Myolax 50 কিসের ওষুধ, কেন খায় ও দাম কত

বিভিন্ন তথ্য জানার জন্য আমরা এই গুগলে বা অনলাইনে অনুসন্ধান করে থাকি।তবে এই অনুসন্ধান করার পিছনে অনেকগুলো প্রশ্ন থেকে থাকে। তার মধ্যে অনেকেই একটি বিষয় নিয়ে হয়তো অনুসন্ধান করছেন। যেমন Myolax 50 কিসের ওষুধ। এই ওষুধটি সম্পর্কে হয়তো আমরা সবাই অবগত নয়। কিন্তু কিছু রোগের চিকিৎসার জন্য এই ওষুধ ডাক্তাররা রোগীদের প্রদান করে থাকেন।

সেই প্রেক্ষিতে এই ওষুধ সম্পর্কে অনেকের জানার আগ্রহ জন্মে যায়। যেহেতু ডাক্তার আপনাকে Myolax 50 ওষুধটি প্রদান করেছেন, সেতু আপনাকে এই ওষুধের কাজ সম্পর্কে জেনে নেওয়া উচিত। অতএব আজকের এই আর্টিকেল থেকে আপনারা জানতে পারবেন Myolax 50 কিসের ওষুধ এবং এ Myolax 50 কেন খায়। এছাড়াও এই Myolax 50 কিভাবে খায় ও এই ওষুধের দাম কত ইত্যাদি বিষয়। অতএব এই পোস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখে নিন।

Myolax 50 কিসের ওষুধ

কোন ডাক্তার যদি আপনাদেরকে Myolax 50 এই ট্যাবলেটটি প্রদান করে থাকেন তাহলে আমাদের এই আর্টিকেলট থেকে জেনে নিন এটি মূলত কিসের ঔষধ। এবং এ ট্যাবলেটটি গ্রহণে আপনার শরীরে কিরকম পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষণীয় হবে। এবং এই ওষুধ কেন একজন রোগীকে ডাক্তারের প্রদান করে থাকেন?

অতএব আমাদের শরীরের সকল স্নায়ুতান্ত্রিক রোগ জনিত কারণে এই Myolax 50 গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এছাড়াও মাইলোপ্যাথি, মস্তিষ্ক এবং স্নায়ুজ্জু প্রদাহ এবং সকল ঐচ্ছিক পেশির টোন বৃদ্ধি চিকিৎসা ব্যবহার করা হয়। এ সম্পর্কে আরো বিস্তারিত জানতে প্রবেশ একটু নিচে করুন।

Myolax 50 কাজ কি

এটা ট্যাবলেট বিভিন্ন রকম কাজ করে থাকে। অর্থাৎ একটি ট্যাবলেট বিভিন্ন রোগ নিরাময়ের জন্য তৈরি করা হয়। এই ট্যাবলেটের জেনারিক নাম হচ্ছে Tolperisone Hydrochloride. এ ট্যাবলেটের কাজ বলতে গেলে সকল স্নায়ত্বান্ত্রিক রোগ জনিত সমস্যা কে নিয়ন্ত্রণ এবং নিরাময়ে একটি নির্দিষ্ট রোজ পর্যন্ত প্রদান করা হয়।

অর্থাৎ এ ট্যাবলেট এর কাজ পেশির খিচুনি এবং পেশির সংকোচন,অনমনীয়তা, স্পাইনাল অটোমেটিজম চিকিৎসা করতে এই ওষুধ ব্যবহার করা হয় এবং এগুলো হচ্ছে এই Myolax 50 কাজ। এমনকি আপনার পেট খারাপ হওয়া থেকে এই ওষুধ আপনাকে রক্ষা করবে। ও বিভিন্ন রকম পার্শ্ব প্রতিক্রিয়া হওয়া থেকে রক্ষা করবে। অর্থাৎ স্নায় তান্ত্রিক রোগ হলে, পেশিতে টান করলে। এবং মানুষের পিসি ব্যাথায় ইত্যাদি দূর করতে Myolax 50 ট্যাবলেট অনেকটা কাজ করে থাকে।

Myolax 50 খাওয়ার নিয়ম

একজন রোগীর প্রয়োজনীয়তা এবং সহনশূন্যতার উপর নির্ভর করে এই ওষুধগুলো দৈনিক ৫০ থেকে ১৫০ মিগ্রা তিনবার গ্রহণ করার  নির্দেশ দেওয়া হয়। আর যদি কোন কিছুদিন থেকে ছয় মাস আর বছর পর্যন্ত হয়ে থাকে তাহলে ৪৫ মিগ্রা ওষুধ খাওয়াতে হবে।

আর যদি কোন শিশু থেকে ১৪ বছরের হয় তাহলে ২-৪ মিগ্রা অনুসারে তিনটি মাত্রায় বিভক্ত করে খাওয়াতে হবে। অতএব এই ওষুধ দ্বারা সর্বোত্তম ফলাফল পেতে নির্দিষ্ট সময় গ্রহণ করুন। সর্বোপরি একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এ সকল ওষুধ একটি নির্দিষ্ট ডোজ পর্যন্ত গ্রহণ করুন।

Myolax 50 এর দাম কত

এই ট্যাবলেট আপনি যে কোন ফার্মেসির দোকান থেকে সংগ্রহ করতে পারবেন। এই Myolax 50 প্রতি পিস ৮ টাকা মূল্য। অতএব এই ওষুধ আপনি গ্রহণ করার পূর্বে অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ গ্রহণ করুন। অতএব কিভাবে খেতে হবে সকল বিষয় জেনে নিন।

Myolax 50 এর পার্শ্বপ্রতিক্রিয়া

প্রত্যেকের ওষুধের কিছু না কিছু পার্শ্বপ্রতিকরা থাকে। অনিয়মিত সেবন এবং ডাক্তারের ভুল প্রেসক্রিপশনের ফলে রোগীদের উপকারের থেকে অপকার বেশি করে থাকে। তবে সাধারণত Myolax 50 অতিমাত্রায় গ্রহণ করলে কি পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য নিয়ে হতে পারে তা নিম্ন উল্লেখ করা হলো।

  • যে কোন সময় বমি বমি ভাব হতে পারে।
  • শরীর দুর্বলতা অনুভব হতে পারে।
  • পেশির দুর্বলতা হতে পারে।
  • এমনকি বিরল ক্ষেত্রে অতি সংবেদনশীল প্রতিক্রিয়া দেখা দিতে পারে।
  • মাঝে মাঝে মাথা ঘোরা ইত্যাদি লক্ষণীয় হতে পারে।

এছাড়াও ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া আপনার শরীরে অবিরাম দেখা দিতে পারে। তবে এই ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই গ্রহণ করবেন না।

শেষ কথা 

আজকের এই পোস্ট দ্বারা আপনাদেরকে বিভিন্ন তথ্য জানাতে চেষ্টা করেছি। বিশেষ করে Myolax 50 কিসের ওষুধ এবং কেন খায়। আশা করছি আমাদের এই পোস্ট করে আপনারা অনেকটা উপকৃত হয়েছেন। যদি আমাদের এই পোস্ট পড়ে আপনারা উপকৃত হয়ে থাকেন। তাহলে আপনার আশেপাশের ব্যক্তিদেরকে অবশ্যই এই পোস্ট শেয়ার করে জানিয়ে দিবেন। ধন্যবাদ