ব্রণের দাগ দূর করার ক্রিম

আপনার মুখে যদি ব্রনের কোন গর্ত বা দাগ থেকে থাকে তাহলে খুব দ্রুত বিভিন্ন প্রসাধনী বা ক্রিম ব্যবহার করে দূর করতে পারবেন। আর এমন অনেকেই রয়েছেন যারা এলোপাথাড়ি বিভিন্ন প্রসাধনী ব্যবহার করে মুখের মারাত্মক ক্ষতি করে ফেলেছেন। এখন সঠিক চিকিৎসা নেওয়ার জন্য বিভিন্ন ক্রিম অনুসন্ধান করেছেন। তাহলে ব্রণের দাগ দূর করার ক্রিম এই পোস্ট থেকে জেনে নিন।

অনেক ছেলে মেয়ে রয়েছে যারা তাদের মুখের ব্রণ দেখে বেশ চিন্তিত হয়ে পড়ে। তবে এতে চিন্তার কিছু নেই, সঠিক পরামর্শ এবং সঠিক চিকিৎসা নিলেই এই ব্রণ দ্রুত নিরাময় করা সম্ভব হয়। আর যাদের মুখে বিভিন্ন ধরনের ব্রণ রয়েছে ঠিক তাদের জন্য এই পোস্টে ব্রণের দাগ দূর করার ক্রিম এর নাম বিস্তারিত উল্লেখ করেছি। আশা করা যায় এই পোস্ট ব্রণ ভুক্তভোগীদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই ক্রিম গুলোর নাম জানতে শেষ পর্যন্ত পোস্ট টি পড়ুন।

ব্রণের দাগ দূর করার ক্রিম

চলুন এই ব্রণ সম্পর্কে একটু তথ্য জেনে নেওয়া যাক, ব্রণ হচ্ছে মানব ত্বকের একটি দীর্ঘমেয়াদী রোগ বিশেষ। যা লালচে ত্বক,তৈলাক্ত ত্বক, ক্ষতির বিভিন্ন চিহ্ন বা কাটা দাগ ইত্যাদি দেখে বুঝা যায় বা চিহ্নিত করা যায়। তবে এ ব্রণ বেশিরভাগ ক্ষেত্রে মুখেই লক্ষ্য করা যায়। সৌন্দর্যপূর্ণ ব্যক্তিদের দ্রুত সৌন্দর্য নষ্ট করে দিতে এই ব্রণ একমাত্র যথেষ্ট। আর বর্তমান সমাজে সাজগোজ কারী ব্যক্তিদের ব্রণ একটি মারাত্মক বির*ক্তিকর সমস্যা।

এই ব্রণে আক্রান্ত ব্যক্তিরা খুব দ্রুত এই সমস্যাকে সমাধান করার চেষ্টা করে থাকেন। তাই কিভাবে এই মুখের ব্রণ কে খুব দ্রুত দূর করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তবে আপনার আশেপাশেই রয়েছে এবং দূর করার বিভিন্ন ঔষধ। যা আপনার নিকটস্থ ফার্মেসির দোকান থেকে খুব সহজেই সংগ্রহ করতে পারবেন। যদি না জেনে থাকেন কিভাবে ব্রণের দাগ দূর করবেন তাহলে এই পোস্ট সম্পূর্ণ পড়ুন। এবং জেনে নিন ব্রণের দাগ দূর করার ক্রিম নাম সম্পর্কে।

ব্রণ দূর করার সহজ ও কার্যকরী ক্রিমের নাম

যদি আমরা মুখে সবসময় পরিষ্কার রাখে এবং তৈলাক্ত ভাব থেকে রক্ষা করি তাহলে এই ব্রণ থেকে অনেকটা নিরাময় পাওয়া সম্ভব হয়। এবং প্রতিদিনের খাদ্য তালিকা যদি সঠিকভাবে মেনে চলতে পারি তাহলে এই ব্রণ থেকে অনেকটা দূরে থাকা সম্ভব হয়। ইতিমধ্যে যাদের মুখে ব্রণ তৈরি হয়ে গিয়েছে, তাদের অতি দ্রুত করা উচিত। তাই এখানে ব্রণ দূর করার সহজ এবং সবথেকে কার্যকরী ক্রিমের নাম গুলো উল্লেখ করেছি।

