে আপনারা নাপা এক্সটেন্ড এর কাজ কি বিস্তারিত জানতে পারবেন। পাশাপাশি জানতে পারবেন এই নাপা এক্সটেন্ড আপনার ফার্মেসির দোকানে কত টাকা করে বিক্রি করে। এবং কোম্পানি কর্তৃক এর মূল্য কত টাকা। এছাড়া এ ওষুধ কিভাবে আপনি গ্রহণ করবেন। সে বিষয় নিয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

এ ওষুধের উপকারিতা,পার্শ্ব প্রতিক্রিয়া, শিশুদের ক্ষেত্রে খাওয়ানো যাবে কিনা। এবং গর্ভাবস্থায় সেবন করা যাবে কিনা বিস্তারিত তথ্য আজকের আলোচনা উল্লেখ করা হয়েছে। তাই সম্পূর্ণ পোস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখু*ন।

Napa Extend কোন রোগের ঔষধ

যদি প্রথমের প্যারাগুলো ভালো খুব ভাবে লক্ষ্য করে থাকেন তাহলে হয়তো জানতে পেরেছেন। যে এই নাপা এক্সটেন্ড এর কাজ কি এবং ওষুধগুলো কোন রোগের। আবারও আপনাদের জানানোর সুবিধার্থে জানিয়ে দিচ্ছি।

সাধারণ ক্ষেত্রে জ্বর হলে সর্দি লাগলে, এবং শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে ব্যথা অনুভূত হলে এই নাপা এক্সটেন্ড অনেকটা কাজ করে থাকে। অর্থাৎ এই নাপা এক্সটেন্ড জ্বর, সর্দি জ্বর, মাথা ব্যথা, দাঁতে ব্যথা হওয়া, শরীর ব্যথা, পিঠে ব্যথা, কানে ব্যথা, এমনকি স্নায়ু প্রদাহজনিত ব্যথা

নাপা এক্সটেন্ড খাওয়ার নিয়ম কি

এই নাপা এক্সটেন্ড গ্রহণে সবথেকে নিরাপদ এবং সব থেকে বেশি ব্যবহৃত একটি ওষুধ। তবে এই ওষুধেরও কিছু পার্শ্বপ্রতিকরা রয়েছে। তাই ঔষধ গ্রহণ করার পূর্বে নাপা এক্সটেন্ড এর কাজ কি জেনে নেওয়ার পাশাপাশি এর খাওয়ার নিয়ম ও জেনে রাখা উচিত। নিচে খাওয়া নিয়ম উল্লেখ করেছি। অতঃপর দেখে নিন।

  • প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে: চার থেকে ছয় ঘন্টা পর পর একটি থেকে ২ টি ট্যাবলেট খেতে পারবেন। এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী সর্বোচ্চ ৮ টি খেতে পারবেন।
  • শিশু (৬ থেকে ১২ বছর বয়স): দিনে ৩-৪ বার আধা থেকে একটি খেকে পারবে।

নাপা এক্সটেন্ড এর দাম কত

এই নাপা এক্সটেন্ড এর দাম হচ্ছে প্রতি ইউনিট ২ টাকা। পূর্বে এ নাপা এক্সটেন্ড এর প্রতি ইউনিট মূল্য ছিল ১.৫১ টাকা। বর্তমানে ৪৯ পয়সা বৃদ্ধি পেয়েছে। আর পুরো একটি বক্সের দাম ২৮৮ টাকা। এই নাপা এক্সটেন্ড ৫০০ মিলিগ্রাম, ৬৬৫ মিলিগ্রাম এবং ১০০০ মিলিগ্রাম পাওয়া যায়। তবে নাপা ৫০০ মিলিগ্রামের দাম ১.২০ টাকা। এছাড়া আরেকটি নাপা এর মূল্য ২ টাকা ২৫ পয়সা।

Napa Extend এর উপকারিতা

এ নাপা এক্সটেন্ড আমাদের কি উপকার করে থাকে এবং এবং আমরা কেন গ্রহণ করে থাকি।  এবং গ্রহণ করার পরে যে উপকার হয়ে থাকে তা নিচে উল্লেখ করতে করেছি। অতঃপর সেই উপকারিতাগুলো দেখে নিন।

