দাদ চুলকানি দূর করার ঔষধ এর নাম কি ও দাম কত

দাদ এর ইংরেজি শব্দ হচ্ছে Dermatophytosis, এবং দাদ মানে হচ্ছে একটি সংক্রামক চর্মরোগ। তবে এটি Ringworm নামে পরিচিত। আমাদের শরীরের ত্বকের উপরের দিকে ছত্রাক সংক্রমণ হয়। আপনার শরীরে কোথাও যদি দাদ হয়ে থাকে তাহলে আপনি বুঝবেন যে সেখানে ছত্রাকের আক্রমণ হয়েছে। তবে এই দাদ এর কারণে প্রত্যেকের শরীরের চুলকানি হয়। যেটি অস্বস্তিকর একটি বিষয়। এখন আপনি যদি আপনার এই দাদ চুলকানি দূর করতে চান তাহলে আপনি বিভিন্ন উপায় অবলম্বন করতে পারেন। অর্থাৎ আমাদের এই পোস্ট থেকে আপনি দাদ চুলকানি দূর করার ঔষধ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

এছাড়াও আজকের আর্টিকেল থেকে আপনারা জানতে পারবেন দাদ চুলকানি ওষুধের দাম কত। এবং জানতে পারবেন কিভাবে আপনি এর দাদ ঘরোয়া উপায়ে নিরাময় করবেন। এছাড়াও জানতে পারবেন এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। অতএব যাদের দাউদের সমস্যা রয়েছে। তারা  অবশ্যই এই আর্টিকেলটিকে শেষ পর্যন্ত পড়ে নেবেন। কেননা আজকের এই আর্টিকেলেই দাদ চুলকানি দূর করার ঔষধ এর নাম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

দাদ চুলকানি দূর করার ঔষধ

আপনার নিকটস্থ ফার্মেসির দোকান থেকে খুব সহজেই দাদ চুলকানি দূর করার ঔষধ সংগ্রহ করতে পারবেন। তবে অনেকেই অনলাইনে এসব ওষুধ এর নাম জানার জন্য অনুসন্ধান করে থাকেন। তাই তাদের কথা চিন্তা করে আমরা এখানে দাদ চুলকানি দূর করার বিভিন্ন ওষুধের নাম উল্লেখ করেছি। অতএব যারা এই দাদ চুলকানি দূর করার ঔষধ নাম সম্পর্কে জানতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই পোস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে নিবেন।

দাদ ও চুলকানি রোগের ওষুধের নাম কি

বিভিন্ন ছত্রাকে দ্বারা সাধারণত শরীরের চুলকানি তৈরি হয়ে থাকে। তবে এতে ঘাবড়ানোর কিছু নেই। কিছুওষুধ গ্রহণ করলেই আপনার এই চুলকানি খুব সহজে দূর করতে পারবেন। তবে যাদের শরীরে দাদ দেখা দেয় তার প্রথম অবস্থায় ছোট চাকার মত তৈরি হয়। পরবর্তীতে আস্তে আস্তে বড় হতে থাকে।  এবং তার পরবর্তী সময় চুলকানির অবস্থা তৈরি হয়।  তো এমত অবস্থায় চুলকানি দূর করার কিছু ঔষধ রয়েছে।  যে ওষুধগুলো আপনি সেবন করলেই খুব দ্রুত সেরে যাবে। অতএব সে দাদ ও চুলকানি রোগের ওষুধের নাম নিম্নে উল্লেখ করা হলো।

  • মিকোনাজল
  • ক্লোট্রিমাজল
  • টারবিনাফিন
  • কেটোকোনাজল
  • ইট্রাকোনাজল
  • ফ্লুকোনাজল
  • গ্রিসেয়োফালভিন

দাদ চুলকানি ওষুধের দাম কত

আপনার শরীরের দাউদের চুলকানির দূর করার জন্য যে ওষুধগুলো আপনি ব্যবহার করবেন। সেই ওষুধগুলো সর্বনিম্ন মূল্য নয় টাকা। এবং এই ওষুধগুলো আর বিভিন্ন মলম এবং ক্রিম আকার অথবা ট্যাবলেট হয়ে থাকে। তাই এই ওষুধগুলো সর্বোচ্চ দাম প্রায় ২০০ টাকার উপরে হতে পারে।