অনেকেই মুখের ব্রণ কে দূর করতে ক্রিম ব্যবহার করতে স্বাচ্ছন্দ বোধ করেন। আবার অনেকে রয়েছেন এই ক্রিম ব্যবহার করতে অনেকটা ভয় পেয়ে থাকে। তবে ভয় পাওয়াটাই স্বাভাবিকও, এসব ক্রিম ব্যবহারে অনেক সময় দেখা যায় মুখের মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষণীয় হয়। একজন ব্যক্তির জন্য মৃ*ত্যুর কারণ হতে পারে। তবে সঠিক চিকিৎসা নিলে আপনার যথার্থ রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়। তবে এর মধ্যে কয়েকটি কার্যকরী ব্রণের দাগ দূর করার ক্রিম এর নাম উল্লেখ করা হলো।

  • The Body Shop Tea Tree Skin Clearing Face Wash

  • Nivea Men Dark Spot Reduction Face Wash

  • Dxn tea tree cream

  • Mankind Acnestar removal gel

  • Clean & Clear Pimple Clearing Face Wash

ছেলেদের ব্রণের দাগ দূর করার ক্রিম

কৈশোর ও তারুণ্যে ছেলেমেয়েদের অনেকেরই ত্বকে ব্রণ দেখা দেয়। তবে এক্ষেত্রে কারো দীর্ঘমেয়াদি ব্রণ হয়ে থাকে। আবার অনেকের অল্প কয়েকদিনের জন্য এই ব্রণ এর সমস্যা দেখা দিয়ে থাকে। তবে ছেলে এবং মেয়েদের মুখের ত্বক এর অনেকটা পার্থক্য রয়েছে। এজন্য ছেলে এবং মেয়ের ক্ষেত্রে এই ব্রণের ভিন্নতাও লক্ষণীয় হয়। তাই এক্ষেত্রে এই বিভিন্ন ডাক্তারগণ বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করা নির্দেশনা দিয়ে থাকেন। আর ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা ব্রণ দূর করার ক্রিম তৈরি করা হয়।

কিন্তু আবার এমন কিছু ক্রিম রয়েছে যার ছেলে এবং মেয়ে উভয়কেই ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়। তবে ব্রণ মূলত টিনএজ বা উঠতি বয়সের ত্বকের সমস্যা। এবং এই সমস্যার ছেলেদের হরমোনের পরিবর্তনের কারণে হয়ে থাকে। এমনকি ছেলেদের ত্বকের ব্রণের তীব্রতা একটু বেশি হয়। অতঃপর জেনে রাখু*ন ছেলেদের ব্রণ হলে কোন ক্রিম ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়ে থাকে। এবং কোন ক্রিম ব্যবহার করলে ছেলেদের প্রাণের দাগ খুব দ্রুত দূর হবে।

  • Garnier Men Oil Clear Fairness cream

  • Pond’s Men Oil Control Face Wash

  • Nivea Whitening Oil Control Moisturizer for Men

  • Garnier Acno Fight 6 in1 Pimple Clearing Face Wash

  • স্কীন স্পট ও ক্লিন ক্রিম

মেয়েদের ব্রণের দাগ দূর করার ক্রিম

ছেলেদের ক্ষেত্রে একই লক্ষণীয় বার্তা, বয়সন্ধিকাল প্রবেশ করার পথেই অনেকের মুখে এই ব্রণের সমস্যা দেখা দেয়। এবং শরীরের হরমোনের পরিবর্তনের কারণেও অনেক মেয়ের মুখে এই ব্রণ দেখা দেয়। অতঃপর এই ব্রণ মূলত টিনএজ বা উঠতি বয়সের ত্বকের সমস্যা। এমনকি যে মেয়েরা বেশি বেশি ভাজাপোড়া খাবার গ্রহণ করে থাকে তাদের ক্ষেত্রেও এই ব্রণ দেখা দেয়। তবে যাদের ইতিমধ্যে এই ব্রণ দেখা দিয়েছে।

তারা চাইলে খুব সহজেই বিভিন্ন ক্রিম ব্যবহার করে এই কালো দাগ দূর করতে পারেন। তবে এখান থেকে ক্রিম এর নাম জেনে কখনোই মুখে ব্যবহার করবেন না। ডাক্তারের সাথে আপনার মুখের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করুন। এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী একটি ক্রিম ব্যবহার করুন। আশা করা যায় এই ক্রিম থেকেই আপনার মুখের ব্রণ খুব দ্রুত দূর হবে। অতঃপর যারা মেয়েদের ব্যবহৃত ক্রিমের নাম জানতে চেয়েছিলেন তাদের জন্য সেই ক্রিমগুলো নাম উল্লেখ করেছি।