  • জ্বর সারিয়ে তুলতে নাপা এক্সটেন্ড অনেকটা কার্যকরী।
  • জ্বালাপোড়া চিকিৎসা কাজে এই ট্যাবলেট অনেক উপকার করে থাকে।
  • কানের ব্যথা নাকের ব্যথা ইত্যাদি নিরাময় করতে সাহায্য করে।
  • শরীরের ভিতর এবং বাহিরে সকল রকমের ব্যথা দূর করতে সাহায্য করে।
  • সর্দি কাশি নিরাময়ে অনেকটা উপকার করে।
  • উপকারিতা হচ্ছে দামে অনেকটা সস্তা হওয়ায় সকলেই গ্রহণ করতে পারেন।
  • এমনকি স্নায় প্রদাহ জনিত ব্যথাকেউ নিরাময় করতে সাহায্য করে।

নাপা এক্সটেন্ড শিশুদের খাওয়ানো যাবে কিনা?

হ্যাঁ শিশুদের ক্ষেত্রে নাপা এক্সটেন্ড খাওয়া যাবে। এতে কোন সমস্যা নেই,তবে একটি ওষুধ আধা করে দিনে তিন থেকে চারবার খেতে পারবে। এর বেশি খেলে শিশুদের ক্ষেত্রে অনেকটা সমস্যা হতে পারে।  অতঃপর নাপা এক্সটেন্ড খাওয়ার সঠিক পরামর্শ ডাক্তারের কাছ থেকে গ্রহণ করুন।

নাপা এক্সটেন্ড গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা?

গর্ভাবস্থায় এক্সচেঞ্জ খাওয়া যাবে। তবে এই গর্ভকালীন সময়ে কোন পার্শ্বপ্রতিক্রিয়া ভালোভাবে লক্ষ্য করা যায়নি। তবে এই সময় খুবই সেনসিটিভ এবং সতর্ক থাকা উচিত। তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী কখন এবং কিভাবে গ্রহণ করবেন তা বিস্তারিত জেনে নিন।

Napa Extend  কতদিন খেতে হয়

এই নাপা এক্সটেন্ড আর কতদিন খেতে হবে তার কোন সঠিক নির্দেশনা দেওয়া নেই। তবে একমাত্র নির্দেশনা আপনার নিকটস্থ ডাক্তার দিতে পারবেন। আর এই ওষুধ কতদিন খেতে হবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার শরীরের অবস্থার অনুযায়ী। আপনার শরীরের অবস্থা ডাক্তারকে জানিয়ে কতদিন এই নাপা এক্সটেন্ড খেতে হবে তা জেনে নিন।

নাপা এক্সটেন্ড এর পার্শ্বপ্রতিক্রিয়া

আপনার অগ্নাশয় এর প্রদাহ, অ্যালার্জি লক্ষণীয় হওয়া,এবং চামড়া ফুসকুড়ি হওয়া নাপা এক্সটেন্ডের এ প্রধান পার্শ্বপ্রতিক্রিয়া। অতঃপর যাদের এই কিডনির অনেকটা সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে বিশাল পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষণীয় হতে পারে। তাই ওষুধ সেবনে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত গ্রহণ করুন।

শেষ কথা

আশা করতেছি আমাদের এই আলোচনা থেকে আপনারা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। এই ওষুধ অনেক পরিচিত একটি ঔষধ এবং অনেকটা কার্যকরী। সাধারণ কিছু চিকিৎসা ক্ষেত্রে এ নাপা এক্সটেন্ড অনেক ভালো কাজ করে থাকে। তারপর যারা এই ওষুধ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতেন না। আশা করছি তারা আজকের এই আলোচনা থেকে নাপা এক্সটেন্ড এর কাজ কি বিস্তারিত জানতে পেরেছেন। যদি পোস্ট ভালো লেগে থাকে অবশ্যই আপনার আশেপাশের ব্যক্তিদেরকে এই পোস্ট শেয়ার করে জানিয়ে দিবেন। ধন্যবাদ