দাউদের জন্য কোন ওষুধ ভালো

যাদের শরীর সাধারণত অপরিষ্কার অপরিচ্ছন্ন এবং ঘামে বেঁচে থাকে। বিশেষ করে দীর্ঘ সময় যাদের শরীর ঘাম অথবা ভেজা থাকে। সেসব ব্যক্তিদের ত্বকে এরকম ছত্রাক আক্রমণ করতে পারে। তবে দাউদের জন্য অনেক ওষুধ রয়েছে। তবে ঔষধ গুলো ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন অথবা সেবন করবেন। দাদ আক্রান্ত হলে ওভার দ্যা কাউন্টার এন্টিফাংগাল ক্রিম ব্যাবহার করবেন। এ জাতীয় ঔষধের মধ্যে clotrimazole বা terbinafine জাতীয় ক্রিম অন্যতম। আরোও ভালো ওষুধ এর নাম নিচে উল্লেখ করা হলো।

  • পেভিসন ক্রিম ঔষধ
  • বিটেক্স, স্যারিকল

দাদ চুলকানি রোগের ঘরোয়া চিকিৎসা

কমবেশি অনেকের এই দাদ চুলকানি হয়ে থাকে। মোট কথা অনেকেই অপরিষ্কার থাকার ফলে এসব  চুলকানি শরীরে দেখা দেয়। তবে আপনি চুলকানি বিভিন্ন ওষুধ খেয়ে নিরাময় করতে পারবেন।আবার ঘরোয়া কিছু চিকিৎসা রয়েছে যেগুলো সঠিকভাবে পালনে দাদ চুলকানি নিরাময় করতে পারবেন। তা এখানে কিছু ঘরোয়া চিকিৎসা উল্লেখ করা হয়েছে:

  • এলোভেরা জেল ব্যবহার করে
  • নারকেল তেল ব্যবহার করে
  • হলুদ ব্যবহার করে
  • চা গাছের তেল ব্যবহার করে
  • উচ্চস্বরে পড়া
  • ওরেগানো তেল
  • ক্ষতস্থানে গরম পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করা
  • ছত্রাক বিরোধী সাবান বা শ্যাম্পু ব্যবহার করা
  • নিমপাতা ব্যবহার করে
  • অতঃপর মধু ব্যবহার করে

দাদ হলে কি খাওয়া নিষেধ

যদি প্রকৃত দাদ আপনার শরীরে হয়ে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী একমাস পর্যন্ত এন্টিবায়োটিক ওষুধ সেবন করুন এবং সেবন করা উচিত। তবে এই ওষুধ গুলোর বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষণীয় হতে পারে। অতএব আপনার যদি দাদ হয়ে থাকে তাহলে সকল প্রকার চুলকানি জাতীয় খাবার পরিহার করবেন। যদি চুলকানি যুক্ত খাবার বা এলার্জিযুক্ত খাবার গ্রহণ করেন তাহলে আপনার দাদ ধীরে ধীরে অনেকটা বৃদ্ধি পাবে আপনার শরীরে।

শেষ কথা

আশা করতেছি আমাদের এই পোস্ট থেকে আপনারা দাদ চুলকানি দূর করার ঔষধ এর নাম জানতে পেরেছেন। বিভিন্ন জায়গা থেকে আমরা সঠিক তথ্য আপনাদের জন্য সংগ্রহ করে এখানে উপস্থাপন করেছি। যদি এই পোস্ট আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার আশেপাশের ব্যক্তিদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ

আরও দেখু*নঃ

চুলকানি দূর করার ঔষধের নাম

রানের চিপায় চুলকানি দূর করার ক্রিম

চুলকানির দূর করার ক্রিমের নাম

এলার্জি চুলকানি দূর করার ঔষধ

চুলকানি দূর করার ক্রিম এর নাম কি

পুরুষাঙ্গের চুলকানি দূর করার ক্রিম