  • The Body Shop Tea Tree Skin Clearing Face Wash

  • Nivea Men Dark Spot Reduction Face Wash

  • Mankind Acnestar removal gel

  • Clean & Clear Pimple Clearing Face Wash

  • বেটনোভেট এন ক্রিম

ব্রণের দাগ দূর করার ক্রিম এর দাম কত

আপনি আপনার নিকটস্থ ফার্মেসি দোকান থেকে বিভিন্ন ধরনের ক্রিম সংগ্রহ করতে পারবেন। তবে এই ক্রিমগুলোর দাম এখানে নির্দিষ্ট করে উল্লেখ করতে পারছি না। তবে আপনাদের জানার সুবিধার্থে এসব ক্রিম গুলোর একটি আনুমানিক দাম উল্লেখ করেছি। অর্থাৎ সর্বনিম্ন আপনি মুখের ব্রণ দূর করার সর্বনিম্ন ১০০ থেকে ১৫০ টাকায় কিছু ক্রিম পেয়ে যাবেন। এবং সর্বোচ্চ প্রায় ২ হাজার থেকে ৩ হাজার টাকায় এসব ক্রিম গুলো পেয়ে যাবেন।

তৈলাক্ত ত্বকের ব্রণের দাগ দূর করার ক্রিম

মুখে তৈলাক্ততা ভাব থাকার কারণে এ সকল ব্রণের হয়। এমনকি আপনার ত্বকের উপর তৈলাক্ত গ্রন্থির মাত্রার উপর ব্রণ হওয়া নির্ভর করে। এছাড়াও আপনার উপস্থিত লোম অথবা সিভিরিয়াস গ্রন্থির এন্ড্রোজেন ও সংবিধানশীলতার হার নির্ধারণ করে। তবে এই ব্রণ দূর করার জন্য পৃথিবীতে বহু রকমের চিকিৎসা রয়েছে। তবে এর মধ্যে সাধারণ চিকিৎসা আপনি কার্বোহাইড্রেট চিনি গ্রহণ করতে পারেন কিছুটা পরিমাণ। তবে সাধারণ ক্ষেত্রে ত্বকের ব্রণের দাগ দূর করার জন্য ভিটামিন সি অনেক বেশি গুরুত্বপূর্ণ।

আর প্রোফাইনি ব্যাকটেরিয়াম একনিস নামক একটি জীবাণু স্বাভাবিকভাবেই লোমের গোড়ায় বসবাস করে। আর এর ফলে মাথা মুখ ইত্যাদিতে বিভিন্ন জায়গায় তৈলাক্ত ভাব বেড়ে যায়। ফলে সেই জীবাণু ব্যাকটেরিয়া সেবাম থেকে একটি ফ্রি ফ্যাটি এসিড তৈরি করে। অতঃপর যেভাবেই আপনার মুখে কালো দাগ ব্রণ আসুক না কেন, তা দূর করতে ব্যবহার করুন। তবে একজন রেজিস্টার ডাক্তারের সাথে যোগাযোগ করে দিনগুলো ব্যবহার করুন। অতঃপর কয়েকটি ক্রিমের নাম নিচে উল্লেখ করা হলো।

  • Nivea Whitening Oil Control Moisturizer for Men
  • Mankind Acnestar removal gel
  • Garnier Acno Fight 6 in1 Pimple Clearing Face Wash
  • The Body Shop Tea Tree Skin Clearing Face Wash
  • Clean & Clear Pimple Clearing Face Wash
  • Nivea Men Dark Spot Reduction Face Wash
  • Pond’s Men Oil Control Face Wash
  • Garnier Men Oil Clear Fairness cream

উপরে উল্লেখিত প্রত্যেকটি ক্রিম এবং জেলগুলোর আলাদা আলাদা কার্যকারিতা রয়েছে। এবং এসব ক্রিমগুলোর ব্যবহারের ভিন্নতা রয়েছে। তবে এ ক্রিমগুলো ব্যবহারের পূর্বে অবশ্যই আপনার মুখ ভালোভাবে ধৌত করুন। মুখে কখনোই সাবান ব্যবহার করবেন না। মুখে সাবান ব্যবহার করলে আপনার আরো সমস্যা হতে পারে মুখের ত্বকের। অতঃপর উপরে যে ক্রিমগুলো ব্যবহার করা হয়েছে। তা অনেকটা গুরুত্বপূর্ণ। তাই অনেক অভিজ্ঞ এবং চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করে ক্রিমগুলো ব্যবহার করুন।

ব্রণ ও ব্রণের দাগ দূর করার ক্রিম

আপনার ব্রণ এবং ব্রনের দাগকে দূর করার জন্য বিভিন্ন ক্রিম এর পাশাপাশি এই ক্রিম ব্যবহার করতে পারেন। ক্রিমটি হচ্ছে Clean & Clear Pimple Clearing Face Wash. এই ক্রিমটি স্যালিসাইলিক অ্যাসিডের ফর্মুলায় দিয়ে তৈরি করা। যা আমাদের শরীরের বিভিন্ন ত্বকে গভীরে পৌছে ত্বককে করে পরিষ্কার ও ব্রণের জীবাণু ধ্বংস করে। এবং ত্বকের অতিরিক্ত তেলকে দূর করতে সহায়তা করে থাকে। আর ইতিমধ্যে হয়তো আপনারা জানতে পেরেছেন ভিটামিন সি সমৃদ্ধ যে কোন ঔষধ বা ফল মুখের কালো দাগ এবং ব্রণ দূর করতে অনেকটা সাহায্য করে।

এছাড়া উল্লেখযোগ্য কয়েকটি টিমের মধ্যে নিচে আরো কয়েকটি ক্রিম এর নাম উল্লেখ করা হলো। তবে এই ক্রিমগুলোও অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। এই ক্রিমগুলো বিভিন্ন কার্যকরী উপাদান দ্বারা তৈরি। যা এক নিমিষেই আপনার মুখের ব্রণ এবং দাগ দূর করে দেবে। অথবা সেই ক্রিমগুলো হচ্ছে:

  • Normacne Anti-Bacterial Cleansing Facial Gel.
  • Garnier Acno Fight 6 in1 Pimple Clearing Face Wash.
  • Normacne Acne Spot Treatment.
  • The Body Shop Tea Tree Skin Clearing Face Wash.
  • Clean & Clear Pimple Clearing Face Wash.
  • One Night Acne Solution Patch.

মুখের ব্রণের দাগ দূর করার ক্রিম

ইতিমধ্যে আজকের আলোচনায় মুখের ব্রণের দাগ দূর করার বিভিন্ন ক্রিমের নাম উল্লেখ করেছি। বাংলাদেশের বিভিন্ন কোম্পানি দ্বারা বিভিন্ন ধরনের ক্রিম তৈরি করা হয়। তবে এর মধ্যে উল্লেখ্য এই ক্রিমটি অনেকটা উপকারী। ক্রিমটি হচ্ছে ডার্মাডিকস অ্যান্টি-একনি সিরাম। ব্রণের সহজ সমাধানে এই ক্রিম ব্যবহার করা হয়ে থাকে। স্কিনের ব্রণ, ব্রণের দাগ, স্কিনের বিবর্ণতা, চুলকানি, জ্বালাপোড়া এবং লালচেভাব দূর করতে সক্ষম এই ডার্মাডিকস অ্যান্টি-একনি সিরাম। এছাড়া প্রতিদিন এই ক্রিম ব্যবহারের ফলে অয়েলি এবং ব্রণ প্রবণ স্কিন হয়ে উঠে স্বাস্থ্যকর, উজ্জ্বল এবং ব্রণমুক্ত।

মুখের কালো ব্রণের দাগ দূর করার ক্রীম কোনটি

আজকের আলোচনায় বিভিন্ন ক্যাটাগরির ক্রিম এর নাম উল্লেখ করেছি। বিশেষ করে উপরের প্যারাগ্রাফটিতেও একটি ক্রিমের নাম উল্লেখ করেছি। যে ক্রিমটি ব্যবহার করে মুখের দাগ দূর করা সম্ভব হয়। এছাড়াও উপরের কয়েকটি প্যারাগুলোতেও বিভিন্ন ধরনের ক্রিমের নাম উল্লেখ করা হয়েছে।

তাই দয়া করে উপরের প্যারাগুলো লক্ষ করুন, এবং আপনার মুখের কালো দাগ দূর করার জন্য ক্রিম ব্যবহার করুন। অথবা এই ক্রিম ব্যবহারের পূর্বে অবশ্যই একজন ডাক্তারের সাথে যোগাযোগ করুন। যদি আপনার মুখের কালো দাগ দীর্ঘদিন স্থায়ী হয় তাহলে চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করুন।

শেষ কথা

ব্রণের সমস্যা দূর করতে বিভিন্ন রকম চিকিৎসা রয়েছে। ঘরোয়া চিকিৎসা সহ আর বিভিন্ন ধরনের এলোপতি হোমিওপ্যাথি ইত্যাদি চিকিৎসা রয়েছে। তবে এখানে শুধুমাত্র আজকে ব্রণের দাগ দূর করার ক্রিম গুলোর নাম উল্লেখ করেছি। আর এই ক্রিম খুব দ্রুত যেকোনো ব্রনের কালো দাগ দূর করতে সহায়তা করে। তাই আপনি একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করে যে কোন ক্রিম ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন। আর এই পথ থেকে যদি উপকৃত হয়ে থাকেন। তাহলে অবশ্যই আপনার আশেপাশের ব্যক্তিদেরকে এই পোস্ট শেয়ার করে জানিয়ে দিবেন। ধন্যবাদ